Forensic Related Post
Browser Forensic
সাইবার ক্রাইম বিষয়ে অনেক সময় আমরা দেখি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাসপেক্টের পিসি/ল্যাপটপ, মোবাইল ডিভাইস সব নিয়ে যায়(সাময়িক সময়ের জন্য), আসলে নিয়ে কি করে??
তারা সেটাতে বিভিন্ন প্রকারের অনুসন্ধান চালায়, দেখে তার পিসিতে কি কি ডকুমেন্ট আছে? কি কি ফাইল আছে? কি কি এ্যাপ আছে? কার কার সাথে যোগাযোগ করে? যোগাযোগের জন্য কি কি এ্যাপ ব্যাবহার করে? কোন কোন সাইটে বেশী ব্রাউজ করে?? সোশাল মিডিয়াতে কাকে কাকে ফলো করে?? আবার কোন ফাইল রিসেন্টলি ডিলেট করেছে কিনা? ডিলিট করে থাকলে সেগুলো কি কি?? ইত্যাদি ইত্যাদি, যা কি না সবই ডিজিটাল এভিডেন্স হিসাবে গন্য হয়।
যাই হোক- আজকে আপনাদের সেরকম বিষয়ের ছোট একটি পার্ট নিয়ে আলোচনা করছি, সেটা হলো ব্রাউজার ফরেনসিক।
এই টুলস্ এর সাহায্যে খুব সহজেই বের করা যাবে আপনি কোন কোন সাইটে ব্রাউজ করেন(কম বা বেশী), কার কার ফেসবুক প্রফাইলে আপনি ডু মারেন?? কোন কোন ওয়েব সাইট থেকে কি কি ডাউনলোড করেন? কেমন সময় আপনি পিসিতে বা ল্যাপটপে ব্রাউজ করেন বা এক্টিভ থাকেন? কোন সময় আপনি অনলাইনে কোন ওয়েভ পেইজে ছিলেন, কার কার ওয়েভ সাইট আপনি হ্যাক করেছেন, ইত্যাদি ইত্যাদি। মোট কথা হলো আপনার ব্রাউজারের সাহায্যে যা যা করেন তার সবই বের করা সম্ভব।
সো???
সাধু সাবধান!!
না হলে কিন্তু জঙ্গিও হয়ে যেতে পারেন!! বা আপনার ইজ্জতে ও হাত দিয়ে দিতে পারে(যদি আজে বাজে সাইট ব্রাউস করে থাকেন)!!
এনিওয়ে, একটু মজা করলাম আরকি!!
বিষয়টা হলো সাসপেক্টের পিসি/ল্যাপটপের ফরেনসিক এর এটিও একটি পার্ট। উনারা স্পেসিফিক এই এ্যাপ ব্যবহার নাও করতে পারেন!
একটি পোর্টেবল এ্যাপ দেয়া হলো, ডাউনলোড করে শুধু রান করালেই হবে, যেহেতু পোর্টেবল ভর্সান।
পাসওয়ার্ডঃ aws
https://drive.google.com/file/d/1yxRfF_sfExt6hhe79eGUq2BSEBYl7SLW/view?usp=sharing
No comments:
Post a Comment