Saturday, May 5, 2018

যেকোনো সালের ও মাসের বার বের করার সহজ উপায় ..

01==>
যেকোনো সালের ও মাসের বার বের কর সহজে ...
মাসের প্রথম দিন কি বার তার উপর কোড হবে
====>
০=শনিবার ,
১=রবিবার,
২=সোমবার,
৩=মঙ্গলবার,
৪=বুধবার,
৫=বৃহস্পতিবার,
৬=শুক্রবার,
প্রতি ২৮ বছর পর পর কোড একই ... অতএব ২৮ টি বছরে কোড জানলে সব জানা সম্ভব !
নিজেরা তৈরি করে নাও ...।
=====>
২০১৮ সালের যেকোনো তারিখ কি বার...??? বের করুন খুব সহজেই।এর জন্য ১২ টি মাসের জন্য আপনাকে ১২ টি বিশেষ কোড মনে রাখতে হবে।
২০১৮ সালের জন্য বিশেষ কোড সমূহ হলো:
জানুয়ারি:2
ফেব্রুয়ারি :৫
মার্চ:৫
এপ্রিল :১
মে:৩
জুন:৬
জুলাই:১
আগষ্ট:৪
সেপ্টেম্বর:০
অক্টোবর :২
নভেম্বর :৫
ডিসেম্বর :০
এখন আপনাকে বলা হলো ২০১৮ সালের ২৭ আগষ্ট কি বার?
উপরে আমরা ১২ টি মাসের জন্য ১২ টি কোড পেয়েছি।আগষ্ট মাসের কোড টি হলো:৪
এখন যেই তারিখের জন্য বার জানতে চাওয়া হয়েছে সেই তারিখের সাথে সেই মাসের কোডটি যোগ করতে হবে।তাহলে সংখ্যাটি দাঁড়ায়:(২৭+৪)=৩১
এখন আমরা প্রাপ্ত সংখ্যাটিকে ৭ দিয়ে ভাগ করব(প্রত্যেক মাসের ক্ষেত্রে প্রযোয্য)
এক্ষেত্রে:৩১ ÷ ৭=(ভাগফল:৪,ভাগশেষ:৩)
"আমরা ভাগশেষটিকে নেব।"
ভাগশেষের ক্ষেত্রে:
০=শুক্রবার
১=শনিবার
২=রবিবার
৩=সোমবার
৪=মঙ্গলবার
৫=বুধবার
৬=বৃহস্পতিবার
উপরের ভাগশেষ দাঁড়ায় ৩।সেই হিসেবে ২৭ আগষ্ট ২০১৮ হবে সোমবার।
.
.
.
.
02====>
other way
বার কোড:
শনিবার =১, রবিবার =২, সোমবার =৩, মঙ্গলবার=৪,
বুধ=৫ , বৃহস্পতিবার=৬,শুক্র =০
Already we know that,
Jan=31, Feb=28, Mar=31, April=30, May=31, June=30, July=31, Aug=31, Sep=30, October=31, Nov=30, Dec=31
Example: ২০১৮ সালের ১ এপ্রিল কি বার ছিলো?
Calculative day= Remainder of (A+B+C/7)
Here,
A=Last two digit of the year (18)
B=No. of 29 Feb up to mentioned date from 2000 (3, কারন ২০০০ সালে একটা ২৯ ফেব্রুয়ারি, ২০০৪ সালে একটা ২৯ ফেব্রুয়ারি ... ২০০৮ ... ২০১২ ... ২০১৬ ... এবং ২০১৮ সালের ১ এপ্রিল মধ্যে একটা ২৯ ফেব্রুয়ারি) = ৫ টি
C=২০১৮ সালের ১ এপ্রিল পর্যন্ত মোট যত দিন (৩১ + ২৮ + ৩১ +১ = ৯১ = 91)
এখন, A+B+C=18 + 05 + 91= 114
যেহেতু, 114/7 এর ভাগশেষ 2 সুতরাং দিনটি রবিবার ছিলো।

No comments:

Post a Comment