Skip to main content

100 small sentence with bangla

১০০টি ছোট ছোট ইংরেজি বাক্য দেওয়া হলো —

1. Absolutely right!
(অ্যাবসোলুটলি রাইট) – একদম ঠিক!

2. Don’t be afraid.
(ডোন্ট বি অ্যাফ্রেইড) – ভয় পেও না।

3. What a pity!
(হোয়াট আ পিটি) – কী দুর্ভাগ্য!

4. That’s great!
(দ্যাটস গ্রেট) – দারুণ!

5. I’ll try my best.
(আইল ট্রাই মাই বেস্ট) – আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।

6. Are you serious?
(আর ইউ সিরিয়াস?) – তুমি কি সিরিয়াস?

7. I can’t believe it.
(আই ক্যান্ট বিলিভ ইট) – আমি বিশ্বাস করতে পারছি না।

8. Time is up.
(টাইম ইজ আপ) – সময় শেষ।

9. Please forgive me.
(প্লিজ ফরগিভ মি) – অনুগ্রহ করে আমাকে ক্ষমা করো।

10. Don’t argue.
(ডোন্ট আর্গিউ) – তর্ক কোরো না।

11. Take care.
(টেক কেয়ার) – নিজের খেয়াল রেখো।

12. Just a minute.
(জাস্ট আ মিনিট) – শুধু এক মিনিট।

13. Come with me.
(কাম উইথ মি) – আমার সঙ্গে চলো।

14. Don’t be silly.
(ডোন্ট বি সিলি) – বোকামি কোরো না।

15. Let’s have fun.
(লেটস হ্যাভ ফান) – চল মজা করি।

16. I love this.
(আই লাভ দিস) – এটা আমার ভালো লাগে।

17. It’s amazing!
(ইটস অ্যামেইজিং) – এটা চমৎকার!

18. Let me think.
(লেট মি থিংক) – আমাকে ভাবতে দাও।

19. Don’t touch it.
(ডোন্ট টাচ ইট) – এটা স্পর্শ কোরো না।

20. Not at all.
(নট অ্যাট অল) – মোটেই না।

21. How was your day?
(হাউ ওয়াজ ইওর ডে?) – তোমার দিন কেমন গেল?

22. Come in, please.
(কম ইন, প্লিজ) – ভিতরে আসো।

23. Go ahead.
(গো অ্যাহেড) – চালিয়ে যাও।

24. Never mind.
(নেভার মাইন্ড) – কিছু মনে কোরো না।

25. No problem.
(নো প্রোবলেম) – কোনো সমস্যা নেই।

26. I’m sorry.
(আই’ম সরি) – আমি দুঃখিত।

27. I’m okay.
(আই’ম ওকে) – আমি ঠিক আছি।

28. I’m tired.
(আই’ম টায়ার্ড) – আমি ক্লান্ত।

29. It’s my pleasure.
(ইটস মাই প্লেজার) – এটা আমার আনন্দ।

30. Be patient.
(বি পেশেন্ট) – ধৈর্য ধরো।

31. It’s not fair.
(ইটস নট ফেয়ার) – এটা ঠিক না।

32. Don’t worry.
(ডোন্ট ওরি) – চিন্তা কোরো না।

33. I’m busy.
(আই’ম বিজি) – আমি ব্যস্ত।

34. What’s your name?
(হোয়াটস ইওর নেম?) – তোমার নাম কী?

35. What do you want?
(হোয়াট ডু ইউ ওয়ান্ট?) – তুমি কী চাও?

36. Don’t cry.
(ডোন্ট ক্রাই) – কেঁদো না।

37. Are you okay?
(আর ইউ ওকে?) – তুমি কি ঠিক আছো?

38. I hope so.
(আই হোপ সো) – আমি তাই আশা করি।

39. That’s enough.
(দ্যাটস ইনাফ) – এটাই যথেষ্ট।

40. Don’t move.
(ডোন্ট মুভ) – নড়বে না।

41. I got it.
(আই গট ইট) – আমি বুঝেছি।

42. How funny!
(হাউ ফানি!) – কী মজার!

43. Stay with me.
(স্টে উইথ মি) – আমার সাথে থেকো।

44. Just joking.
(জাস্ট জোকিং) – শুধু মজা করছিলাম।

45. I’m confused.
(আই’ম কনফিউজড) – আমি বিভ্রান্ত।

46. Be honest.
(বি অনেস্ট) – সৎ থেকো।

47. What are you doing?
(হোয়াট আর ইউ ডুয়িং?) – তুমি কী করছ?

48. Don’t cheat.
(ডোন্ট চিট) – প্রতারণা কোরো না।

49. Hurry up!
(হারি আপ) – তাড়াতাড়ি করো!

50. That’s interesting.
(দ্যাটস ইন্টারেস্টিং) – এটা মজার/আকর্ষণীয়।

51. Who is this?
(হু ইজ দিস?) – এ কে?

52. What’s going on?
(হোয়াটস গোয়িং অন?) – কী চলছে?

53. I’m worried.
(আই’ম ওরিড) – আমি চিন্তিত।

54. How sweet!
(হাউ সুইট!) – কত মিষ্টি!

55. Guess what!
(গেস হোয়াট!) – জানো কী?

56. It’s too much.
(ইটস টু মাচ) – এটা অনেক বেশি।

57. Keep smiling.
(কিপ স্মাইলিং) – হাসতে থাকো।

58. I feel lucky.
(আই ফিল লাকি) – আমি নিজেকে ভাগ্যবান মনে করি।

59. You’re welcome.
(ইউ আর ওয়েলকাম) – স্বাগতম।

60. Please be quiet.
(প্লিজ বি কোয়ায়েট) – অনুগ্রহ করে চুপ থাকো।

61. I’m hungry.
(আই’ম হাঙ্গরি) – আমার খিদে পেয়েছে।

62. You’re so funny.
(ইউ আর সো ফানি) – তুমি খুব মজার।

63. You can do it!
(ইউ ক্যান ডু ইট!) – তুমি পারবে!

64. Let’s go now.
(লেটস গো নাউ) – চল এখন যাই।

65. Don’t be rude.
(ডোন’t বি রুড) – অভদ্র হয়ো না।

66. You are right.
(ইউ আর রাইট) – তুমি ঠিক বলছ।

67. That’s enough talking.
(দ্যাটস ইনাফ টকিং) – অনেক কথা হলো।

68. Are you listening?
(আর ইউ লিসনিং?) – তুমি কি শুনছো?

69. Take it easy.
(টেক ইট ইজি) – সহজভাবে নাও।

70. I’m not sure.
(আই’ম নট শিওর) – আমি নিশ্চিত না।

71. Why not?
(হাই নট?) – কেন নয়?

72. You’re lucky.
(ইউ আর লাকি) – তুমি ভাগ্যবান।

73. I’m impressed.
(আই’ম ইমপ্রেসড) – আমি মুগ্ধ।

74. Go to bed.
(গো টু বেড) – ঘুমাতে যাও।

75. Have a seat.
(হ্যাভ আ সিট) – বসে পড়ো।

76. I can’t wait.
(আই ক্যান্ট ওয়েইট) – আমি অপেক্ষা করতে পারছি না।

77. That’s awesome!
(দ্যাটস অসাম!) – এটা অসাধারণ!

78. See you again.
(সি ইউ এগেইন) – আবার দেখা হবে।

79. No way!
(নো ওয়ে!) – কোনো উপায় নেই!

80. Stop it!
(স্টপ ইট!) – থামো!

81. Talk to me.
(টক টু মি) – আমার সাথে কথা বলো।

82. Do your best.
(ডু ইউর বেস্ট) – নিজের সেরা দাও।

83. Go and check.
(গো অ্যান্ড চেক) – গিয়ে দেখে এসো।

84. Not now.
(নট নাউ) – এখন না।

85. Just in case.
(জাস্ট ইন কেস) – যদি দরকার হয়।

86. Step aside.
(স্টেপ অ্যাসাইড) – একপাশে হও।

87. Look at me.
(লুক অ্যাট মি) – আমার দিকে তাকাও।

88. Trust me.
(ট্রাস্ট মি) – আমার উপর ভরসা করো।

89. No doubt.
(নো ডাউট) – কোনো সন্দেহ নেই।

90. Are you sure?
(আর ইউ শিওর?) – তুমি কি নিশ্চিত?

91. What’s wrong?
(হোয়াটস রং?) – কী সমস্যা?

92. I agree.
(আই অ্যাগ্রি) – আমি একমত।

93. Come here.
(কম হিয়ার) – এখানে এসো।

94. Don’t be sad.
(ডোন’t বি স্যাড) – মন খারাপ কোরো না।

95. I’m so happy.
(আই’ম সো হ্যাপি) – আমি খুব খুশি।

96. Nice to meet you.
(নাইস টু মিট ইউ) – তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো।

97. I like it.
(আই লাইক ইট) – এটা আমার ভালো লেগেছে।

98. What’s this?
(হোয়াটস দিস?) – এটা কী?

99. Don’t lie.
(ডোন’t লাই) – মিথ্যা কোরো না।

100. Welcome back!
(ওয়েলকাম ব্যাক!) – আবার ফিরে আসায় স্বাগতম!

collected

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...