প্রশ্নোত্তর পর্ব--০১ জুন ২০১৮ কারেন্ট এফেয়ার্স থেকে সংকলিত
#________
০১) বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
__১০০টি
০২) বিশ্ব মৌমাছি দিবস কবে?
__২০ মে,
০৩) বিশ্ব অনুবাদ দিবস কবে?
__৩০ সেপ্টেম্বর
০৪) দেশে প্রথম তরল পেট্রোলিয়াম ভিত্তিক গ্যাস(LPG) বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়?
__কুয়াকাটা(পটুয়াখালি)
০৫) দেশে কতটি শ্রম আদালত রয়েছে?
__৭টি
০৬) "সি-১২২২১, "সি-২৫৯৩, "সি-১২০৩৩, ও "সি-৩৪৭৩, লবণাক্ততা সহিষ্ণু কিসের জাত?
__পাটের।
০৭) "২০১৮"রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে কে?
__আবুল মোমেন ও শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।
০৮) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নতুন নাম কী?
__পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
০৯) দেশে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কতটি ও কী কী?
__২টি(গাজিপুরে তালিবাবাদ ও রাঙামাটির বেতবুনিয়া)
১০) স্যাটেলাইটের ট্রান্সপন্ডার কতটি?
__৪০টি
®রমজান®
১১) স্যাটেলাইটের অরবিটাল অবস্থান কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে?
__১১৯.১ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
১২) স্যাটেলাইটের উৎক্ষেপণের স্লোগান কী ছিল?
__জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
১৩) স্যাটেলাইট বহনকারী রকেটের নাম কী?
__ফ্যালকন ৯
১৪) ইউরোপের দীর্ঘতম সেতুর নাম কী?
__ক্রিমীয় বা কের্চ সেতু।
১৫) কাতালোনিয়ার বর্তমান ও ১৩১তম প্রেসিডেন্ট কে?
__কুইম তোররা
১৬) মন্টিনিগ্রোর বর্তমান প্রেসিডেন্ট কে?
__মিলো ডোকানভিচ।
১৭) যুক্তরাজ্যের প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে?
__পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ
১৮) দেশান্তরি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক ও মার্ক্সবাদের প্রবর্তক কার্ল মার্ক্সের ২০০তম জন্মবার্ষিক পালিত হয় কবে?
__৫ মে,২০১৮।
১৯) চীনের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কী?
__Yype 001A.
২০) দেশে প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস(LNG) টার্মিনাল কোথায় অবস্থিত?
__মহেশখালী, কক্সবাজার।
__রমজান__
২১) প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নাগরিক হিসেবে কে যুক্তরাষ্ট্রের সিনেটর পদে বিজয়ী হতে যাচ্ছেন?
__শেখ মোজাহিদুর রহমান।
২২) মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(CIA) 'র বর্তমান ও প্রথম নারীপরিচালক কে?
__জিনা হাসপেল।
২৩) যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৭০তম পররাষ্ট্রমন্ত্রী কে?
__মাইক পম্পেও।
২৪) "Forbes" এর তথ্য মতে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
__সি চিন পিং (চীন)
২৫) বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশের নাম কী?
__ভেনিজুয়েলা।
২৬) বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?
__Akademik Lomonosov
২৭) বিশ্বের প্রথম ভাসমান পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের?
__রাশিয়ার।
২৮) ইউরোপের দীর্ঘতম সেতুর নাম কী?
__১৮.১ কি.মি
২৯) সোকোত্রা দ্বীপটির মালিকানা কোন দেশের?
__ইয়েমেনের।
৩০) কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট কে?
__কার্লোস আলভারাদো
৩১) জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা(UNIDO) এর বর্তমান সদস্য দেশ
কতটি?
__১৬৮টি
৩২) ১৭ মে, ২০১৮ 'UNIDO'র এর ১৬৮তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
__ফিলিস্তিন
৩৩) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(IMO)
এর বর্তমান সদস্য দেশ কতটি?
__১৭৪টি।
৩৪) ১৪ মে, কোন দেশ এর ১৭৪তম সদস্যপদ লাভ করেন?
__নাউরু।
৩৫) ২৭তম APECশীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
__মোর্ট মোর্সবি,পাপুয়ানিউ গিনি(১৮নভে)
৩৬) ৪৪তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
__কুইবেক, কানাডা(৮-৯ জুনে)
৩৭) ২০১৮ ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?
__ওলগা টোকারচুর(পোল্যান্ড)Flights
৩৮) ২০১৮ সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না?
__সাহিত্যে।
৩৯) বার্বাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
__মিয়া আমর মোটলি(৫২)
৪০) গিনির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
__ইব্রাহিম কাসোবি ফোফানা(৮ মে,১৮)
****************
সোনালী ব্যাংক সিনিয়র অফিসার পদের পরীক্ষার প্রস্তুতি
#সাম্প্রতিক_তথ্য
সাম্প্রতিক বিবিএস সমীক্ষা অনুসারে বাংলাদেশের আর্থ - সামাজিক সূচকগুলোর অবস্থান:
সংগ্রহে: Nasid Zia Uddin Nur
• জনসংখ্যা - ১৬৩.৬৫ মিলিয়ন ( ১৬ কোটি ৩৬ লাখ)
• মাথাপিছু আয়- ১৭৫২ US $
• মাথাপিছু GDP - ১৬৭৭ US $
• GDP 'র প্রবৃদ্ধির হার- ৭.৬৫%
• GDP 'তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার- ৩.০৬%
• GDP 'তে কৃষি খাতে অবদানের হার- ১৪.১০%
• GDP 'তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার- ১১.৯৯%
• GDP 'তে শিল্প খাতের অবদানের হার- ৩৩.৭১%
• GDP 'তে সেবা খাতের প্রবৃদ্ধির হার- ৬.৩৩%
//////
১। বাংলাদেশ পরমাণু ক্লাবে যুক্ত হয় - ৩২তম দেশ হিসেবে।
২। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ৪র্থ অধরা সংস্কৃতি - শীতল পাটি বুনন(২০১৭)
৩। ওআইসি'র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন - ঢাকা, বাংলাদেশ(২০১৮)
৪। জি-৭ এর ৪৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - কুইবেক, কানাডা(৮-৯জুন,২০১৮)
৫। দশম ব্রিকস(BRICS) সম্মেলন হবে - জোহানেসবার্গ, দঃ আফ্রিকা(২০১৮)
৬। আসিয়ান(ASEAN) এর ৩২ তম সম্মেলন হয় - সিঙ্গাপুর(২০১৮)
৭। জি-২০ এর ১৩তম সম্মেলন হবে - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা(৩০ন
ভে.- ০১ডিসে)
৮। জাপানের বর্তমান এবং ১২৫ তম সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন - ৩০ এপ্রিল, ২০১৯
৯। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষদেশ - ইথিওপিয়া(২য়- বাংলাদেশ)
১০। WIPO'র বর্তমান সদস্য দেশ - ১৯১ টি।
১১। WIPO'র ১৯১ তম সদস্য দেশ - পূর্ব তিমুর।
১২। পরবর্তী ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে - ইংল্যান্ড(২০১৯)
১৩। সপ্তম T-20 বিশ্বকাপ ক্রিকেট হবে - অস্ট্রেলিয়া(২০২০)।
১৪। আন্তর্জাতিক এইডস এর ২২তম সম্মেলন হবে - আমস্টারডাম, নেদারল্যান্ডস।
১৫। কমনওয়েলথ গেমস এর ২১তম আসর হবে - গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া।
১৬। পরবর্তী ২০২২ বিশ্বকাপ ফুটবল হবে - কাতার।
১৭। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের 'মাসকট' - জাবিভাকা।
১৮। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম হচ্ছে - হংকং-জুহাই-ম্যাকাও ব্রিজ(দৈর্ঘ্য ৫৫কি.মি)
১৯। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে - ভারত(২০২১)।
২০। বর্তমানে রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান - নবম(১ম দেশ - ভারত)
২১। এবারের ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - ব্রাসেলস, বেলজিয়াম।
২২। ষুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয় - ০৬ডিসেম্বর,২০১৭
২৩। ভারতের কংগ্রেস দলের বর্তমান সভাপতি - রাহুল গান্ধী।
২৪। ২০১৮ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে - এথেন্স, গ্রীস।
২৫। হু(WHO) কর্তৃক সর্বশেষ পোলিওমুক্ত দেশ - গ্যাবন।
///
সংগৃহীত
No comments:
Post a Comment