Sunday, October 1, 2023

Imported post: Facebook Post: 2023-10-01T22:40:27

এক সময় এদেশে টায়ারের স্যন্ডেল পাওয়া যেত। বছরের পর বছর টিকে থাকত সে স্যান্ডেল। সে স্যান্ডেল এর নাম ছিল অক্ষয়। এখন সে স্যান্ডেল নেই কিন্তু রয়ে গেছে বিকল্পবিহীন অক্ষয়। পাপোন্দা। তাকসিম গং //পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার। পাকিস্তানের ৭ বার। শ্রীলঙ্কার ৫ বার। আমরা বলতে পারি... প্রেসিডেন্ট ওবামা চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা শাসন করে বিদায় নিয়েছে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে। নোকিয়া ওল্ড মডেল বদলে স্মার্ট ফোন এসেছে কিন্তু পাপন রয়ে গেছে। বিশ টাকার পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করে দামের রেকর্ড গড়েছে কিন্তু পাপন রয়ে গেছে। ৩০/৪০ টাকার চাল ৭০ টাকা হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে। পরী মনি জেলে গিয়ে ছাড়াও পেয়ে গেছে কিন্তু পাপন রয়ে গেছে। ৮৫ টাকার সয়াবিন তেল ১৭০ টাকা হয়েছে, তাও পাপন রয়ে গেছে। জয় পাপোন্দা ✌️ #কালেক্টেড এন্ড ইডিটেড বাই Jewel W A #ক্রিকেট_কথন//

No comments:

Post a Comment