Friday, November 29, 2019

ন্যাংটা রাজার গল্প

#ল্যাংটা_রাজা
অনেক দিন আগের কথা। এক দেশে এক বেখেয়ালী রাজা ছিলেন। তিনি যখন যা ইচ্ছা করতেন তখন তা করতে হতো। তা না হলে তিনি মানুষের গর্দান নিতেন।

রাজার একটা শখ ছিল নিত্য নতুন জামা কাপড় পরা। সেজন্য তিনি দর্জি নিয়োগ করে জামা বানাতেন। আর কাপড় সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশে লোক পাঠাতেন।

নতুন নতুন পোষাক বানাতে বানাতে গিয়ে রাজ দর্জির মাথায় নতুন কোন আইডিয়া আর কাজ করছে না। সব ডিজাইনের জামাই রাজা পরিধান করে ফেলেছে।

এছাড়া দেশ বিদেশ থেকে যারা নতুন নতুন কাপড় এনে দিতেন তাদের আনার মত আর নতুন কোন কাপড় নেই। রাজা সব কাপড়ই পরিধান করে ফেলেছেন।
এখন কী উপায়?

এদিকে রাজা দর্জিকে সময় দিলেন একদিনের মধ্যে নতুন কোন ডিজাইনের জামা বানিয়ে দিতে না পারলে দর্জির গর্দান যাবে।

দর্জি মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাজধানীর বিভিন্ন প্রান্তরে হন্যে হয়ে ঘুরতে লাগলেন। আগামীকাল তার নিশ্চিত গর্দান যাবে। 

হঠাৎ করে দর্জির মাথায় একটা বুদ্ধি আসল। দর্জি রাজকীয় গার্ডের অনুমতি নিয়ে খালি হাতে রাজার ব্যাক্তিগত কামরায় প্রবেশ করলেন।

দর্জি রাজার কাছে এসে দুই হাত দুই দিকে নিয়ে বলল "এ দেখুন রাজা মশাই আপনার জন্য নতুন পোষাক এনেছি। এই পোষাক এর আগে কেউ পরিধান করে নাই।"

রাজা দেখলেন দর্জির হাত খালি। কোন পোষাক নেই। রাজা তখন মদ খাচ্ছিলেন। ভাবলেন হয়তো নেশা বেশি হয়ে গেছে তাই দর্জির হাতে কোন পোষাক দেখতে পাচ্ছেন না। 

রাজা আবারো চোখ ডললেন। নাহ! এবারও দর্জির হাতে কোন পোষাক দেখা যাচ্ছে না। তিনি দর্জিকে প্রশ্ন করলেন "তোমার হাত তো খালি। পোষাক তো দেখতে পাচ্ছি না।"

দর্জি রাজাকে বললেন "আপনি এই পোষাক অবশ্যই দেখতে পারবেন। কারণ এই পোষাক শুধুমাত্র নিষ্পাপ লোকজনই দেখতে পারবে। কোন পাপী লোক এই পোষাক দেখতে পারবে না।"

রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি তো জীবনে অনেক পাপ করেছেন। তাই এই পোষাক দেখতে পাচ্ছেন না। কিন্তু দর্জিকে বুঝতে দেয়া যাবে না যে রাজা পাপী।

তিনি দর্জিকে বললেন "ওহ, এতক্ষণ আসলে মদের নেশায় খেয়াল করিনি। পোষাকটা সুন্দরই আছে। তবে পাড়ের দিকটা আরেকটু লুজ করতে হবে।"

রাজাকে বোকা বানাতে পেরে দর্জি হাফ ছাড়লেন। তিনি রাজাকে এই পোষাক পরিয়ে পালাতে পারলেই ওনার কাজ শেষ।

রাজা এবার সেই 'অদৃশ্য' পোষাকটা হাতে নিয়ে রাজ দরবারে হাজির হলেন। প্রধান উজির সেনাপতিকে এই পোষাক দেখালেন।

তেলবাজ সেনাপতি যখন শুনলেন এই পোষাক শুধুমাত্র নিষ্পাপ লোকজনই দেখতে পারবে তখন নিজেকে নিষ্পাপ হিসেবে প্রমানের জন্য তিনি বলেছেন "বাহ বাহ! এই পোষাকটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি এই পোষাকে এর আগে কাউকে পরতে দেখিনি।"

প্রধান উজিরও কম যান না। তিনিও ইচ্ছামত তেল মারলেন। বাকী সভাসদরাও সবাই পোষাকের প্রশংসা করলেন।

সেই দেশে আর কিছুদিন পরে একটা গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। সেদিন রাজা দেশবাসীকে দেখা দেন। রাস্তার দুই পাশে হাজারো জনতা দাঁড়িয়ে রাজাকে অভিভাধন জানায়। আর রাজা হাত নাড়িয়ে প্রজাদেরকে সেই অভিভাধনের জবাব দেন। 

রাজা সিদ্ধান্ত নিলেন সেই জাতীয় দিবসে তিনি নতুন পোষাক পরবেন। আর সেই পোষাক দেখে প্রজারা মুগ্ধ নয়নে চেয়ে থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী রাজা দর্জির বানানো নতুন 'অদৃশ্য' পোষাক পরে রাস্তায় বের হলেন। প্রাসাদের বাইরে হাজার হাজার মানুষ একটা রাস্তার দুই পাশে সারি সারি করে অপেক্ষমান।

রাজা প্রাসাদ থেকে বের হবার সাথে সাথেই পুরো জনতা চুপ হয়ে গেল। তারা দেখল রাজার গায়ে কোন পোষাক নেই। 

ঠিক তখনই একজন ঘোষক ঘোষণা করলেন আজ রাজা যে পোষাক পরে বের হয়েছেন এই পোষাক শুধু নিষ্পাপরাই দেখতে পারবে। এখানে কোন পাপীষ্ঠ থাকলে সে যেন এখান থেকে চলে যায়। 

এই ঘোষনা শোনার পরে কেউ এই এলাকা থেকে চলে গিয়ে নিজেকে পাপীষ্ঠ প্রমান করতে চাইল না। তারা সবাই রাজার প্রশংসায় ও রাজার পোষাকের প্রশংসায় শ্লোগান দিতে লাগল।

রাজা বিশাল ভূড়ি নিয়ে দেশবাসীকে হাত নাড়িয়ে তাদের অভিভাধনের জবাব দিচ্ছেন। রাজা ভাবলেন তার দেশের সবাই ই নিষ্পাপ। এত নিষ্পাপের ভীড়ে তিনিই একমাত্র পাপী ব্যাক্তি ভাবতেই কেমন যেন লাগছে!

সবাই যখন রাজার পোষাক নিয়ে প্রশংসায় শ্লোগান দিচ্ছিল তখন সেই এলাকায় নতুন আসা এল লোক রাজাকে নেংটা অবস্থায় দেখে আকাশ থেকে পড়ল। তিনি ভাবলেন রাজাকে সাবধান করে দেই। 

যেই ভাবা সেই কাজ। রাজা যখন সেই লোকের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন  তিনি চিৎকার করে বললেন "ও ভাই শ্লোগান দিয়েন না। রাজা তো নেংটা। আপনারা রাজাকে কিছু দিয়ে ঢেকে দিন। সবাই তো নেংটা রাজার ক্ষুদ্র মেশিন দেখে ফেলছে!"

সেই লোকের কথা শুনে রাজা ক্ষেপে গেলেন। প্রধান কোতোয়াল রাজার আশেপাশেই ছিলেন। তিনি নিজেই দৌড়ে গিয়ে সেই বিদেশী লোকের গর্দান কেটে রাজার কাছে নিয়ে এসে বললেন "এই দেশের একমাত্র পাপীষ্ঠকে হত্যা করা হয়েছে।"
©

No comments:

Post a Comment