Wednesday, February 5, 2025

Havij pro

হাভিজ এর পোর্টেবল ভার্সান।
প্রথমেই বলে নেই অতি উৎসাহী হয়ে ইউ-টিউব এর বা গুগল থেকে খুঁজে খুঁজে হাভিজ বা হ্যাকিং রিলেটেড কোন টুলস্‌, সফ্টওয়্যার ডাউনলোড করবেন না। র‌্যানসামওয়ারে অথবা কি-লগিংএর স্বিকার হতে পারেন।
আর জানেন তো এই ধরনের টুলসের জন্য এন্টিভাইরাস অফ বা বাই-পাস করতে হয়।
সো- আনট্রাষ্টেড কিছু ডাউনলোড করে নিজের ক্ষতি করবেন না।
হাভিজের যে ভার্সান আপনাদের দেয়া হয়েছে এর বাইরেও কিছু ভার্সান আমাদের কাছে আছে, সমস্যা হলো সেগুলো ক্র্যাক করতে হয়, অনেকই সমস্যায় পড়তে পারেন, তাই এভয়েট করা হচ্ছে।
তাই হাভিজের একটি এডভান্স ও পোর্টেবল ভার্সন ১.৬ দিয়ে দিচ্ছি।
ভালো কথা এটি ইন্সটল করার প্রয়োজন নেই। পোর্টেবল ভার্সান 😀
ডাউনলোড করবেন, আনরার (UnRar) করবেন, তারপর রান এস এডমিনিষ্ট্রেটর দিয়ে চালাবেন 😀😀
ও, পাসওয়ার্ডঃ aws
লিংকঃ https://drive.google.com/file/d/1_Nq_luWvf3TUYdfIa6sRKJbhQXRtfbAQ/view
যথারীতি হাভিজ চালাতে এন্টিভাইরাস অফ থাকা লাগবে এবং রান করাতে Run as administrator এর মাধ্যমে রান করাতে হবে।

No comments:

Post a Comment