Tense ( কাল / সময় ) Tense is form of a verb to indicate time of an action. Tense তিন প্রকার যথা -- A) Present tense (বর্তমান কাল): যে কাজ বর্তমান কালে সম্পন্ন হয় বা হয়ে থাকে বোঝায়, তাকে verb-এর present tense বা বর্তমান কাল বলে। যেমন: I go to school, He writes a letter, প্রত্যেকটি tense-কে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা: ১) Indefinite (অনির্দিষ্ট) ২) Continuous (চলতি অবস্থা) ৩) Perfect (সম্পন্ন বা শেষ অবস্থা) ও ৪) Perfect continuous (পূর্ব থেকে আরম্ভ হয়ে চলতে থাকা) Present Indefinite Tense: Present indefinite tense denotes an action in the present time or habitual truth or eternal truth. Present simple কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।বর্তমানে বার বার ঘটে এরূপ কাজ প্রকাশ করতে Present simple হয় । বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে। Structure: Subject + Main Verb + Object. Example:- আমি ভাত খাই – I eat rice. - আমি স্কুলে যাই – I go to school. - সে প্রতিদিন স্কুলে য...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .