Sunday, September 23, 2018

flow chart of hsc

"""এইচএসসি ২০১৯ পরীক্ষাথীদের জন্য ....
ইংরেজি ১ম পত্র------- Flow-Chart
.......
ইহা এক আতংকের নাম।।😰😰😰
১ম পত্রের প্রায় সবই পারি কিন্তু এখানে এসে নাকানিচোবানি খেতে হয়।।।
১০ টা মার্ক এখানে।।কলেজের এক্সাম গুলোতে এইখানটাতে নাম্বার খুইয়ে বসে থাকি।।
>>>কিন্তু কেনো??
-আমরা flow chart করার Basic rules টা জানি না।।
আজকে Flow chart এর Basic rules নিয়েই আলোচনা করব।।
আশাকরি আগের থেকে ভালো নাম্বার আসবে✌✌✌
>>>Flow chart কি?
Flow chart মানে প্রবাহ চিত্র।প্রশ্নের মধ্যে আমাদেরকে clue হিসেবে একটি direction দেয়া থাকে বাকি ৫ টা আমাদের করতে হয়।।
>>>Flow chart এর উদ্দেশ্য কি?
এর প্রধান উদ্দেশ্য হলো প্রশ্নকর্তা নিশ্চিত করতে যায় যে ছাত্ররা যেনো না বুঝে সরাসরি passage থেকে কপি না করে।।কিন্তু বেশির ভাগ সময় আমরা তাই করি।।একেবারে passage থেকে copy করে flow chart এ paste করি।।
>>>কিভাবে শুরু করব??
- প্রথমত আমার থেকে কি জানতে চাওয়া হয়েছে/আমাকে কি সম্পর্কে লিখতে হবে সেটা identify করতে হবে।
-তারপর কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব সেটা decide করতে হবে।
-প্রথমে যে তথ্য টা দেয়া থাকে প্রশ্নে তার পরবর্তী অংশ থেকে point select করতে হবে কোনো মতেই তার আগের অংশ থেকে point বানানো যাবে না।।
-Flow chart এর ভিতরের তথ্য গুলো যতটুকু পারা যায় simple রাখতে হবে।
>>> Flow chart এর রুলেস
প্রথমেই দেখি কি কি "করব না"
1. Subject + verb + object এই structure এ করব না।।
2. Capital letter ব্যবহার করব না(without proper noun)
3. sentence stoppers ব্যবহার করব না
(.,!,? এইগুলা)
সবই তো বাদ দিলাম তাইলে করব না কি!!😱😱
>>>কি কি "করব"/কিভাবে "করব"
01. noun format
02. verb + object
03. Verb+ing + object
04. Subject + verb+ing + object
মূলত এই কয়ভাবে flowchart করা হয়।।যেকোনো একটা follow করলেই হবে।।
তবে প্রথমে যেটা দেয়া থাকবে প্রশ্নে সেই Formate এ করতে পারলে better হয়।।
#Example : ধরি, "Bangladesh is a small country" এই sentence টাকে flow chart এ লিখতে হবে তাহলে কিভাবে লিখব??
01 Noun format : small countryদ্ব (noun)
02 v + obj = is small county
03 v+ing + obj = being small country
04 sub + v+ing + obj = Bangladesh being small country
3 no format টা easy তাই, এইটা Follow করতে পারো।।
এখন আমাদের কাজ হলো model question থেকে মিনিমাম 10 টা ঝটপট practice করা।।
Mention your friends & must share

No comments:

Post a Comment