১।স্বাধীনতার ঘোষণাপত্রে ৪ জন
ব্যক্তির নাম উল্লেখ আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল
ইসলাম, অধ্যাপক ইউসুফ আলী ও
জেনারেল ইয়াহিয়া খান।
২। বাংলাদেশে এখন পর্যন্ত ৫ বার
জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
১৯৭৪, ১৯৮১, ১৯৮৭, ১৯৯০ ও ২০০৭ সালে।
৩। বাংলাদেশের ইতিহাসে এখন
পর্যন্ত ৩ বার সংবিধান স্থগিত হয়েছে।
৬ নভেম্বর ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯, ২৪
মার্চ ১৯৮২ থেকে ১০ নভেম্বর ১৯৮৬ ও ৬
থেকে ৯ ডিসেম্বর ১৯৯০।
৪। মুজিব কথাটি সংবিধানের অনুচ্ছেদ
৪(ক), ১৫০ ও তফসিল ৫, ৬ ও ৭ এ আছে।
৫। বাংলাদেশের সংবিধানের ১ম
সাক্ষরকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এবং শেষ সাক্ষরকারী জনাব সদরউদ্দীন
আহমেদ।
৬। তাজউদ্দিন আহমেদ খন্দকার
মোশতাককে ভাইপার (বিষাক্ত সাপ)
এর সাথে তুলনা করতেন।৯ মাস
প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে
তিঁনি মুক্তিযুদ্ধ পরিচালনা
করেছিলেন তা নিয়ে জেলে বসে
একটি বই লিখেছিলেন।বইটির নাম
মুক্তিযুদ্ধ পরিচালনার কথা।কিন্তু বইটি
আর পাওয়া যায়নি।
৭। পৃথিবীতে ৪ টি দেশ যুদ্ধ করে
স্বাধীন হয়।
বাংলাদেশ, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র ও
ভিয়েতনাম।
৮। পৃথিবীতে ২ টি দেশ ঘোষণা দিয়ে
স্বাধীন হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
৯। ১৯৭১ সালে বাংলাদেশ ছারাও
আরও যেসব দেশ স্বাধীনতা লাভ করে।
বাহরাইন, কাতার, সংযুক্ত আরব
আমিরাত।
১০।কিছু গুরত্বপূর্ন ডাবল Abbreviations।
NDC
Nezarat Deputy Collector
Nstional Defense College
,
UNO
United Nation Organization
Upazila Nirbahi Officer
,
PS
Police Station
Private Secretary
,
BCS
Bangladesh Civil Service
Bangladesh Chemical Society
,
DC
Deputy Commissiner
District Council
Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...
Comments
Post a Comment