Wednesday, February 5, 2025

NO REDIRECT এর সামারী।

INFORMATIONAL POST - 02
NO REDIRECT এর সামারী।
এই বিষয়ে আগে একটি পোষ্ট করেছিলাম, পড়ে থাকলে আবার পড়ে নিন, তারপর এটা পড়ুন এবং একটু পরে একটি পুরনো ভিডিও শেয়ার করে দিব, সো আসুন জেনে নেই-৫ এবং এই পোষ্ট সাথে পরবর্তি ভিডিও দেখে নেমে পড়ুন যুদ্ধে .....
No Redirect এড-অন্স টি কাজ করার জন্য শর্ত ২টি -
ক) ঐ সাইট এ No Redirect এড-অন্স দিয়ে ট্রাই করা যাবে যে সকল সাইটের URL এ ‍site name(website name. net or .com or org or com.in or....) এর পর /admin বা /administrator থাকবে এমন কোন লিংক।
এবং
খ) সেই লিংকে ক্লিক করলে অন্য কোন লিংকে যদি সাইট রি-ডাইরেক্ট করে যায় (মানে আমি দিলাম www.ahaque .com/admin/menu.php কিন্তু URL এ লিংক চলে অসলো www.ahaque .com/login.php)
তাহলেই বুঝতে হবে এই সাইটে নো-রিডাইরেক্ট বাগ আছে এবং শুধুমাত্র এই রকম সাইটেই আমরা ট্রাই করতে পারি।
এই সকল সাইট পাবো কেমন করে?
প্রথম দিনে মনে আছে আমরা কিছু ডর্ক দিয়ে এডমিন প্যানেল সাইট খুঁজে ছিলাম, সেই টাইপ ডর্ক দিয়ে খুঁজতে হবে, যাতে শর্ত নাম্বার ”ক” ফুলফিল করে(মানে সাইটে /admin বা /administrator থাকে।
এর বাইরেও আরো কিছু ডর্কঃ
1: intitle:"index" of "admin" site:
2: intitle:"index" of "admin" "framework" site:.in
3: intitle:"index" of "admin" "pdf" site:
4: intitle:"index" of "admin" "gallery" site:
5: intitle:"index" of "admin" "image" site:
6: intitle:"index" of "admin" "upload" site:
7: intitle:"index" of "admin" "banner" site:
8: intitle:"index" of "admin" "file" site:
9: intitle:"index" of "admin" "page" site:
10: intitle:"index" of "admin" "news" site:
11: intitle:"index" of "admin" "views" site:
12: intitle:"index" of "admin" "include" site:
13: intitle:"index" of "admin" "picture" site:
14: intitle:"index" of "admin" "photos" site:
15. inurl: admin/login.php site:.in
নিজে নিজে ডর্কগুলো মডিফাই করে নিন, কিছু নতুন বানিয়ে নিন ...
কিছু কিছু সাইটে সাদা স্ক্রিন আসে??
তার মানে ঐ লিংকএর বাগ সাইট এডমিন ফিক্স করে দিয়েছে, অন্য লিংক এ ট্রাই করতে হবে।
যে সাইটে হবে না!
অবশ্যই ওয়ার্ড -প্রেস সাইটে হবে না।
নো-রিডাইরেক্ট এর জন্য আমরা কিভাবে জানবো সাইটে কোন ফাইল এক্সেসেবল কিনা?
সেজন্য হ্যাকবারে Cyber 71 Privet Exploits এর একটি লিংক দেয়া আছে সেটা ব্যবহার করতে পারেন।
সেটাতে যে সকল লিংক গ্রীন কালারে ৩০০, ৩০১, ৩০২ দেখাবে সেই লিংকটাতে ট্রাই করবো।
এবার নিচের ৪টি ছবি দেখুন।
১) হোয়াইট স্ক্রিণ, মানে ঐ লিংকের নো-রিডাইরেক্ট বাগ ফিক্স হয়ে গেছে।‍
২) হ্যাকবার থেকে Cyber 71 Privet Exploits এর লিংক
৩) একটি সাইট ওয়েভ সার্ভারে কেমন থাকে সেটার চিত্র।
৪) এডমিনের কাজ করার জন্য কিছু ফাইল( যেমন addDate.php, addFestival.php,addLedger.php, adminHome.php,editInvoice.php, ইত্যাদি) যা আমরা ওয়েভ পেইজে দেখতে পাইনা।
আশাকরি আর বিস্তারিত কিছু লেখার প্রয়োজন হবে না।

No comments:

Post a Comment