Monday, July 23, 2018

কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান

#সাধারণ_জ্ঞান
১। কম্পিউটার কী?
উঃ একটি ইলেকট্রনিক্স যন্ত্র।
২। কম্পিউটার কে আবিষ্কার করেন?
উঃ হাওয়ার্ড এইকিন।
৩। ‘হার্ডওয়্যার’ কী?
উঃ কম্পিউটারের বিভিন্ন যান্ত্রিক অংশকে একত্রে ‘হার্ডওয়্যার’ বলে।
৪। ‘সফটওয়্যার’ কী?
উঃ কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে ‘সফটওয়্যার’ বলে।
৫। কম্পিউটার সফটওয়্যার জগতের নামকরা প্রতিষ্ঠান কোনটি?
উঃ আইবিএম।
৬। আধুনিক কম্পিউটারের জনক কে?
উঃ চার্লস ব্যাবেজ।
৭। প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচয়িতা কে?
উঃ লেডি অ্যাডা অগাস্টা বায়রন।
৮। বাংলাদেশে প্রথম কম্পিউটার ব্যবহার হয় কত সালে?
উঃ ১৯৬৪ সালে।
৯। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
উঃ আইবিএম-১৬২০।
১০। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ব্যবহার হয় কত সালে?
উঃ ১৯৯৬ সালে।

No comments:

Post a Comment