#সাম্প্রতিক_দর্পণ
.সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার জন্য শুধু মে মাসের তথ্য চেয়েছিলেন অনেকেই তাই দিলাম
সম্প্রতি গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি. লিট ডিগ্রি দিয়েছে ?
= পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (২০১৮ সালের ২৬ মে)
২৫ মে ২০১৮ " বাংলাদেশ ভবন " কোথায় স্থাপিত হয় ?
= পশ্চিম বঙ্গের শান্তিনিকেতনে
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
১১ হাজার মেগাওয়াটে
সম্প্রতি বাংলাদেশে উদ্ভাবিত নতুন জাতের আমের নাম কী?
- টমিএটকিনস( সৌদি আরব থেকে আনা হয়েছিল )
UFA চ্যাম্পিয়নস -২০১৮ তে কে চ্যাম্পিয়ন হয়েছে ?
= রিয়াল মাদ্রিদ
নজরুল জয়ন্তী
= ২৪ মে
২০১৮ সালের ফোবর্স ম্যাগাজিনের তালিকায় বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
= চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
মাহাথির মোহাম্মদের নতুন দল যা সম্প্রতি নির্বাচনে জেতে তার নাম কী ?
=পাকাতান হারাপান
মালয়েশিয়ার ১৪তম নির্বাচনে জয়ী জোট “পাকাতান হারাপান” ২২২টি আসনের মধ্যে কয়টি আসন লাভ করে?
- ১১৫টি আসন
মারদেকা কোন ভাষার শব্দ ?
-মালয়েশিয়ার ( অর্থ মুক্তি )
মালয়েশিয়ার আইনসভার নাম কী?
পার্লামেন্ট।(২ কক্ষবিশিষ্ট। (ক) উচ্চকক্ষ: দেওয়ান নাগেরা (খ) নিম্নকক্ষ: দেওয়ান রাকেয়াত)
বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় সংস্কারের জন্যে গঠিত ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত হয় জোটের নাম কী?
=অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ (অ্যাকর্ড)
আমেরিকার ক্রেতাদের জোটের নাম কী ?
=অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি ইনিশিয়েটিভ’ (অ্যালায়েন্স)
ফিলিস্তিনিরা ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ পালন করছে কত তারিখ থেকে?
৩০ মার্চ ২০১৮
ফিলিস্তিনিরা কোন তারিখে ‘নাকবা’ বা বিপর্যয় দিবস পালন করে?
=১৫ মে
উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
=২৭ এপ্রিল ২০১৮
♦♦মে মাসের গুরুত্বপূর্ণ দিবস♦♦
শ্রমিক দিবস -- ১ মে
রেড ক্রিসেন্ট + রেড ক্রস--৮ মে
বিশ্ব মা দিবস -- মে মাসের ২য় রবিবার
আন্তর্জাতিক সেবিকা দিবস ১২--মে
IT+ telecommunication--- ১৭ মে
ফারাক্কা লং মার্চ --- ১৬ মে
বিশ্ব জাদুঘর দিবিস --১৮ মে
হেপাটাইটিস দিবস --১৯ মে
জীব বৈচিত্র দিবস-- ২২মে
নিরাপদ মাতৃত্ব --২৮ মে
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস--২৯ মে
বিশ্ব তামাক মুক্ত দিবস--৩১ মে
।
এক নজরে বঙ্গবন্ধু - ১
১) বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের – ৫৭ তম দেশ
২) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে
পাঠানো হয়েছে – ১২ মে ২০১৮, শুক্রবার দিবাগত রাতে
৩) দেশে এখন স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারে আছে –
৩০ টি
৪) এই চ্যানেলগুলো বিদেশের স্যাটেলাইট ব্যবহারের
কারনে প্রতিবছর পরিশোধ করতে হয় – ২০ লাখ ডলার বা
প্রায় ১৭ কোটি টাকা
৫) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার আছে – ৪০ টি
৬) এখান থেকে ভাড়া দেয়া হবে – ২০ টি
৭) বর্তমানে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন
চ্যানেল তাদের সম্প্রচারে ব্যবহার করে হংকংয়ের –
অ্যাপস্টার ৭ নামের স্যাটেলাইট
৮) বিটিভি ব্যবহার করে – এশিয়াস্যাট ৭ নামের
স্যাটেলাইট
৯) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে –
১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
১০) বাংলাদেশের এই স্যাটেলাইটের আওতায় আসবে
সার্কভুক্ত দেশগুলোসহ – ইন্দোনেশিয়া, ফিলিপাইন,
মিয়ানমার, তাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান,
তুর্কেমেনিস্তান ও কাজাখস্তান
১১) বাংলাদেশ প্রথম স্যাটেলাইট নিয়ে কাজ শুরু করে –
২০০৭ সালে
১২) বাংলাদেশে মহাকাশে ১০২ ডিগ্রি পূর্ব
দ্রাঘিমাংশে কক্ষপথ বরাদ্দ চেয়ে আবেদন করেছিল
জাতিসংঘের – আন্তর্জাতিক টেলিযোগাযোগ
ইউনিয়নে, ২০০৭ সালে
১৩) বাংলাদেশের এই আবেদনের উপর আপত্তি করেছিল
– ২০ টি দেশ
১৪) বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “
বাংলাদেশ সরকার কিনে নেয় – ২১৯ কোটি টাকায়, ২০১৩
সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক থেকে
১৫) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় –
২০১২ সালে
১৬) স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় – ২০১৫ সালে
১৭) এটি তৈরি করে ফ্রান্সের – থ্যালেস অ্যালেনিয়া
স্পেস কোম্পানি
১৮) এটি নিয়ন্ত্রন করা হবে বাংলাদেশের গাজীপুরের –
জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন
থেকে
১৯) এটি নিয়ন্ত্রনের জন্য গাজীপুরে যে ২ অ্যানটেনা
বসানো হয়েছে তাদের ওজন – ১০ টন
২০) এই স্যাটেলাইট প্রথম ৩ বছর পর্যবেক্ষণ করবে –
বাংলাদেশের সাথে, থ্যালেস অ্যালেনিয়া স্পেস
২১) বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে মোট ৪০ টি ট্রান্সপন্ডার
রয়েছে যার – ২৬ টি কেইউ ব্যান্ড ও ১৪ টি সি ব্যান্ডের
২২) প্রতিটির ট্রান্সপন্ডার থেকে তরঙ্গ বরাদ্দ পাওয়া
যাবে – ৪০ মেগাহার্টজ হারে
২৩) ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা
হলো – ১ হাজার ৬০০ মেগাহার্টজ
২৪) এটি তৈরিতে মোট খরচ হয়েছে – ২ হাজার ৯৬৭ কোটি
টাকা
২৫) এটি যে রকেটে পাঠানো হয় – ফ্যালকন ৯, ব্লক ৫
২৬) যে স্থান থেকে পাঠানো হয় – এলসি ৩৯এ, কেনেডি
স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র
২৭) এটির নিমার্তা প্রতিষ্ঠান – ফ্রান্সের থ্যালরস
অ্যালেনিয়া স্পেস
২৮) যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায় – মার্কিন
মহাকাশ সংস্থা স্পেসএক্স
২৯) নিয়ন্ত্রন করবে – থ্যালেস ও বিটিআরসি
৩০) এটির ওজন – ৩ হাজার ৫০০ কেজি
৩১) মেয়াদ – ১৫ বছর
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .
Wednesday, May 30, 2018
সাম্প্রতিক দর্পন ০১
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment