"পাখি পাকা পেঁপে খায়" ছাড়াও আরও অনেক মজার জিভে লাগা বাক্য আছে! চলুন ঝটপট পড়ে নিই
1. 🌳 বাবলা গাছে বাঘ উঠেছে
2. 🌾 গম আর চিনা
3. ☕ চাচি তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ
4. 🚂 লোহার রেলগাড়ী
5. 🦆🐓 হাঁসের ঠোঁট চ্যাপ্টা, মুরগির ঠোঁট চুক্কা
6. 🚃 হরলালের রেলগাড়ি
7. 💇♀️ তেলে চুল তাজা, জলে চুন তাজা
8. 🪡 সুঁচে সুতো ছাতে ছুঁচো
9. 🛻 লারা রোড রোলারে লর্ডসে যায়
10. 🐦 কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে
11. 🥭 কাঁচা পেঁপে, পাকা পেঁপে
12. 👃 নলিনী লালনের নোলক নাকে, তাল তাকে থাক, কাক তাকে খাক
13. 🍽️ পাতে পটল পড়লেও পড়তে পারে
14. 🐦 পাখি পাকা পেঁপে খায়
15. 🍮 বারো হাঁড়ি রাবড়ি, বড় বাড়াবাড়ি
16. 🍈 কাঁচা গাব, পাকা গাব
17. 👩🦰 লীনা নিল, নীলা লীলা নিল না
18. 👃👂 নেরু রেনুর কান টানে, রেনু নেরুর নাক টানে
19. 🚗 বাঘার বাড়ি, বাবার গাড়ি
20. 🛻 লরির ওপর রোলার
21. 🦅🧢 টাকে কাক, তাকে কাপ
22. 👕 লেনিন নিলেন লিনেন, লিনেন লেনিন নিলেন, নিলেন লেনিন লিনেন
23. 🌳🪓 গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ
24. 🥒⚠️ করলার কলে বাড়ে কলেরার কলরব
25. 🚴♂️ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন
26. 🐦 পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে
27. 🍍 এক আনায় আনা যায় কত আনারস?
28. 👳♂️💐 মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা
29. ⚔️ রণে রাণী লড়ে, লনে নারী নড়ে
30. 🦟🐟 মাসি মারে মশা, মেসো মারে মাছি
31. 🐫🐎 অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব
32. 🥛🍮 লালুর লড়াই, রাবড়ি লড়েন
33. 🧕 নানিরে পান দিই, চুন দিই
34. 🔴🔵 লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন
35. 🚪 দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
36. 🐍🥩 রোমা রল্যা লেড় খায়
37. ☕ চাচায় চা চায়, চাচি চেঁচায়
38. 👨👩👧 লালু লালা, নিলী লিলি, লীলা লীনা
39. 🚫👩👧 মনাকে মনার মা মানা করেছে, মনা মায়ের মানা না শুনে চলে গেছে
40. 👣 চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ
41. 👥 কত না জনতা জানাল যতনে যতনে
42. 🛶 লীলা নিলি নালা নালী
43. 🐶🌿 কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল
44. 🎩💰 টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে
45. 📛 উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
46. 🔴🟠 লালা রি লোলা রি লিলারি লালারি লু
47. 🪣🚓 পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল
48. 🚁⚙️ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত
49. 🐄🌾 গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়
50. 👞 চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে
51. 🐮🍖 লাল গরুর লাল রান
52. 📏⚔️ রুলারে লড়াই
53. 🌵 কে কোণে কাঁটা পুঁতে, কানা কোণে কাঁটা পুঁতে, কেন কানা কোণে কাঁটা পুঁতে, পুঁতে দেখুক না কানা কোণে কাঁটা
54. 🍐 মিতা আটা হাতে আতা কাটে
55. 🎶🥁🍽️ বাঁশের বাঁশি, বাঁশের কাঠি, কাঠের বাঁশি, কাঁসার বাটি
56. ❌🍚 ভাত আর নেব না
57. 🍯🏠 মাচার তলে গুড়ের হাড়ি, গুড় উঠাই গুড় খাই
58. 🧓👵 চাচা চেঁচায়, চাচি চেঁচায়, চাচা চাচি এত চেঁচায়, চামিলি চমকে যায়
Comments
Post a Comment