🥢কোবরা ইফেক্ট
ব্রিটিশ আমলে দিল্লিতে প্রচুর বিষধর কোবরা ছিল। মানুষকে রক্ষা করতে সরকার ঘোষণা দিল:
“যে মৃত কোবরা জমা দেবে, পুরস্কার পাবে।”
প্রথমে পরিকল্পনাটা কাজ করল, অনেক সাপ মারা গেল।
কিন্তু এরপর ঘটল অদ্ভুত কাহিনি!
লোকজন টাকা রোজগারের জন্য বাসায় কোবরা পোষা শুরু করল, যেন পরে মেরে পুরস্কার পাওয়া যায়।
সরকার যখন এই চালাকি ধরে ফেলল, পুরস্কার বন্ধ করে দিল।
তখন সবাই কোবরা ছেড়ে দিল রাস্তায়—আর শহরে সাপের সংখ্যা হয়ে গেল আগের চেয়েও বেশি!
এই ঘটনাই আজকে আমরা বলি—“কোবরা ইফেক্ট”।
Comments
Post a Comment