Skip to main content

under the green wood tree

William Shakespeare’s  
 “Under the Greenwood Tree” কবিতার পুরো ব্যাখ্যা বাংলায় দেওয়া হলো। কবিতাটি As You Like It নাটকের দ্বিতীয় অঙ্কের একটি গান, যেখানে চরিত্র Amiens প্রকৃতির মুক্ত ও শান্ত জীবনের সৌন্দর্য গেয়ে ওঠে।
---
কবিতার আসল পাঠ

(প্রসঙ্গ বোঝার জন্য মূল লাইনগুলো এখানে তথ্যসূত্র হিসেবে দেওয়া হলো)

> Under the greenwood tree
Who loves to lie with me,
And turn his merry note
Unto the sweet bird's throat,
Come hither, come hither, come hither:
Here shall he see
No enemy
But winter and rough weather.



> Who doth ambition shun
And loves to live i' the sun,
Seeking the food he eats
And pleased with what he gets,
Come hither, come hither, come hither:
Here shall he see
No enemy
But winter and rough weather.




---

স্তবক–অনুযায়ী ব্যাখ্যা

প্রথম স্তবক

“Under the greenwood tree, Who loves to lie with me…”
কবি আমন্ত্রণ জানাচ্ছেন এমন এক শান্ত পরিবেশে, যেখানে সবুজ গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া যায়। এখানে মানুষ তার আনন্দময় সুর পাখির মিষ্টি গানের সাথে মিলিয়ে গাইবে।
“Here shall he see no enemy but winter and rough weather.”
এখানে মানুষের একমাত্র প্রতিদ্বন্দ্বী শীত ও খারাপ আবহাওয়া—অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক চ্যালেঞ্জ ছাড়া অন্য কোনো শত্রু নেই।

> অর্থ: নগর জীবনের ষড়যন্ত্র, হিংসা, রাজনীতি থেকে মুক্ত থেকে প্রকৃতির সান্নিধ্যে শান্তি খোঁজা।
---
দ্বিতীয় স্তবক

“Who doth ambition shun, And loves to live i’ the sun…”
যে ব্যক্তি উচ্চাকাঙ্ক্ষা, ধনসম্পদ বা ক্ষমতার লোভ ছেড়ে সূর্যের আলোয় সহজভাবে বাঁচতে চায়,
“Seeking the food he eats, And pleased with what he gets…”
যে যা পায় তাতেই খুশি, নিজের আহার নিজে সংগ্রহ করতে জানে,
তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই প্রকৃতির আনন্দে যোগ দিতে।
এখানেও শেষ লাইন একই: প্রকৃতির একমাত্র চ্যালেঞ্জ ঋতু ও আবহাওয়া।

> অর্থ: সাদামাটা, আত্মনির্ভর জীবনই সত্যিকারের সুখের উৎস।
---

সারাংশ (সংক্ষেপে)

এই কবিতায় শেকসপিয়র প্রকৃতির সরল জীবনযাপনের প্রশংসা করেছেন। ধন-দৌলত বা ক্ষমতার আকাঙ্ক্ষা ছেড়ে যে ব্যক্তি প্রকৃতির কোলে বাস করতে চায়, পাখির গান শুনে, নিজের খাদ্য জোগাড় করে সুখে থাকতে চায়—তার জন্য গাছের ছায়া এক স্বর্গ। একমাত্র বাধা শুধু ঋতুর পরিবর্তন আর প্রকৃতির প্রতিকূলতা; মানুষের লোভ, প্রতারণা, শত্রুতা এখানে নেই।
---

মূল শিক্ষা

প্রকৃতির শান্তি: আসল সুখ লুকিয়ে আছে প্রকৃতির সান্নিধ্যে।

অমিত আকাঙ্ক্ষার ক্ষতি: লোভ ও উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কেবল অশান্তি দেয়।

আত্মনির্ভরতা: নিজের প্রয়োজন নিজে মেটাতে পারলেই সত্যিকারের স্বাধীনতা মেলে।


এভাবেই “Under the Greenwood Tree” আমাদের শেখায় যে প্রকৃতির সান্নিধ্যে সহজ, মুক্ত ও লোভহীন জীবনই মানুষের প্রকৃত স্বর্গ।

Summary in English:
William Shakespeare’s Under the Greenwood Tree invites people to leave behind the noise, greed, and ambition of city life and live freely in nature’s calm shelter. The speaker calls those who love peace and simplicity to rest beneath the green trees, listen to birdsong, and find joy in a life without worldly competition. The only “enemy” in such a life is the natural challenge of winter and rough weather. The poem celebrates freedom, self-reliance, and contentment with whatever one has, showing that true happiness lies in a simple, nature-centered existence.

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...