এটিই সেই বিখ্যাত ড্রয়িং, যেটি পৃথিবীর মানুষের আঁকা নিখুঁততম ছবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত। এর ধারেকাছে নেই আর কোনো ড্রয়িং।
বলে দেওয়ার আগে, এপর্যন্ত কেউই বলতে পারেননি যে, এটি ফটোগ্রাফ নয়, পেন্সিল স্কেচ।
বিশ্বসেরা এই হাইপার রিয়ালিস্টিক ড্রয়িংটি এঁকেছেন ইতালির তরুণ পেইন্টার diego fazio.
স্কেচটির নাম - sensazioni, বা sensation.
দুশো ঘন্টা সময় লেগেছে তাঁর এই ছবিটি আঁকতে। না বলে দিলে সত্যিই বোঝা মুশকিল যে এটা শুধুমাত্র পেন্সিল স্কেচ।
Collected

No comments:
Post a Comment