চুল পড়া রোধে ১০টি শতভাগ কার্যকরী টিপস
(মেডিক্যাল পরামর্শ অনুযায়ী)
১.সপ্তাহে ৩ দিন ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করুন।
— চুলের ধরন অনুযায়ী mild বা sulfate-free shampoo বেছে নিন।
২.নারিকেল তেল ও অলিভ অয়েল দিয়ে মাথায় ম্যাসাজ করুন।
— এতে scalp-এর blood circulation উন্নত হয় এবং hair root মজবুত হয়।
৩.সপ্তাহে ১ দিন হার্বাল প্যাক লাগান।
— জবা ফুলের রস + পেঁয়াজের রস + লেবুর রস মিশিয়ে মাথায় লাগিয়ে ৩০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
৪.ভিটামিন সাপ্লিমেন্ট নিন।
— Vitamin E 400 mg রাতে ১টা করে,
— Biotin (B7) 5000 mcg (Biot 5000 নামে বাজারে পাওয়া যায়),
— Iron deficiency থাকলে Hemofix রাতে নিন (চিকিৎসকের পরামর্শে)।
৫. মাথার স্কাল্পে ফাংগাল ইনফেকশন থাকলে যত্ন নিন।
— Ciclopirox বা Ketoconazole shampoo একদিন পর পর ব্যবহার করুন।
৬.মানসিক চাপ ও রাতজাগা কমান।
— Stress এবং sleep deprivation চুল ঝরার বড় কারণ।
৭.পুষ্টিকর খাবার খান।
— তাজা ফল, সবজি, ডিম, মাছ, বাদাম, দুধ প্রতিদিনের খাবারে রাখুন।
৮.হরমোনাল সমস্যা নিয়ন্ত্রণ করুন।
— Thyroid বা Testosterone অস্বাভাবিকতা থাকলে ডাক্তারের পরামর্শ নিন।
৯.ধূমপান ও অতিরিক্ত চা-কফি পরিহার করুন।
— এগুলো blood flow কমায় ও hair growth বাধা দেয়।
১০.প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন (২.৫-৩ লিটার)।
— শরীর hydrated থাকলে scalp ও চুল দুটোই সুস্থ থাকে।
বি দ্র প্রতিদিন ৬০-১০০ টা চুল পড়া নরমাল
আপনি কোন শ্যাম্পু ব্যবহার করেন?
যাদের চুল দাড়ি বেশি পড়ছে বা অল্প বয়সে পেকে যাচ্ছে তারা
কমেন্ট করুন
ইনবক্সে কিছু সিক্রেট শেয়ার করবো❤️❤️
Dr S R Khna
Comments
Post a Comment