Wednesday, May 30, 2018

বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান ০১

★★★★★★★★★★★★★★★★★★★★★
বইঃনবম দশম সাধারণ বিজ্ঞান বোর্ড বই+ ওরাকল পড়লেই হবে।
---------------------------------------------------------------
★আলোঃ
----------
১.আলোর প্রকৃতি ও ধর্মের বিবরণ দিন।শূন্যস্থানে আলোর বেগ কত?
২.আলোর বিচ্ছুরণ ও বর্নালী ব্যাখ্যা করুন।৩.আকাশ নীল দেখায় কেন?VIBGYOR কী?
৪.তড়িৎ চুম্বকীয় বর্নালীর বিভিন্ন বৈশিষ্ঠ্য তুলে ধরুন
৫.সাদা আলোর বিশ্লেষন ব্যাখ্যা করুন।মৌলিক রং কয়টি,কী কী
৬.দৃশ্যমান বর্নালীর তরঙ্গদৈর্ঘ্য স্কেলটি লিখুন
৭.লেজার রশ্নি কী?ব্যবহার,প্রয়োগ আলোচনা করুন
৮.অবলোহিত,গামা এবং অতিবেগুনীর রশ্নির বৈশিষ্ঠ্য,ব্যবহার ও প্রভাব
৯.আলোর প্রতিফলন কী?সূত্রগুলো লিখুন,ব্যবহার লিখুন
১০.ভাল দর্পণের বৈশিষ্ঠ্য,চেনার উপায় বলুন
১১.আলোর প্রতিসরণ কী?সূত্রগুলো লিখুন,প্রয়োগ লিখুন
১২.কাঁচের পরম প্রতিসরণাঙ্ক কত?এর অর্থ কী
১৩.সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কী?পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্তগুলো লিখুন
১৪.মরীচিকা ব্যাখ্যা করুন
১৫.লেন্স কত প্রকার ও কী কী?অভিসারী লেন্স কাকে বলে
১৬.আলোর কণাতত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করুন
১৭.আইনসস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ বিবৃত ও ব্যাখ্যা করুন
১৮.আলোক কোষ কাকে বলে? কত প্রকার ও কী কী?গঠন লিখুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★শব্দঃ
------
১.শব্দ কী? বায়ুর মধ্যেদিয়ে এটি কীভাবে সঞ্চারিত হয়,শূন্যস্থানে এর বেগ কত?
২.ডেসিবেল কী? ৯০ ডেসিবেল কাকে বলে?
৩.কম্পাংক কাকে বলে?শ্রবণোত্তর শব্দ তরঙ্গের ব্যবহার লিখুন
৪.মডুলেশন এবং ডিমডুলেশন কী?এটি কোথায় ব্যবহৃত হয়
৫.মাইক্রোফোন এবং টেপ রেকর্ডার কীভাবে কাজ করে?
৬.লাউড স্পিকার কী?কার্যপ্রণালী লিখুন
৭.স্বরের বৈশিষ্ঠ্য কী কী?এবং সুরের পার্থক্য লিখুন।
৮.টানা তারে সৃষ্ট স্থির তরঙ্গের গঠন ব্যাখ্যা করুন
৯.টানা তারে আড় তরঙ্গের সূত্রাবলী বিবৃত ও ব্যাখ্যা করুন
১০.বিট কী? এর প্রয়োগ লিখুন
১১.ডপলার প্রভাব ব্যাখ্যা করুন।এর সীমাবদ্ধতা এবং প্রয়োগ লিখুন
১২.প্রতিধ্বনি কী?এর সাহায্যে কীভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায় লিখুন
১৩.শব্দ তরঙ্গের শোষণ বলতে কী বুঝেন?
১৪.রিভারবারেশন কী?এর জন্য বিবেচ্য বিষয়গুলো লিখুন
১৫.সাবাইনের সূত্র বিবৃত ও ব্যাখ্যা করুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★চুম্বকত্বঃ
-------------
১.চুম্বক ও চুম্বকত্ব কাকে বলে?
চুম্বক ও চৌম্বক পদার্থ কাকে বলে?
২.চুম্বকের বিশেষ দুটি ধর্ম কী কী?চুম্বকের চারটি ব্যবহার লিখুন
৩..চুম্বকের পোলারিটি কী?তড়িতের সাথে চুম্বকের পোলারিটির সম্পর্ক কী?
৪.তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ব্যাখ্যা করুন
৫.দন্ড চুম্বক কী?এর ৩টি বৈশিষ্ঠ্য লিখুন
৬.চৌম্বক বলরেখা কী? এর বৈশিষ্ঠ্য লিখুন
৭.চৌম্বকের ক্ষেত্রে টর্কের রাশিমালা প্রতিপাদন করুন
৮.পৃথিবী একটি বিরাট চৌম্বক--ব্যাখ্যা করুন
৯.ভূ-চৌম্বকের মৌলিক উপাদানগুলো লিখুন
১০.চলচৌম্বক গ্যালভানোমিটার কী?গঠনের বর্ণনা দিন
১১.কম্পন ম্যাগনেটোমিটার কী?গঠনের বর্ণনা দিন,ব্যবহার লিখুন
১২.উদাহরণসহ ডায়া,প্যারা ও ফেরোচৌম্বকত্ব ব্যাখ্যা করুন ও পার্থক্য লিখুন
১৩.সলিনয়েডে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কীভাবে বাড়ানো যায়?তাড়িতচৌম্বক এবং স্থায়ী চৌম্বক কাকে বলে?
★★★★★★★★★★★★★★★★★★★★★
★অম্ল, ক্ষারক ও লবণঃ
---------------------------
১.ইলেক্ট্রনীয় মতবাদ অনুসারে অম্ল ও ক্ষারকের সংজ্ঞা দিন
২.ব্রনস্টেড লাউড়ি মতবাদ অনুসারে অম্ল ও ক্ষারকের সংজ্ঞা দিন
৩.৩টি শক্তিশালী ও ৩ টি দুর্বল এসিডের নাম লিখুন
৪.উৎস উল্লেখপূর্বক খাদ্যের সাথে গ্রহণ করি এরূপ পাচঁটি এসিডের নাম লিখুন
৫. অম্ল ও ক্ষারকের বৈশিষ্ঠ্য লিখুন
৬.সকল ক্ষারই ক্ষারক,তবে সকল ক্ষারক ক্ষার নয়,কেন?
৭.কৃষিতে ও শিল্পকারখানায় লবণের ব্যবহার আলোচনা করুন
৮.বেকিং পাউডার কী? দৈনন্দিন জীবনে লবণের ব্যবহার লিখুন
৯.লবণের রাসায়নিক বৈশিষ্ঠ্য লিখুন
১০.সমুদ্রের পানি হতে লবণ প্রস্তুতির বিবরণ দিন
১১.P^H কী?কীভাবে বাফার দ্রবণের P^H মাপা হয়
১২.কৃষিতে এসিড ও ক্ষারের ভূমিকা লিখুন
১৩.দৈনন্দিন জীবনে P^H গুরুত্বপূর্ণ কেন
১৪.পাকস্থলীর এসিডিটির কারণ ও প্রতিকার লিখুন
১৫.এসিডের অপব্যবহার আলোচনা করুন
১৬.দৈনন্দিন জীবনে অম্ল ও ক্ষারকের বিক্রিয়ার গুরুত্ব আলোচনা করুন
১৭. ৩টি নির্দেশকের নাম লিখুন।অম্ল ও ক্ষারকে কিরূপ বর্ণ প্রদর্শন করে লিখুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★পানিঃ
----------
১.পানির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য লিখুন
২.প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পানির ভূমিকা আলোচনা করুন
৩.পানির উৎস সংরক্ষণ ও উন্নয়ন আলোচচনা করুন
৪.শিল্প কারখানায় দ্বারা ও কৃষিজমিতে মাটির ক্ষয়জনিত পানিদূষণ,এর কারণ ও প্রতিকার আলোচনা করুন
৫.পানির BOD,COD,TDS,DO কী?আলোচনা করুন
৬.পানিচক্র কী?আলোচনা করুন
৭.পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা লিখুন
৮.মানসম্মত পানির প্রয়য়োজনীয়তা লিখুন
৯.পানির বিশুদ্ধকরণ পদ্ধতিসমূহ (পরিশ্রাবণ, ক্লোররিনেশন,স্ফুটন,পাতন) সম্পর্কে বিস্তারিত লিখুন
১০.পানির উৎস দূষণের কারণ ও প্রতিকার লিখুন
১১.জীবজগতের উপর পানি দূষণের প্রভাব লিখুন
১২.মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব লিখুন,
১৩.পানি দূষণ রোধে জনগণের দায়িত্ব লিখুন
১৪.বিশুদ্ধ পানির মানদণ্ড বিস্তারিত আলোচনা করুন
১৫.পানির খরতা দূরীকরণের উপায় লিখুন
১৬.পানিতে চিনি মেশালে তাপমাত্রা কমে যায় কেন?সমুদ্রের পানি লবণাক্ত, পান অযোগ্য কেন?
১৭.বাংলাদেশের মিঠা পানির উৎস কী কী?
১৮.পানির গুরত্ব,গঠন , শতকরা সংযুতি লিখুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★আমাদের সম্পদঃ
----------------------
১.সেসিমোলজি ও পেডোলজি কাকে বলে?ডায়াটোমীয় মৃত্তিকার গঠন লিখুন
২.মাটির গঠন ও প্রকারভেদ আলোচনা করুন।
৩.ফসল উৎপাদনে মৃত্তিকার P^H & P^F এর গুরুত্ব উল্লেখ করুন
৪.মাটি দূষণের কারণ, প্রভাব ও রোধের উপায় আলোচনা করুন
৫.প্রাকৃতিক গ্যাস এর উপাদানসমূহ কী?এর ব্যবহার লিখুন
৬.প্রাকৃতিক গ্যাস থেকে কীভাবে বিদ্যুতশক্তি পাওয়া যায়,বিবরণ দিন।
৭.এলপিজি এবং সিএনজি কী?
৮.কেরোসিন , পেট্রোল এবং ডিজেলের পার্থক্য লিখুন
৯.Moist,wet & dry deciduous বন কী?
রেইন ফরেস্ট গুরুত্ব উল্লেখ করুন
১০.শ্বাসমূল কী?সুন্দরবনের গুরুত্ব কী?
১১.বায়োডাইভারসিটি কনসারভেশন এর গুরুত্ব আলোচনা করুন
১২.নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তি সম্পর্কে আলোচনা করুন
১৩.কমিউনিটি কনসার্ভড এরিয়া কাকে বলে?
১৪.বায়োগ্যাস কী?প্রস্তুতপ্রণালী লিখুন
১৪.প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা ও সংরক্ষণ আলোচনা করুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★পলিমারঃ
----------------
১.প্রাকৃতিক ও কৃত্রিম পলিমারের পার্থক্য লিখুন
২. ও পলিমার কী?পলিমারকরণ পদ্ধতির বর্ণনা দিন
৩.পলিথিন কীভাবে পরিবেশের ক্ষতি করে? এর বিকল্প হিশেবে কী ব্যবহার করা যায়
৪..প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুর পার্থক্য লিখুন
৫.তন্তু,রেশম,সিল্ক,পশম,নাইলন,রেয়নের ব্যবহার,প্রস্তুতি ও বৈশিষ্ট্য লিখুন
৬.রাবার ও প্লাস্টিকের ভৌত ও রাসায়নিক ধর্ম ও ব্যবহার লিখুন।এগুলো ব্যবহারের সাবধানতা লিখুন
৭.পরিবেশের উপর রাবার ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব লিখুন
৮.পিভিসি,ব্যাকেলাইট,টেফলন,পিভিএ,
পলিস্ট্যাররিন সম্পর্কে সংক্ষেপে লিখুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★বায়ুমন্ডলঃ
----------------
১.পৃথিবীর বহিঃস্থর কয়ভাগে বিভক্ত?বায়োস্ফিয়ার কী?
২.সুস্থ পৃথিবীর জন্য চাই সুস্থ সমুদ্র-ব্যাখ্যা করুন
৩.সুনামি কী?বারিমন্ডল কী?আপেক্ষিক আর্দ্রতা কী?
৪.কৃত্রিম উপায়ে কীভাবে বৃষ্টিপাত ঘটানো যায়?
৫.জোয়ার-ভাটা ব্যাখ্যা করুন
৬.সমুদ্রস্রোতের কারণ লিখুন
৭.বায়ুমন্ডল কাকে বলে? এর স্তরগুলোর নাম লিখুন
৮.আয়োনোস্ফিয়ারের বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখুন
৯.বিশেষ কোন ধানচাষ পপদ্ধতি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কি না?ব্যাখ্যা করুন
১০.বায়ুতে কার্বন ডাই অক্সাইড এর প্রভাব লিখুন
১১.নাইট্রোজজেন চক্র বর্ণনা করুন
১২.বায়ুতে অক্সিজেন এর ভূমিকা লিখুন
১৩.বায়ুর উপাদানসমূহ কী কী?পরিমাণসসহ লিখুন
১৪.সিডর কী?পরম আর্দ্রতা কী?
১৫.সাইক্লোন,হারিকেন এবং টর্নেডোর পার্থক্য লিখুন
১৬.আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লিখুন
খাদ্য ও পুষ্টি
-----------------
১.প্রোটিন কী?এর তিনটি গুরুত্ব লিখুন
২.ভিটামিন ' ডি ',' সি ' এবং ' এ ' এর কাজ লিখুন
৩.শর্করা,কার্বোহাইড্রেট, লিপিডের গুরুত্ব লিখুন
৪.খনিজ লবণের উপকারিতা কী কী?
৫.৫টি করে শর্করা, ভিটামিন ও আমিষ জাতীয় খাদ্যের নাম এবং উৎস লিখুন
৬.মানবদেহে জিংকসমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন
৭.সবুজ শাক তেল দিয়ে রান্না করা হয় কেন?
৮.খাদ্য কী?এর গুরুত্ব কী
৯.সুষম খাদ্য পিরামিড চিত্রসহ বর্ণনা করুন
১০.BMI কী? সূত্রসহ আলোচনা করুন
১১.জাংকফুডের ক্ষতিকর প্রভাব আলোচনা করুন
১২.ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন
১৩.খাদ্য সংরক্ষণের পদ্ধতিসমূহ আলোচনা করুন
১৪.খাদ্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক সমূহ মানবদেহের কীরূপ ক্ষতিসাধন করে?
★★★★★★★★★★★★★★★★★★★★★
★জৈবপ্রযুক্তিঃ
---------------------
১.ক্রোমোজোম কী?মানবদেহে কতটি থাকে?গঠন ও রাসায়নিক উপাদান বর্ণনা করুন
২.নিউক্লিক এসিডের কাজ লিখুন।DNA & RNA এর পার্থক্য লিখুন
৩.প্রতিলিপিকরণ ও ট্রান্সক্রিপশন কাকে বলে?
৪.প্রোটিন কত প্রকার ও কী কী?আলোচনা করুন
৫.প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়?এমাইনো এসিডের বৈশিষ্ট্য কী কী?
৬.জিন কী?মেন্ডেলের সূত্র গুলো বিবৃত ও ব্যাখ্যা করুন
৭.মানবদেহে জিনঘঠিত রোগসমূহ বর্ণনা করুন
৮.ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এর কর্মপদ্ধতি আলোচনা করুন
৯.ডিএনএ টেস্ট এর ব্যবহার লিখুন।এর মাধ্যমে কীভাবে পিতৃ পরিচয় নির্ধারিত হয়?
১০.মানুষের জেনেটিক বিশৃংখলার কারণ ও প্রতিকার লিখুন
১১.সেক্স লিংকড ইনহেরিট্যান্স এর বৈশিষ্ট্য ও লক্ষণগুলি লিখুন
১২.জৈবপ্রযুক্তি কী?এর অবদান বিস্তারিত আলোচনা করুন
১৩.রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ বর্ননা করুন
১৪.মানবদেহে হরমোন ও এনজাইমের গুরুত্ব কী?
১৫.জিএমও কী?কৃষিতে এর ভূমিকা বিশ্লেষণ করুন
১৬.ন্যানোটেকনোলজি, ফার্মাকোলজি, ফার্মাকোকাইনেটিক্স বলতে কী বুঝেন?
এদের গুরুত্ব এবং প্রয়োগ লিখুন
১৭.জিন থেরাপি কী? প্রচলিত চিকিৎসা এবং জিন থেরাপির পার্থক্য লিখুন
১৮.কৃষি উন্নয়ন এবং ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার লিখুন
১৯.ট্রান্সজেনিক উদ্ভিদ এবং ট্রান্সজেনিক প্রাণী কী?আলোচনা করুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★রোগ ও স্বাস্থ্য পরিচর্যাঃ
------------------------------
১.আমিষ,ভিটামিন ও আয়োডিনের অভাবজনিত রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন
২.সার্স,ইবোলা,ম্যালেরিয়া,এনথ্রাক্স,হেপাটাইটিস, হাপানি,কুষ্ঠ, আর্সেনিকোসিস,ডেঙ্গু রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন
৩.এন্টিবায়োটিক ও এন্টিসেপ্টিক এর পার্থক্য লিখুন।
৪.ডিজইনফ্যাক্ট ও এন্টিসেপ্টিক এর পার্থক্য লিখুন।
৫.স্ট্রোক ও হার্ট এটাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।প্রতিকার ও প্রতিরোধের উপায় বলুন
৬.কোলেস্টেরল কী?উচ্চরক্তচাপ কী? এসব কমানোর উপায় কী?
৭.ইসিজি,ইইটি,সিটিস্ক্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন
৮. ইনসুলিন কী?
ডায়াবেটিস এর কারণ ও প্রতিকার লিখুন
৯.মাদকাসক্তি এর কারণ, প্রভাব ও প্রতিকার লিখুন
১০.ডায়রিয়া এর কারণ ও প্রতিকার লিখুন
১১.মানবদেহের রক্তের বৈশিষ্ট্য,গঠন ও কাজ লিখুন
১২.মানবদেহের রক্তের গ্রুপ নিয়ে বিস্তারিত লিখুন
১৩.এনজিন,পেসমেকার,এলডিএল,এইচডিএল বলতে কী বুঝেন?
১৪.করোনারি বাইপাস এবং এনজিওপ্লাস্ট এর পার্থক্য কী?
১৫.এইচআইভি এইডস এর কারণ ও প্রতিকার লিখুন
১৬.ক্যান্সার রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকার লিখুন
১৭.হেপাটাইটিস রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকার লিখুন
১৯.র‍্যাবিস,জলাতঙ্ক,বাতজ্বর সম্পর্কে লিখুন
২০.কিডনির কাজ কী?বিশুদ্ধ পানি পান করতে হবে কেন?
২১.মানবশরীরে ডিডিটি এর ক্ষতিকর প্রভাব কী কী?
২২.এনজিওগ্রাফি কী?পদ্ধতি লিখুন
২৩.কেমোথেরাপির এবং রেডিওথেরাপির পদ্ধতি লিখুন।
২৪..কেমোথেরাপির এবং রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকি এড়াবার কৌশল লিখুন
২৫.এন্ডোস্কোপি কী?এমআরআই কী?
২৬.আলট্রান্সনোগ্রাফি কী? কেন ও কীভাবে করা হয়
২৭.এক্স রে কী? কেন ও কীভাবে করা হয়
২৮.খাদ্য দূষণ কী,কেন হয়? প্রতিকারের উপায়সহ লিখুন
২৯.চোখের ছানি কী?কীভাবে দূর করা যায়
★★★★★★★★★★★★★★★★★★★★★
★খাদ্য ও পুষ্টিঃ
-----------------
১.প্রোটিন কী?এর তিনটি গুরুত্ব লিখুন
২.ভিটামিন ' ডি ',' সি ' এবং ' এ ' এর কাজ লিখুন
৩.শর্করা,কার্বোহাইড্রেট, লিপিডের গুরুত্ব লিখুন
৪.খনিজ লবণের উপকারিতা কী কী?
৫.৫টি করে শর্করা, ভিটামিন ও আমিষ জাতীয় খাদ্যের নাম এবং উৎস লিখুন
৬.মানবদেহে জিংকসমৃদ্ধ খাদ্যের ভূমিকা আলোচনা করুন
৭.সবুজ শাক তেল দিয়ে রান্না করা হয় কেন?
৮.খাদ্য কী?এর গুরুত্ব কী
৯.সুষম খাদ্য পিরামিড চিত্রসহ বর্ণনা করুন
১০.BMI কী? সূত্রসহ আলোচনা করুন
১১.জাংকফুডের ক্ষতিকর প্রভাব আলোচনা করুন
১২.ভিনেগার দিয়ে আচার প্রক্রিয়াজাত করা হয় কেন
১৩.খাদ্য সংরক্ষণের পদ্ধতিসমূহ আলোচনা করুন
১৪.খাদ্য সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক সমূহ মানবদেহের কীরূপ ক্ষতিসাধন করে?
★★★★★★★★★★★★★★★★★★★★★
★ জৈবপ্রযুক্তিঃ
--------------------
১.ক্রোমোজোম কী?মানবদেহে কতটি থাকে?গঠন ও রাসায়নিক উপাদান বর্ণনা করুন
২.নিউক্লিক এসিডের কাজ লিখুন।DNA & RNA এর পার্থক্য লিখুন
৩.প্রতিলিপিকরণ ও ট্রান্সক্রিপশন কাকে বলে?
৪.প্রোটিন কত প্রকার ও কী কী?আলোচনা করুন
৫.প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়?এমাইনো এসিডের বৈশিষ্ট্য কী কী?
৬.জিন কী?মেন্ডেলের সূত্র গুলো বিবৃত ও ব্যাখ্যা করুন
৭.মানবদেহে জিনঘঠিত রোগসমূহ বর্ণনা করুন
৮.ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এর কর্মপদ্ধতি আলোচনা করুন
৯.ডিএনএ টেস্ট এর ব্যবহার লিখুন।এর মাধ্যমে কীভাবে পিতৃ পরিচয় নির্ধারিত হয়?
১০.মানুষের জেনেটিক বিশৃংখলার কারণ ও প্রতিকার লিখুন
১১.সেক্স লিংকড ইনহেরিট্যান্স এর বৈশিষ্ট্য ও লক্ষণগুলি লিখুন
১২.জৈবপ্রযুক্তি কী?এর অবদান বিস্তারিত আলোচনা করুন
১৩.রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ বর্ননা করুন
১৪.মানবদেহে হরমোন ও এনজাইমের গুরুত্ব কী?
১৫.জিএমও কী?কৃষিতে এর ভূমিকা বিশ্লেষণ করুন
১৬.ন্যানোটেকনোলজি, ফার্মাকোলজি, ফার্মাকোকাইনেটিক্স বলতে কী বুঝেন?
এদের গুরুত্ব এবং প্রয়োগ লিখুন
১৭.জিন থেরাপি কী? প্রচলিত চিকিৎসা এবং জিন থেরাপির পার্থক্য লিখুন
১৮.কৃষি উন্নয়ন এবং ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার লিখুন
১৯.ট্রান্সজেনিক উদ্ভিদ এবং ট্রান্সজেনিক প্রাণী কী?আলোচনা করুন
★★★★★★★★★★★★★★★★★★★★★
★রোগ ও স্বাস্থ্য পরিচর্যাঃ
------------------------------
১.আমিষ,ভিটামিন ও আয়োডিনের অভাবজনিত রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন
২.সার্স,ইবোলা,ম্যালেরিয়া,এনথ্রাক্স,হেপাটাইটিস, হাপানি,কুষ্ঠ, আর্সেনিকোসিস,ডেঙ্গু রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন
৩.এন্টিবায়োটিক ও এন্টিসেপ্টিক এর পার্থক্য লিখুন।
৪.ডিজইনফ্যাক্ট ও এন্টিসেপ্টিক এর পার্থক্য লিখুন।
৫.স্ট্রোক ও হার্ট এটাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।প্রতিকার ও প্রতিরোধের উপায় বলুন
৬.কোলেস্টেরল কী?উচ্চরক্তচাপ কী? এসব কমানোর উপায় কী?
৭.ইসিজি,ইইটি,সিটিস্ক্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন
৮. ইনসুলিন কী?
ডায়াবেটিস এর কারণ ও প্রতিকার লিখুন
৯.মাদকাসক্তি এর কারণ, প্রভাব ও প্রতিকার লিখুন
১০.ডায়রিয়া এর কারণ ও প্রতিকার লিখুন
১১.মানবদেহের রক্তের বৈশিষ্ট্য,গঠন ও কাজ লিখুন
১২.মানবদেহের রক্তের গ্রুপ নিয়ে বিস্তারিত লিখুন
১৩.এনজিন,পেসমেকার,এলডিএল,এইচডিএল বলতে কী বুঝেন?
১৪.করোনারি বাইপাস এবং এনজিওপ্লাস্ট এর পার্থক্য কী?
১৫.এইচআইভি এইডস এর কারণ ও প্রতিকার লিখুন
১৬.ক্যান্সার রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকার লিখুন
১৭.হেপাটাইটিস রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকার লিখুন
১৯.র‍্যাবিস,জলাতঙ্ক,বাতজ্বর সম্পর্কে লিখুন
২০.কিডনির কাজ কী?বিশুদ্ধ পানি পান করতে হবে কেন?
২১.মানবশরীরে ডিডিটি এর ক্ষতিকর প্রভাব কী কী?
২২.এনজিওগ্রাফি কী?পদ্ধতি লিখুন
২৩.কেমোথেরাপির এবং রেডিওথেরাপির পদ্ধতি লিখুন।
২৪..কেমোথেরাপির এবং রেডিওথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকি এড়াবার কৌশল লিখুন
২৫.এন্ডোস্কোপি কী?এমআরআই কী?
২৬.আলট্রান্সনোগ্রাফি কী? কেন ও কীভাবে করা হয়
২৭.এক্স রে কী? কেন ও কীভাবে করা হয়
২৮.খাদ্য দূষণ কী,কেন হয়? প্রতিকারের উপায়সহ লিখুন
২৯.চোখের ছানি কী?কীভাবে দূর করা যায়
///
(নিলয় সেন গুপ্ত)

No comments:

Post a Comment