Father (ফাদার) --- বাবা
Mother (মাদার) --- মা
Parents (প্যারেন্টস) --- পিতামাতা
Step parent (স্টেপ প্যারেন্ট) --- সৎ পিতামাতা
Grand Father (গ্রান্ড ফাদার) --- দাদা, নানা
Grand Mother (গ্রান্ড মাদার) ---- দাদি, নানী
Brother (ব্রাদার) ---- ভাই
Sister (সিস্টার) ---- বোন
Father-in-law (ফাদার-ইন-ল) ----- শ্বশুর
Mother-in-law (মাদার-ইন-ল)---- শ্বাশুরী
Daughter (ডটার) ---- কন্যা
Son (সান) ----- পুত্র/ছেলে
Cousin (কাজিন) ---- চাচাত ভাই/মামাত ভাই/ফুফাত ভাই
Uncle (আঙ্কেল) ------ কাকা, মামা
Aunt (আন্ট) ----- খালা, চাচী, ফুপু
Maternal-aunt (ম্যাটার্নাল আন্ট) --- মামী
Grandson (গ্রান্ডসন) ---- নাতী
Granddaughter (গ্রান্ডডটার) --- নাতনী
Husband (হাসব্যান্ড) ---- স্বামী
Wife (ওয়াইফ) --- স্ত্রী
Nephew (নেফিউ) --- ভাতিজা
Niece (নিস) --- ভাগনী, ভাইজী
Son-in-law (সান-ইন-ল) ---- জামাই
Sister-in-law (সিস্টার-ইন-ল) --- শালী/ভ্রাতৃবধূ
Brother-in-law (ব্রাদার-ইন-ল) --- ভাসুর/শ্যালক
----------------------------------
Need to ------ প্রয়োজন
Had better – -----------------বরং উচিৎ
Able to –---------------------- সক্ষম হওয়া
Will be able to –------------ সক্ষম হবো
Have been able to –-------- সক্ষম হয়েছি
Used to –------------------- অতীত অভ্যস্ত বুঝাতে
Would like to ----------------- চাওয়া
There is/are ------- ------আছে
There was/were ------- ছিলো
There will be - ----------হবে
There will have – ------থাকবে
There can be – ---------থাকতে পারে
There could be – -------থাকতে পারতো
Have/has to – -----------করতেই হবে
Had to –------------------- করতে হয়েছিল
Am to/is to/are to –------ হয়/কথা
Am/is/are supposed to ------ হয়/কথা
Should/ought to –--- উচিৎ
Should have –------ উচিৎ ছিলো
May –------------- পারা (সম্ভাবনা অর্থে)
Might –--------- পারতাম (সম্ভাবনা অর্থে
Can –------ পারা
Could ------ পারতাম
Must ------- অবশ্যই
being ------- কিছু হয়ে
-------------------------------
1. Nothing to say---------------কিছু বলার নেই
2. Nothing to find--------------কিছু খোঁজার নেই
3. Nothing to eat---------------কিছু খাওয়ার নেই
4. Nothing to want-------------কিছু চাওয়ার নেই
5. Nothing to cook-------------কিছু রান্নার নেই
6. Nothing to understand-----কিছু বোঝার নেই
1. Rely( রিলেই)----নির্ভর / ভরসা করা।
2. Remain(রিমেইন)----অবশিষ্ট/ বাকি থাকা।
3. Remake(রিমেইক)----পুনরায় তৈরী করা।
4. Remark(রিমার্ক)---- মন্তব্য করা।
5. Research(রিসার্চ)----গবেষণা করা।
6. Resemble(রিসেমবল)---- মিল/সদৃশ্য হওয়া।
7. Reserve(রিজার্ভ)-----জমা/ সংরক্ষণ করা।
8. Respect(রেসপেক্ট) ------শ্রদ্ধা/ সম্মান করা।
9. Respond(রেসপন্ড)------সাঁড়া দেওয়া।
10. Rest(রেস্ট)-------বিশ্রাম নেওয়া।
11. Retail(রিটেইল)-------খুচরা বিক্রি করা।
12. Return(রিটার্ন)------- ফিরে আসা।
13. Revenge(রেভেঞ্জ)------প্রতিশোধ গ্রহণ করা।
14. Review(রিভিউ)-------পর্যালোচনা করা।
15. Revise(রিভাইজ)-------পুনরায় পাঠ করা।
16. Revolt(রিভোলট)------- বিদ্রোহ করা।
Good morning-শুভ সকাল
Good Afternoon-শুভ বিকাল
Good Evening-শুভ সন্ধ্যা
Good Night-শুভ রাত্রি
Good bye-শুভ বিদায়
Please-দয়া করে\দয়া করুন
Thanks- ধন্যবাদ
Welcome -স্বাগতম
Allow me –আমাকে অনুমতি দিন
After you- পরে তুমি
Sorry-দুঃখিত
Pardon-ক্ষমা করুন
Excuse me
Its my pleasure- এটা আমার দয়া
No mention -কোন ব্যাপার না
With great pleasure -অত্যন্ত আনন্দের সাথে
Mistake – ভুল
Apologise – ভুল স্বীকার করা
Marvellous! – বাহ বেশ!
Well done – ভালো করছো।
.
Collected from internet
No comments:
Post a Comment