Monday, July 23, 2018

বাজেট আপডেট তথ্য ২০১৮-১৯ অর্থবছরঃ

বাজেট আপডেট তথ্য ২০১৮-১৯ অর্থবছরঃ
♦মোট বাজেট-৪৬৪৫৭৩ কোটি টাকা।
♦প্রস্তাবিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে:
৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।
♣এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায় হ‌বে: ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা।
♣বৈদেশিক অনুদান থেকে পাওয়া যা‌বে: ৪ হাজার ৫১ কোটি।
♣বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্ধ: ১লাখ ৭৩ হাজার কোটি টাকা।
♦GDP Growth #7.8%
♦Inflation Rate #5.6%
♦এটি দেশের ৪৭তম ও অাওয়ামীলীগ সরকারের ১৮তম বাজেট। ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। দেশের ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর ১২তম বাজেট। এর মধ্য দিয়ে টানা দশবার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী।
♦অর্থমন্ত্রী মুহিতের ১২তম (টানা ১০বার)।
♦সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও ১২ বার বাজেট পেশ করেছেন।

No comments:

Post a Comment