হঠাৎ কেউ মইরা যায় না। হঠাৎ মৃত্যু বইলা যে মৃত্যুর কথা পৃথিবীর মানুষ প্রচার করে তা কেবল নিছক ছলনা ছাড়া আর কিছুই না। প্রকাশ্যে একবার মরিবার আগে মানুষ বহুবার মরিয়া যায় গোপনে, নীরব নিভৃতে, ধীরে ধীরে —একা।
মানুষ মইরা যায় বন্ধু হারাইতে হারাইতে, মানুষ মইরা যায় প্রিয় মানুষ হারাইতে হারাইতে, মানুষ মইরা যায় স্বপ্ন হারাইতে হারাইতে, মানুষ মইরা যায় বিশ্বাস হারাইতে হারাইতে, মানুষ মইরা যায় আত্মবিশ্বাস হারাইতে হারাইতে।
বেবাককিছু হারাইতে হারাইতে যহন মানুষের আর হারাইবার মতো কিছুই থাকে না, তহন মানুষ মইরা যায় নিজেরে হারাইতে হারাইতে।
তারপর শরীর নামের অবশিষ্ট যে জড়বস্তুখানা দৃশ্যমান থাকে- মৃত্যু আইসা একদিন সেইটারে খুঁইজা নিয়া যায়, আর মানুষ তার নাম দেয় হঠাৎ মৃত্যু।
হঠাৎ মৃত্যু বইলা দুনিয়াতে কিচ্ছু নাই। প্রকাশ্যে একবার মরিবার আগে মানুষ বহুবার মরিয়া যায় গোপনে, নীরব নিভৃতে, ধীরে ধীরে —একা।
*
বই : 'সন্ধ্যার কাছাকাছি'
Comments
Post a Comment