Wednesday, February 5, 2025

password hijacking

কি এক্ট্যা অবস্থা !!!
আপনার কাছের কেউ যদি আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড বা মেইলের পাসওয়ার্ড চুরি করে আপনারই সামনে বসে,
বলেন তো কি এক্টা অবস্থা??
ব্রাউজারের সেইভড্‌ পাসওয়ার্ডঃ
ব্রাউজারে পাসওয়ার্ড সেইভ রাখার যেমন সুবিধা আছে আবার আছে ঠিক তার উল্টো ইফেক্ট।
মনে করুন, আপনার কোন বন্ধু বা কোন আত্মীয় আসলো আপনার বাসায়, এর পর কোন প্রয়োজনে তার মেইল চেক করতে চাইলো বা আপনার বন্ধুটি আপনার পিসিতে গেম খেলতে বসলো, আপনি কি মানা করতে পারবেন?
অথবা আপনার বাসার আশে পাসের কোন প্রতিবেশী আসলো, আর সে তার উইনিভার্সিটি তে কোন ফরর্ম ফিলাপ করবে, এখন কি আপনি তাকে মানা করতে পারবেন?
স্বাভাবিক ভাবেই উত্তর হলো না।
এখন সে যদি আপনার পিসি থেকে সব সেইভ করা পাসওয়ার্ড রিট্রিভ করে তার মেইলে পাঠিয়ে দেয় বা তার পেনড্রােইভে কপি করে নিয়ে যায় বলেন তো কি এক্ট্যা অবস্থ্যা!!!
আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সাইটে লগ-ইন করি, সেময় অনেক সাইটের পাসওয়ার্ড আমারা ব্রাউজারে সেইভ করে রাখি। এটা যেমন সুবিধা (পাবর্তিতে ঐ সাইট যেমন- জিমেইল বা ফেসবুক) এ লগ-ইন করার ঝামেলা থাকে না তেমনি অসুবিধা হলো আমার ডিভাইস টি তে অন্য কেহ বসলে সে- আমার পাসওয়ার্ড গুলো পেয়ে যেতে পারে। আবার এমন ও হতে পারে আমার/ আপনার পিসি হ্যাক হলে হ্যাকার পিসি থেকে ঐ সব ডাটা(ইউজার ও পাসওয়ার্ড) নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে ব্রাউজারে পাসওয়ার্ড সেইভ না রাখাই ভালো।
তবে জি-মেইল এবং ফেসবুক তো আমার প্রতিদিন ই ওপেন করি, তাই সেটা সেইভ রাখাটাও জরুরী। সেক্ষেত্রে জি-মেইল এবং ফেসবুকে ২-ফ্যাক্টর অথেন্টিকেশন অন-করে রাখা ভালো। সেটা নিয়ে পরবর্তিতে একটি পোষ্ট দিবনে।
ব্রাউজার এ সেইভ পাসওয়ার্ড দেখার জন্য অনেক রকম ইউটিলিটি আছে, তা দিয়েই পিসির ব্রাউজারের সেইভ করা পাসওয়ার্ডগুলো দেখা যায়।
যেমনঃ browser password decryptor , আমাদের Learn with Cyber 71 গ্রুপে এবং ইউটিউভ চ্যানেলে দেখেছেন. যারা সেটি দিয়ে এখনও ট্রাই করছেন তারা মেবী একটি সমস্যা নোটিশ করেছেন যে সাইট এবং ইউজার নেইম শো করছে কিন্তু পাসওয়ার্ড শো করছে না। তার কারন হলো ব্রাউজার গুলো আপডেট হয়েছে তাই আপডেটেড ব্রাউজারের সাথে সফ্টওয়্যারটির ডাটা রি-কল লোকেশনের একটু এদিক-সেদিক হয়ে গেছে।
সমস্যা নেই আমি, অন্য একটি এ্যাপ দিচ্ছি সেটা দিয়ে ট্রাই করতে পারেন।
https://drive.google.com/file/d/1oUm1cRDQ1eH4VfjWUhA6rSJrYUACQq5J/view
Password: aws
আপনার পিসিতে কানেক্ট হওয়া সব ওয়াই-ফাই পাসওয়ার্ডঃ
আগে উইন্ডোজ 7 বা তারও আগের পিসিতে ষ্টেটাসবারে থাকা কানেকশনের প্রোপার্টিজ থেকে পাসওয়ার্ড টা দেখা যেতো, এখন উইন্ডোজ 10. 11 এই অপশনটি নেই। তারপরও যাদের পাওয়ার শেল বা ডস কমান্ডে ভালো ধারনা আছে তারা বের করতে পারেন, সেক্ষেত্রেও বেশ ঝামেলা আছে।
এবার আমি আরো একটি টুলস্ দিচ্ছি সেটা থেকে তাও রেব করে নিতে পারবেন।
উইন্ডোজ 10 ৬৪ বিটের হলেঃ https://drive.google.com/file/d/1VhplhDCOGV4f709rRKzysbSQKgwUFRRJ/view
Password: aws
বিশেষ দ্রঃ আপনি আবার এই আন-ইথিক্যাল কাজটি করে বসেবেন না যেন। মোবাইল রিসেট করেছেন, বা রাউটার রিসেট করেছেন বা আপনার ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন বন্ধু কে দিতে হবে সেক্ষেত্রে পিসি থেকে এই টুলস্‌ দিয়ে পাসওয়ার্ডটি বের করে নিতে পারেন।
পাশের বাসার আপুর পিসিতে বসে আবার এপ্লাই করতে যাইয়েন না😌

No comments:

Post a Comment