Thursday, January 12, 2023

রেলের ভাষা

আসুন রেলের ভাষা শিখি- 

আপনারা ট্রেনে বিভিন্ন কোচ দেখে থাকেন । এক একটা এক ধরনের কোচ । কোচের পিছনের গায়ে কি ধরনের কোচ তা লিপিবদ্ধ থাকে । রেলের ভাষা আমরা অনেকেই বুঝিনা।  চলুন দেখে নেই কিভাবে বুঝা যায় এই সকল ওয়ার্ড দেখে এটা কি ধরনের কোচ ।

W = ভেস্টিবিউল অর্থাৎ মাঝে যাতায়াতের দরজা আছে ।
E = শোভন সিট বা ২য়  শ্রেণী 
C = শোভন চেয়ার
CC =  প্রথম চেয়ার 
J = তাপানুকুল
FC = ফাস্ট ক্লাস নন এসি কুপ 
PC = পাওয়ার কার
D = খাবার গাড়ী 
L = লাগেজ
R = গার্ড কামরা বা গার্ড ব্রেক 
S = ২য় শ্রেণী আবার আন্তঃনগরে ২য় শ্রেণী স্লিপার 

এখন ধরুন :
WE = আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন সিট ।
WEC =আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন চেয়ার ।
WJC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) এসি ক্যাবিন বা কুপ ।
WCC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) প্রথম চেয়ার ।
WJCC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) তাপাকুনুল স্নিগ্ধা।
WEPC = আন্তঃনগর (মাঝে দরজা সহ) শোভন সিট ও পাওয়ার কার ।
WELR = আন্তঃনগর (মাঝে দরজা সহ, এক দিকে) শোভন সিট, লাগেজ কম্পার্টমেন্ট ও গার্ড ব্রেক বা কামরা ।
WER =  আন্তঃনগর (মাঝে দরজা সহ, এক দিকে) শোভন সিট, ও গার্ড ব্রেক বা কামরা ।
S = মেল বা ২য় শ্রেণির ট্রেনে ২য় শ্রেণী ।
L = মেল ট্রেনে ব্যবহৃত লাগেজ কোচ । 
SLR = মেল ট্রেনে ব্যবহৃত ২য় শ্রেণী, লাগেজ ও গার্ড ব্রেক ।

ছবি ও তথ্য : আহসান হাবীব সম্রাট 
ধন্যবাদ

সংগ্রহ করা হয়েছে রংপুর এক্সপ্রেস  - Rangpur Express পেইজ থেকে।

No comments:

Post a Comment