আজকের সাধারণ জ্ঞান
পত্রিকা থেকে সংগৃহীত (৭ নভেম্বর, ২০১৯)
#বাংলাদেশ বিষয়াবলী
০১. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক’ কোথায় অবস্থিত? (নির্মাণাধীন)
উত্তরঃ কোম্পানীগঞ্জ, সিলেট।
০২. বাংলাদেশের বর্তমান পরিকল্পনা মন্ত্রীর নাম কি?
উত্তরঃ এম এ মান্নান।
০৩. মণিপুরী নৃত্য দিবস কবে?
উত্তরঃ ৬ নভেম্বর।
০৪. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
উত্তরঃ ২৬শে মার্চ।
০৫. দেশে মোট বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তরঃ ১৫৪টি (সরকারি – ৪৯টি এবং বেসরকারি – ১০৫টি)।
০৬. দেশে মোট কলেজ আছে কতটি?
উত্তরঃ ৪,৪৯৫টি।
০৭. দেশে মোট মাধ্যমিক স্কুল আছে কতটি?
উত্তরঃ ২০,৪৬৫টি।
০৮. গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয় কবে?
উত্তরঃ ১ জুলাই, ২০১৬.
০৯. ‘ওয়াংগালা’ কি?
উত্তরঃ গারোদের ঐতিহ্যবাহী উৎসব।
১০. গারোদের ভাষার নাম কি?
উত্তরঃ আচিক।
১১. বাংলাদেশের বর্তমান বাণিজ্যমন্ত্রী কে?
উত্তরঃ টিপু মুনশি।
১২. বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের নাম কি?
উত্তরঃ রেনে হোলেনস্টাইন।
১৩. বাংলাদেশের কর্মীদের জন্য কবে থেকে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ?
উত্তরঃ সেপ্টেম্বর, ২০১৮ থেকে।
১৪. বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি?
উত্তরঃ বুলবুল।
১৫. ‘ভাসানচর রোহিঙ্গা আবাসন প্রকল্প’ কোথায় অবস্থিত?
উত্তরঃ নোয়াখালী।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ‘তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
উত্তরঃ বাগদাদ, ইরাক। (আসলে 'তাহরির' তুর্কি শব্দ, আর এর অর্থ মুক্তি বা স্বাধীনতা। যে স্থানে মানুষ সমবেত হয়ে মুক্তির জন্য সরকারবিরোধী কর্মসূচী পালন করে সেই জায়গাকে তাহরির স্কয়ার নাম দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের অনেক দেশেই তাহরির স্কয়ার আছে। বর্তমানে ইরাকের তাহরির স্কয়ার আলোচিত।)
০২. চিলির বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ সেবাস্তিয়ান পিনেরা।
০৩. দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ সিউল।
০৪. ব্রাজিলের রাজধানীর নাম কি?
উত্তরঃ রিও ডি জেনিরো।
০৫. তাজিকিস্তানের রাজধানীর নাম কি?
উত্তরঃ দুশানবে।
০৬. ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ নিকোলাস মাদুরো।
০৭. স্কটল্যান্ডের রাজধানীর নাম কি?
উত্তরঃ এডিনবরা।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ফেসবুক কবে তাদের নতুন লোগো প্রকাশ করেছে?
উত্তরঃ ৬ নভেম্বর, ২০১৯.
০২. C এবং C++ কি?
উত্তরঃ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
০৩. ভিজুয়াল প্রোগ্রামিং কি?
উত্তরঃ মেনু বা চিত্র ভিত্তিক উইন্ডোজ প্রোগ্রাম।
০৪. বিভিন্ন ধরনের ভিজুয়াল প্রোগ্রামিং এর উদাহরণ ---
উত্তরঃ Visual Basic, Visual FoxPro, Visual C.
০৫. প্রজনন ঋতুতে মাছের ডিম পাড়াকে কি বলা হয়?
উত্তরঃ স্পনিং।
০৬. ‘Hydra’ নামক প্রাণীটি প্রথম কে শনাক্ত করেন?
উত্তরঃ বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে (১৭৪৪)।
#খেলাধুলা
০১. টেস্ট ক্রিকেটে ১০০ ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার কে?
উত্তরঃ কলিন কাউড্রে, ইংল্যান্ড (১৯৬৮)।
০২. ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কোনটি?
উত্তরঃ কাতার।
০৩. বাংলাদেশ ক্রিকেটে বর্তমান টেস্ট অধিনায়ক কে?
উত্তরঃ মুমিনুল হক।
নীতিকথাঃ “বাধা যত বড় হয়, বাধা জয়ের চেষ্টাও তত শক্তিশালী হয়ে ওঠে।“ – এডওয়ার্ড সাঈদ, ফিলিস্তিনি লেখক
No comments:
Post a Comment