অবশেষে অনলাইনে একটা ভালো ও শিক্ষনীয় কন্টেন্ট পেলাম 🤠
শর্ট ফিল্মটির কাহিনি হচ্ছে, এই লোকটি একটি কম্পানিতে সেল্সম্যানের ইন্টারভিউ দিতে আসে। তাকে তার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে সে বলে, আমি ছোট বেলায় গ্রাম থেকে মুরগী চুরি করে ঢাকায় আসি, সেই টাকা দিয়ে প্রথমে বাদাম, পরে ইঁদুর মারার ঔষধ থেকে অনেক কিছু বিক্রি করছি। তাই লাইফে অভিজ্ঞতার কোন কমতি নাই।
এই কথা শুনে মালিক ভয় পায়া গেলো, চিন্তা করতে লাগলো কি করা যায়। তখন তাকে বললো, তুমি কি সব আজে বাজে জিনিস বিক্রি করছো লাইফে, আমার প্রোডাক্ট তুমি বিক্রি করতে পারবা না।
লোকটি বললো, তাহলে একটা পরীক্ষা নিয়ে ফেলেন, বলেন কি বিক্রি করে দেখাবো?
কম্পানির মালিক কিছুক্ষণ চিন্তা করে…. বললোঃ এক কাজ করো, আমার এই ল্যাপটপ আমার কাছেই বিক্রি করে দেখাও। যদি পারো তাহলে চাকরি পাবা।
লোকটি কিছুক্ষণ চিন্তা করে….. 🤔 ….. বললো, ঠিক আছে পারবো। লোকটি ল্যাপটপ হাতে নিয়ে মালিককে বললো, আপনি বসেন, আমি শুরু থেকে শুরু করি। এই বলে সে ল্যাপটপ হাতে নিয়ে দরজার বাহিরে গেলো। এবং, লেপটপ নিয়ে চলে আসলো।
মালিক তো বসে আছে, কিন্তু সে আর আসে না। তার রুম থেকে বের হয়ে দেখে সে আর নাই, ল্যাপটপ নিয়ে ভেগে গেছে। তার জরুরী ল্যাপটপ চুরি হওয়ায় তার মেজাজ গরম হয়ে যায়।
কিছুক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে কল আসে, বলে স্যার আমি একটু আগে আপনার কাছে ইন্টারভিউ দিতে গেছিলাম, আপনার ল্যাপটপ এখন আমার কাছে।
মালিক বললো, আমার জরুরী ল্যাপটপ, তারাতারি দিয়ে যাও।
No comments:
Post a Comment