🟥 কম্পিউটার ব্যবহারের ২০ টি Shortcut টেকনিক!
.
কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে অনেক টেকনিক আছে। এগুলো জানা থাকলে কম্পিউটার ব্যবহারে সময় কম লাগবে, আপনি দক্ষতা অর্জন করতে পারবেন।
📌 এরকম ২০ টি শর্টকাট টেকনিক দেয়া হলো।
১. নতুন Folder তৈরি করতে File Explorer –এ গিয়ে ক্লিক করুন- Ctrl + Shift + N
২. কোনো কিছু Permanently ডিলিট করতে সেটা সিলেক্ট করে ক্লিক করুন- Shift + Delete
৩. কোনো ফোল্ডার Rename করতে সেটা সিলেক্ট করে ক্লিক করুন- F2
৪. টাইপিংয়ের সময় কপি করতে টেক্সট সিলেক্ট করে ক্লিক করুন- Ctrl + C
৫. লেখা Cut করতে লেখা সিলেক্ট করে ক্লিক করুন- Ctrl + X
৬. লেখা Paste করতে- Ctrl + V
৭. পুরো লেখা সিলেক্ট করতে- Ctrl + A
৮. লেখার মধ্যে কোনো কিছু খুঁজে পেতে (Find)- Ctrl + A
৯. ফেসবুক ব্যবহার করছেন। হঠাৎ ইউটিউবে যেতে চাইলেন। নতুন ব্রাউজার ওপেন করতে- Ctrl + T।
১০। মোবাইলের ব্যাক বাটনের মতো কম্পিউটারে ব্যাকে ক্লিক করে আগের পেইজে যেতে- Alt + Left Arrow
১১. পূর্বের পেইজে যাবার পর আগের পেইজে আবার আসতে চান- Alt + Right Arrow
১২. অনেকক্ষণ ধরে ব্রাউজিং করার পর কোনো পেইজ Refresh করতে- F5
১৩. বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা ভাষা পরিবর্তন করতে- F12
১৪. লেখার পর সেটা save করতে- Ctrl + S
১৫. কোনো লেখা আন্ডারলাইন করতে সেটা সিলেক্ট করে- Ctrl + U
১৬. কোনো লেখা বোল্ড করতে সেটা সিলেক্ট করে- Ctrl + B
১৭. লেখা ইটালিক করতে সেটা সিলেক্ট করে- Ctrl + I
১৮. Start Menu ওপেন করতে- Ctrl + Esc
১৯. ব্রাউজিংস শেষে ব্রাউজার অফ করতে- Alt + F4
২০. একটি পিডিএফ পড়তে গিয়ে শেষ পাতায় যেতে চান- End বাটন।
.
আপনি যদি ৫ বছর ধরে কম্পিউটার ব্যবহার করে থাকেন, তাহলে এই টেকনিকগুলো শিখে রাখলে আপনার সময় আরো কম লাগতো।
আফসোস হতে পারে, কেনো আগে শিখলাম না!
Comments
Post a Comment