১. বিরিশিরি কোথায় অবস্থিত?
উত্তর: নেত্রকোণা জেলায় ।
২. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের আলাদা করার বিধান উল্লেখ আছে
সংবিধানের কোন অনুচ্ছেদে?
উত্তর: ২২ অনুচ্ছেদ ।
৩. বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ কবে ঘোষণা করেন?
উত্তর: ১১ জানুয়ারি ১৯৭২ ।
৪. IDA বলতে কি বোঝায়?
উত্তর: International Development Association
৫. বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি?
উত্তর: জাপান ।
৬. ঈশা খাঁ কে ছিলেন?
উত্তর: বাংলার বারোভুইয়ার একজন ।
৭. বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর: সম্রাট আকবর ।
৮. বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
উত্তর: IBM 16201
৯. বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে?
উত্তর: ৩৯ অনুচ্ছেদ ।
১০. এতিহাসিক পানাম নগর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁ ।
১১. মরিশাস দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
উত্তর: ভারত মহাসাগর ।
১২. BIPSOT বলতে কী বোঝায়?
উত্তর: Bangladesh Institute of Peace Support Operation Training |
১৩. কুইবেক প্রদেশ কোন দেশের অংশ?
উত্তর: কানাডা ।
১৪. জাপানের অতীত (প্রাচীন) রাজধানীর নাম
উত্তর: কিয়োটা ।
১৫. বিশ্বের সর্বাধিক ছ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?
উত্তর: ইন্দোনেশিয়া ।
১৬. ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝায়?
উত্তর: উপকূলীয় বন |
১৭. মুজিব নগর সরকার গঠিত হয় কোন তারিখে?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১।
১৮. European Union এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ব্রাসেলসে ।
১৯. কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
উত্তর: দিনাজপুর জেলায় ।
২০. স্পেন এর রাজধানীর নাম কী?
উত্তর: মাদ্রিদ |
২১. মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন এম মনসুর আলী ।
No comments:
Post a Comment