১।স্বাধীনতার ঘোষণাপত্রে ৪ জন
ব্যক্তির নাম উল্লেখ আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল
ইসলাম, অধ্যাপক ইউসুফ আলী ও
জেনারেল ইয়াহিয়া খান।
২। বাংলাদেশে এখন পর্যন্ত ৫ বার
জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
১৯৭৪, ১৯৮১, ১৯৮৭, ১৯৯০ ও ২০০৭ সালে।
৩। বাংলাদেশের ইতিহাসে এখন
পর্যন্ত ৩ বার সংবিধান স্থগিত হয়েছে।
৬ নভেম্বর ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯, ২৪
মার্চ ১৯৮২ থেকে ১০ নভেম্বর ১৯৮৬ ও ৬
থেকে ৯ ডিসেম্বর ১৯৯০।
৪। মুজিব কথাটি সংবিধানের অনুচ্ছেদ
৪(ক), ১৫০ ও তফসিল ৫, ৬ ও ৭ এ আছে।
৫। বাংলাদেশের সংবিধানের ১ম
সাক্ষরকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এবং শেষ সাক্ষরকারী জনাব সদরউদ্দীন
আহমেদ।
৬। তাজউদ্দিন আহমেদ খন্দকার
মোশতাককে ভাইপার (বিষাক্ত সাপ)
এর সাথে তুলনা করতেন।৯ মাস
প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে
তিঁনি মুক্তিযুদ্ধ পরিচালনা
করেছিলেন তা নিয়ে জেলে বসে
একটি বই লিখেছিলেন।বইটির নাম
মুক্তিযুদ্ধ পরিচালনার কথা।কিন্তু বইটি
আর পাওয়া যায়নি।
৭। পৃথিবীতে ৪ টি দেশ যুদ্ধ করে
স্বাধীন হয়।
বাংলাদেশ, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র ও
ভিয়েতনাম।
৮। পৃথিবীতে ২ টি দেশ ঘোষণা দিয়ে
স্বাধীন হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
৯। ১৯৭১ সালে বাংলাদেশ ছারাও
আরও যেসব দেশ স্বাধীনতা লাভ করে।
বাহরাইন, কাতার, সংযুক্ত আরব
আমিরাত।
১০।কিছু গুরত্বপূর্ন ডাবল Abbreviations।
NDC
Nezarat Deputy Collector
Nstional Defense College
,
UNO
United Nation Organization
Upazila Nirbahi Officer
,
PS
Police Station
Private Secretary
,
BCS
Bangladesh Civil Service
Bangladesh Chemical Society
,
DC
Deputy Commissiner
District Council
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .
Sunday, September 30, 2018
সাধারন জ্ঞান ০৩
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment