Skip to main content

verb details with example

Basic English with analysis
#______Parts_of_Speech__
Part:- 04
Md Sahedur Rahman Sahed
#Verb_ক্রিয়া_বা_কাজ:-
Verb শব্দটা আসছে ল্যাটিন শব্দ Verbum যার অর্থ কাজ।মতান্তরে, Vital (মূল/আসল) থেকে এসছে Verb, কারন কোন sentence গঠন করতে গেলে অন্যান্য পদ থাকুক আর নাই থাকুক verb কে অবশ্যই থাকতে হবে।এই verb এই মূল এবং সবার সাথে সম্পর্কযুক্ত এবং সবকিছু সে করে।
সুতরাং,
Verb = A verb is an acting word.
অর্থাৎ,
যে শব্দ দ্বারা কাজ করা বুঝায় তাকে Verb বলে। যেমনঃ Do, drink, eat, work, write প্রভৃতি।
#_____Classification_of_Verb_____
Verb প্রধানত দুই প্রকার:- যথা,
a) Principal Verb.
b) Auxiliary Verb.
●#_Principal_Verb:-
যে Verb নিজে মূখ্য ভূমিকা পালন করে তাকে Principal verb বলে। যেমনঃ
•Sahed (needs) not things of a job.
• I (water) the plants.
সুতরাং needs, water দুটি principal verb.
Principal verb আবার দুই প্রকার যথা:-
a) Finite verb.
b) Non-finite verb.
●#Auxiliary_verb:-
সাধারণত "to be" verb গুলো Auxiliary Verb হিসাবে পরিচিত। এ সকল verb স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে খুব কম অর্থাৎ এরা Principal verb এর অর্থর পরিপূর্ণতা নিয়ে আসতে সহায়তা করে।
যেমনঃ
• I am eating rice.
• He is singing a song.
সুতরাং am, is দুটি Auxiliary Verb.
ইংরেজীতে Auxiliary Verb এর সংখ্যা 12 টি
যেমনঃ am, is, are, was, were, shall, will, would, could, have, has, might প্রভৃতি।
#_____Finite_and_non_finite_verb:-
●#Finite_verb:-
যে Verb কোন sentence এর অর্থ সম্পূর্নরূপে প্রকাশ করতে পারে এবং উক্ত sentence এর subject ও number অনুযায়ী যার রূপ নির্ণীত হয় তাকে Finite verb বলে।
যেমনঃ
• Sahed is writing a letter.
ব্যাখ্যা:- এখানে writing এর subject = Sahed এবং উক্ত subject এর number ও person অনুযায়ী verb টির রূপ নির্ণীত হয়েছে। উপরোক্ত writing verb টি sentence টির বক্তব্য সমাপ্ত করেছে। তাই writing টি এখানে Finite verb.
#Finite_verb_আবার_তিন_ধরনের
a) Transitive verb:-
এটির object আছে।
যেমনঃ
• He writes a letter.
• He took shelter under a tree.
b) intransitive verb:-
এটির object নেই।
যেমনঃ
• Fire burns.
• The door (opened) automatically.
c) Linking verb:-
এটি subject ও object এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
যেমনঃ
• It looks beautiful.
• I feel happy today.
Become, feel, look, smell, remain, taste, stay, run, turn, appear, grow, stand প্রভৃতি linking verb.
উল্লেখ্য, একটি Finite verb কর্তা বা subject এর person এবং number দ্বারা সীমাবদ্ধ।কিন্তু Non-finite verb এর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এজন্য Non-finite verb কে infinite বলা হয়।
●#Non_finite_verb:-
যে Verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয় না এবং sentence এর অর্থ সম্পূর্নরূপে প্রকাশ পায় না তাকে Non-finite verb বলে।
যেমনঃ
• Sahed wants to eat rice.
• Sahed likes to draw a picture.
ব্যাখ্যা :- এখানে "likes" verb টির subject = Sahed কিন্তু "to draw" verb টির নয়। " to draw এই verb টি দ্বারা " "ছবি আঁকতে" এই অসম্পূর্ণ কাজ বুঝায় এবং এর দ্বারা বক্তব্য শেষ হয় না এবং অর্থও পরিপূর্ণতা হয় না।তাই "to draw" Non-finite verb.
#_________Modal_Verb_____________
Modal verb বলতে এমন এক ধরনের বিশেষ verb বা ক্রিয়ার কে বুঝায় যা অনেক জটিল বক্তব্যকে সহজভাবে উপস্থাপন করতে সহায়তা করে। এ ধরনের verb সাধারণত possibility সম্ভাবনা, permission অনুমতি, intention উদ্দেশ্য, বুঝাতে ব্যবহার করা হয়। Modal verb বলতে can, could, may, might, must, ought to, shall, should, will, would, dare, need, have to প্রভৃতি।
যেসব প্রশ্ন Verb কে নিয়ে হয়:-
● Few people would take care to take the negative side proposition that the woman of the worked__ are__ ?
Ans :- oppressed, scorned. (20 BCS)
● The speaker fail to make the audience ___ to him patiently.
Ans :- listen (15 BCS)
● What is the verb of "Ability?
Ans :- enable (11 BCS)
● " I did the work" here "did" is a/an?
Ans :- principal verb (17 BCS )
● What is the past participle of "put"
Ans :- put (AD bank 13)
● Fire burns. What kind of verb "burn" is ?
Ans :- Intransitive (32 BCS)
● No man can ___ alone.
Ans :- live (12 শিক্ষক নিবন্ধন)
● The verb from of "danger" is ?
Ans :- endanger ( Exim bank 14).
● Verb of the word" False" is ??
Ans :- Falsify ( 29 BCS)
Thanks all

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...