Saturday, August 31, 2019

১৬ তম কলেজ পর্যায়

#আজ (৩০/০৮/২০১৯) অনুষ্ঠিত #১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায় :

#সম্পূর্ণ প্রশ্নের সমাধান:

-----------------------------------------------

#সাধারণ জ্ঞান অংশের সমাধান:

1.বীর প্রতীক কত জন--426 জন

2.সংবিধান রচনা কমিটির মহিলা সদস্য--বেগম রাজিয়া বানু

3.বৃহত্তম উপজেলা--শ্যামনগর

4.মনপুরা-70 কি-চিত্রশিল্প

5.সংবিধান কয়টি ভাষায় রচিত-২

৬.কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত---রাঙামাটি

7.মহাস্থানগড়-বগুড়া

8.নদী ছাড়া মহানন্দা কি-আম

9.প্রথম epz--চট্টগ্রাম

10.মূল্য সংযোজন কর-পরোক্ষ কর

11.কারাগারের রোজনামচা-বঙ্গবন্ধু

12.ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে--ভারত(আফগানিস্তানের সঙ্গে শততম জয়)

13.বিশ্বব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী দেশ-চীন

14.তুরস্কের মুদ্রা-লিরা

15.স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-ইরাক

16.বাংলা প্রথম সার্চইঞ্জিন-পিপীলিকা

17.নিউজিল্যান্ডের আদিবাসী-মাউরি

18.পরিবেশ দিবস-5জুন

19.কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন-29

২০.উরুগুয়ে রাউন্ড কোন সংস্থার সাথে সম্পর্কিত-WTO

21.যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা-রাষ্ট্রপতি শাসিত

22.SMOG হচ্ছে--দূষিত বাতাস

23.ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্র-সিসমোগ্রাফ

24.হিমগ্লোবিনের কাজ-অক্সিজেন পরিবহন

#বাংলা অংশের সমাধান

1. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? –

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

2. বাক্যে কোন যতি চিন্হটি থাকলে থামার প্রয়োজন নেই? –

হাইফেন

3. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠিাতা সম্পাদক কে ছিলেন? –

ঈশ্বরচন্দ্র গুপ্ত

4. ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি? –

অপ

5. কোন বানানটি শুদ্ধ? –

মুমূর্ষু

6. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?

তোষামোদকারী

7. ‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-

√দৃশ+অনীয়

8. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ? –

উভয়

9. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-

নির্মোক

10. “রাজাই রাজাই লড়াই করছে” _এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?

ব্যতিহার কর্তা

11. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

ষ্ + ণ

12. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

ভিক্ষুককে ভিক্ষা দাও।

13. ‘প্রসারণ’ এর বিপরীত শব্দ-

আকুঞ্চন

14. কোনটি ফারসি শব্দ?

চশমা

15. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ-

পিশাচ >পিচাশ

16. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

কৃত বিদ্যা যার- সমানাধিকরন বহুব্রীহি সমাস

17. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

কর্মধারয়

18. “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? –

লেফাফা দুরস্ত

19. যোগরূঢ় শব্দ কোনটি?

পঙ্কজ

20. কোনটি সমার্থক শব্দ নয়?

পবন

21. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

বিধি লঙ্ঘিত হয়েছে

22. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

‘র’ বা ‘এর’

23. কোনটি ব্যাঞ্জন সন্ধির উদাহরণ?

সংবাদ

24. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা? –

রোমান্টিক প্রণয় কাব্য

25. কায়কোবাদের প্রকৃত নাম কী? –

কাজেম আল কোরেশী

#ইংরেজি অংশের সমাধান

1. Correct sentence: I know what he wants.

2. Correct use of Gerund: Dancing is a good exercise.

3. Correct spelling: Millennium

4. Correct sentence: He is better today.

5. Homely: adjective

6. Correct verb: what are you doing

7. Correct answer: He bade me good bye

8. Adulteration means: to make impure by adding inferior ingredients

9. It is high time we... : changed

10. Five litres of milk.......... contained : in

11. I could not go.........

12. At loggerheads means: quarreling

13. Hurry spolils : the curry

14. ...... water of this lake: the

15. I wanted the poster to : be hung

16. Leave no stone unturned: try every possible way

17. Would you mind.....: bringing

18. Antonynm of rear: behind

19. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো: The boy came to me crying

20. Had I riches, I .....: would help

21. Achilles heel: vulnerable point

22. লেবু কচলালে তেতো হয়: A jest driven hard, loses its point

33. Correct sentence: I like his childlike simplicity

24. ........ Mother rose in her: the

25. Verb of friend: befriend

#গণিত অংশের সমাধান
১। (ক) ৮৮
২। (গ) ২ কেজি
৩। ( খ) ৯
৪। (ঘ) ৮২
৫। (খ) ১২%
৬। (ক ) ২০০ টাকা
৭। (খ) ৩/৫
৮। (গ) 49/9
৯। (খ) 19x3
১০। (ক) 24 বর্গ সে.মি
১১। (গ) ২৪০
১২। (গ) x-3
১৩। (খ) 1
১৪। (ক) 2
১৫। (গ) ২৪ মিটার
১৬। (খ) ২৭০০
১৭। সম্ভব প্রশ্ন ভুল
১৮। (গ) 2√5
১৯। (খ) ৪০ঃ৭০ঃ৪৯
২০। (গ) ৩০০
২১। (গ) π বর্গ একক
২২। (খ) স্থুল কোণ
২৩। (ক) 5/3
২৪। (খ) 3,-2
২৫। (খ) ৪১ বছর

#বি:দ্র: কোনটি ভুল মনে হলে কমেন্ট বক্সে সঠিক উত্তর দিন । ধন্যবাদ।

Thursday, August 22, 2019

সাম্প্রতিক তথ্য আগস্ট ২০১৯

***

BCS_SOLDIERS শুভ সকাল ঝটপট কিছু তথ্য করে ফেলি আর শেয়ার করি।
সাধারণ জ্ঞান
➖➖➖➖
১। ডেঙ্গু জ্বরের বাহক - এডিস ইজিপ্টি
২। ১২তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন- ইংল্যান্ড
৩। পল্লিবন্ধু এরশাদ মৃত্যুবরণ করেন - ১৪ জুলাই, ২০১৯
৪। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত 'the Future of Asia ' বিষয়ক নিক্কেই সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন - বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৫। মালয়েশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার 'পেট্রোনাস টাওয়ার 'এর স্থপতি - সিজার পেল্লি
৬। ঢাবি'র ৫২তম সমাবর্তনের প্রধান বক্তা- তাকাআকি কাজিতা
৭। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী - বরিস জনসন
৮। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়- ১৯০৯ মার্কিন ডলার
৯। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, দারিদ্র্যের হার- ২১.৮%
১০। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে- সৌদিআরব থেকে
১১। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান স্বাক্ষরতার হার- ৭২.৩%
১২। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, প্রত্যাশিত গড় আয়ু- ৭২ বছর
১৩। ECWAS এর ১৫টি সদস্য রাষ্ট্রের একক মুদ্রা - ইকো
১৪। 'ডিল অব দ্য সেঞ্চুরি ' গোপন নথিটি প্রকাশ করে - ইসরায়েলের হাইয়ুম পত্রিকা
১৫। ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২০ অনুষ্ঠিত হবে - জাপানের টৌকিও
১৬। বিশ্ব অর্থনীতির যে দুটি দেশ বর্তমানে বাণিজ্য যুদ্ধে লিপ্ত রয়েছে - চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
১৭। সম্প্রতি যে দেশে 'জি-২০ সম্মেলন ' অনুষ্ঠিত হয়েছে - জাপানের ওসাকায়
১৮। বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন - ১১৮৮১৩ বর্গ কিলোমিটার
১৯। পৃথিবীর বৃহত্তম সংসদীয় গণতান্ত্রিক দেশ- ভারত
২০। পৃথিবীর যে দেশের সংবিধান সবচেয়ে বড়- ভারত
২১। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - লি নাক ইয়োন
২২। যুক্তরাস্ট্রে ও উত্তর কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের নেতৃত্ব দেন- জেনারেল কিম ইয়ং চোল
২৩। বিশ্বে ইন্টারনেট চালু হয়- ১৯৬৯সালে
২৪। শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু ' উপাধি পান- ১৯৬৯ সালে
২৫। দেশের সর্বশেষ ১২তম সিটি করপোরেশন - ময়মনসিংহ
২৬। বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট - শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
২৭। দেশের ১ম 'বঙ্গবন্ধু মানমন্দির ' হচ্ছে - ফরিদপুরের ভাঙা উপজেলায়
২৮। ২০১৯-২০ অর্থবছরের বাজেটের সর্বোচ্চ খাত- জনপ্রশাসন
২৯। ঘূর্ণিঝড় 'ফণী' বাংলাদেশে আঘাত হানে - ৪ মে, ২০১৯
৩০। সম্প্রতি আফ্রিকার যে দেশে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে - ইথিওপিয়া
৩১। ইথিওপিয়ার রাজধানী - আদ্দিস আবাবা
৩২। সম্প্রতি যে দেশগুলোর নাম পরিবর্তন করা হয়েছে - মেসিডোনিয়া, সোয়াজিল্যান্ড, পূর্ব তিমুর
৩৩। আফ্রিকার সাহিল অঞ্চলের নতুন সামরিক জোট 'জি-৫' কর্তৃক পরিচালিত 'বারখান অপারেশন ' এর নেতৃত্ব দেয় - ফ্রান্স
৩৪। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা 'Delta Plan 2100' বাস্তবায়নে সহযোগী দেশ - নেদারল্যান্ডস
৩৫। বাংলাদেশের ব্লু ইকোনমিতে সহায়তা করছে- জাপান
৩৬। এশিয়ার নতুন আঞ্চলিক জোট 'SEACO' এর প্রস্তাবক- বাংলাদেশ
৩৭। নয়া চীন ভ্রমণ - বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক ৩য় গ্রন্থ যা ২০২০সালে বইমেলায় বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হবে
৩৮। 'T-4' হলো- সিরিয়ার একটি বিমানঘাঁটি যা 'তিয়াস' নামেও পরিচিত।
৩৯। 'S-400'হলো- রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপনাস্ত্র
৪০। "চন্দ্রযান-২' --- ভারতের উৎক্ষেপিত মহাকাশযান
৪১। 'সাফরেন'- ফ্রান্সের নতুন প্রজন্মের সাবমেরিন
৪২। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা - ১১৪টি
৪৩। বাংলাদেশ রেলের অনলাইনে টিকিট কাটার অ্যাপের নাম- সেবা
৪৪। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ- চীন
৪৫। 'বাংলাদেশ 'নামক গ্রাম রয়েছে - ভারতের কাশ্মীরে
৪৬। বাংলাদেশের বাইরে অন্য যে দেশে বাংলা বিষয়ে উচ্চতর ডিগ্রি চালু রয়েছে - করাচি বিশ্ববিদ্যালয়, পাকিস্তান
৪৭। 'A World of Three Zeros 'গ্রন্থের লেখক - ড. মুহাম্মদ ইউনুস
৪৮। বিশ্বকাপ ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান- ৩৩৩ রান
৪৯। বর্তমানে বিশ্বে মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ- সুইজারল্যান্ড
#BCS_SOLDIERS

1.সর্বশেষ বিভাগ কোনটি?
উ: ময়মনসিংহ
2. বাংলাদেশে উপজেলার সংখ্যা কতটি?
উ: 492 টি
3. রাষ্ট্রপতি হতে হলে কত বছর বয়স হতে হবে?
উ: 35 বছর
4. বাংলাদেশের সবচেয়ে বড় পাটকলের নাম কি?
উ: আদমজী ( বর্তমানে এটা বন্ধ আছে)
5. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন?
উ: 1974 সালে
6. বাংলাদেশের অবস্থান কোন মহাদেশে?
উ: এশিয়া
7. সবচেয়ে বড় মহাদেশ কোনটি ?
উ: এশিয়া
8. এশিয়া এবং ইউরোপকে একসাথে কি বলে?
উ: ইউরেশিয়া
9.আফ্রিকা থেকে এশিয়া কে আলাদা করেছে কোনটি?
উ: লোহিত সাগর ও সুয়েজ খাল
10. উওর আমেরিকা থেকে এশিয়াকে আলাদা করেছে কোনটি?
উ: বেরিং প্রনালী
11. এশিয়ার সবচেয়ে বড় সমভূমি কোনটি?
উ: পশ্চিম সাইবেরিয়া সমভূমি
12. এশিয়ার স্বাধীন দেশের সংখ্যা কতটি?
উ: 44 টি
13.এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি?
উ: কাস্পিয়ান ( এটি ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি)
14. এশিয়ার গভীরতম হ্রদ কোনটি?
উ: বৈকাল হ্রদ
15. এশিয়ার সবচেয়ে বড় দেশ?
উ: চীন ( আয়তনে এবং জনসংখ্যায়)
16.বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত?
উত্তর :1909 মার্কিন ডলার
17.জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত জন?
উত্তর : ১০১৫ জন।
18.দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কয়টি?
উত্তর : ১১০টি।
19.জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা কয়টি?
উত্তর : ১২ জন।
20.সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম কি?
উত্তর : রাঙাপ্রভাত।
21.দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
উত্তর : এম ভি বাঙালি।
22.প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে কোথায়?
উত্তর : ঢাকার মহাখালীতে।
23.পদ্মা সেতু নির্মাণ করবে কে?
উত্তর : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ।
24.বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোথায়?
উত্তর : সালিশ ট্রাইব্যুনালে (নেদারল্যান্ডস)।
25.বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় কখন?
উত্তর : ৭ জুলাই ২০১৪।
26.বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে কয়টি?
উত্তর : ২৬টি।
27.প্রথম বাংলাদেশি হিসেবে কে দু’বার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) লাভ করেন?
উত্তর :নাফিস বিন জাফর।
28.প্রস্তাবিত অষ্টম বিভাগ আগে কার অধীনে ছিল?
উত্তর : ঢাকা বিভাগের
29.বাংলাদেশের 22তম এবং বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তর : সৈয়দ মাহমুদ হোসেন (22 তম)
30.মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর : গোবিন্দ হালদার।
31.স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
উত্তর :ওরা ১১ জন।
32.বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্
তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’- এর পরিচালক কে?
উত্তর :চাষী নজরুল ইসলাম।
33.চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি?
উত্তর: মর থেংগারি।
34.বাংলাদেশের ষাটোর্ধ্ব ব্যক্তিদের সিনিয়র সিটিজেন ঘোষণা করা হয় কবে?
উত্তর : ২৭ নভেম্বর ২০১৪।
35.দেশে বর্তমানে মোট ব্যাংক কয়টি?-
উত্তর: ৬৩টি।
36.দেশে বর্তমানে তফসিলি ব্যাংক কয়টি?
উত্তর: ৫7টি।

Monday, August 5, 2019

Cv writing format

যে কোনো ধরনের CV with cover Letter লেখার নিয়মঃ

( যে তারিখে লিখছ)

( যার কাছে লিখছ )

( যে প্রতিষ্ঠানের কাছে লিখছ)

( ঠিকানা )

Subject: Application for the post of (পদের নাম)

Sir,

In response to your advertisement published in The Daily Star on 5 January ,for the post of an English teacher  . I want to offer myself as a candidate for the post. My detail CV is inclosed herewith for your kind consideration.

Curriculum Vitae Of Md. (যে লিখছে তার নাম)

32/4 Tajmohol Road,

Muhammadpur,Dhaka

Father’s Name :

Mother’s Name :

Permanent Address : 32/4 Tajmohol Road,

Muhammadpur,Dhaka

Present Address :32/4 Tajmohol Road,

Muhammadpur,Dhaka

Nationality : Bangladeshi

Date Of Birth :

Religion :

Gender :

Marital Status : Unmarried

Mobile Number : 

Experience : I have been working it for two years.

Educational Qualification:

Name of the Exam Division/Class Board/University Passing Year
S.S.C A(4.50) Jessore Board 1995
H.S.C A+(5.00) Jessore Board 1997
B.A ( Hons) 2nd Class National University 2001
M.A ( English ) 2nd Class National University 2002

Skills : Good at spoken and written English.

Computer skill : Skilled in MS office And Graphic Designing.

Reference :(i) Md. Robiul Islam (ii) Md. Shahin Islam.

Sincerely Yours

তোমার নাম

Attachment:

(i) Attached photocopies of all academic certificates

(ii) Attached passport size photographs.

Suffix prefix short cut method

ইংলিশ শব্দের suffix (প্রত্যয়) বা prefix (উপসর্গ) দেখে Parts of speech ও antonym চেনার সহজ কয়েকটি উপায় ও মনে রাখার শর্টকাট টেকনিকঃ

1) যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood, dom, tion, sion, ance, age, ment, th, ইত্যাদি suffix বা প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়।

অর্থাৎ যেসব Word এর শেষে tion,ce,ty,age … dom,cy,ry,gy. ment,ness,ism,ist ! ex,hood,cm,th. এছাড়া Verb+al,er,ing থাকলে সেই Word টি NOUN হবে।
# মনে_রাখার_টেকনিকঃ শুন(tion) ছি(sy) তাই(ty) আগে(aga) দম(doom) ছাই(cy) রাই(ry) যাই(gy)। মেন্ট(ment) নেস ইজম ইষ্ট এক্স হুড সিএম টিস(th)।

যেমনঃ
☆ ― tion : action
☆ ― sion: confusion
☆ ― er : driver
☆ ― or : actor
☆ ― dom: freedom
☆ ― hood: childhood
☆ ― ness: kindness
☆ ― th: growth
☆ ― let: booklet

☆ ― ock : bullock
☆ ― ment : management
☆ ― age : marriage
☆ ― ance : innocence
☆ ― cy : accuracy
☆ ― tude : servitude
☆ ― ice : service
☆ ― ure : pleasure
☆ ― y : victory
☆ ― ry : dispensary


2) শব্দের শেষে able, ous, ant, ent, le, al, ful, er, est, ive, ইত্যাদি থাকলে উহা Adjective হয়।শব্দের পূর্বে more/most/less/least থাকলে,উহা Adjective হয়।
অর্থাৎ যদি কোন word এর শেষঅংশে ble,ful,ous,less ic,al,ant,ent tive,sive. ইত্যাদি suffix থাকে তবে সাধারণত [ADJECTIVE] হয়।

# ছন্দঃ- বল,ফুল,আওস,লেছ, ইক,আল,অ্যান্ট,য়েন্ট, টিভ,সিভ।
যেমনঃ ble(বল)=favourable, ful(ফুল)=powerful, ous(আওস)=continuous,(লেছ) less=aimless,(ইক) ic=economic,(আল) al=conditional,(টিভ) tive=Communicative, (সিভ) sive=Possessive.
☆ ― al : national
☆ ― ic, ical : historic , historical
☆ ―ish: Turkish

☆ ―istic: fantastic , optimistic
☆ ―ive : active , attentive
☆ ―ian, an : Indian , American
☆ ―ary : necessary, documentary
☆ ―ed : learned , talented
☆ ―ate : Fortunate , talented

☆ ―able : drinkable , movable
☆ ―ible : sensible , edible
☆ ―ful : beautiful, hopeful
☆ ―less : fearless, helpless
☆ ―ly : friendly, manly, heavenly
☆ ―y : healthy, wealthy ,


যেমনঃ Beautiful, Best, Important, ইত্যাদি। His friend will not do illegal matter.

3) Adjective এর শেষে ly যোগ করে সাধারণত Adverb হয়। আবার ly বাদ দিলে উহা Adjective হয়।
যেমনঃ slow → slowly, slowly → slow. Example: He did not it slowly.

4) শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি থাকলে উহা verb হয়।যেমনঃ build, beautify, made ইত্যাদি।

5) শব্দের প্রথমে de, dis, il, im, in, ir, un, miss,ইত্যাদি Prefix বা উপসর্গ থাকলে উহা বাদ দিলে বিপরীত অর্থবোধক বা antonym হয়।

যেমনঃDecontaminate(দূষণ হতে মুক্ত করা) Contaminate(দূষণ করা) Disconnect (পৃথক করা) Connect(পৃথক) Immortal (অমরনশিল) Mortal(মরণশীল)

6) যে সকল verb এর আগে be, en, em, im, ইত্যাদি prefix বা উপসর্গ থাকে তখন উহা বাদ দিলে noun/adjective হয়।
যেমনঃBeflower (ফুল দ্বারা আচ্ছাদিত করা) Flower (ফুল) Enable ( সামর্থ্য হওয়া ) Able ( সামর্থ্য)


7) যে সকল verb এর পরে en, ify, ize, ইত্যাদি suffix বা প্রত্যয় যোগ থাকে উহা বাদ দিলে noun/adjective হয়।
যেমনঃ broaden (প্রশস্থ করা) broad( প্রশস্থ) signify(চিহ্নিত করা) sing(চিহ্ন)

8) verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘or’ suffix যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃ calculate (গণনা করা ) calculator (যে গণনা করে )

9) verb এর শেষে de থাকলে de বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃconclude(সমাপ্ত করা ) conclusion(সমাপ্ত)

10) verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ier, suffix যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃcarry (বহন করা) carrier (বহনকারী)

11) verb এর শেষে se থাকল e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়।

যেমনঃTelevise(টেলিভিশনে প্রচার করা) Television (দূরদর্শন )

12) verb এর শেষে rt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃDivert (চিত্ত-বিনোদন করা) Diversion (চিত্তবিনোদন)


13) verb এর শেষে nt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃAscent(আরোহণ করা) Ascension(আরোহণ)

14) verb এর শেষে it থাকলে t বাদ দিয়ে ‘ssion’ suffix যোগ করে noun গঠন করা হয়।
যেমনঃAdmit(ভর্তি করা) Admission(ভর্তি)


15) verb এর শেষে ate থাকলে e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃAccelerate(অধিকতর দ্রুত চলা) Acceleration(বেগ বিদ্ধি)

16) verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃmeasure(পরিমাপ করা) measurable (যাহা পরিমাপ করা যায় এমন)

17) verb এর শেষে ate থাকলে ate বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃAppreciate(প্রশংসা করা) Appreciation(প্রশংসনীয়)


18) verb এর শেষে fy থাকলে y বাদ দিয়ে ‘iable’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃClassify (শ্রেণী বিভাগ করা) Classifiable(শ্রেণী বিভাগের যোগ্য)

19) 20 . verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ‘ied’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃstratify(স্তরে স্তরেগথিত হওয়া) stratified(স্তরিভুত)


20) Verb এর শেষে ge, se, de, থাকলে ge, se, de বাদ দিয়ে ‘sive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃDiffuse(ছাড়াইয়া দেওয়া) Diffusive(ব্যাপক)

21) verb এর শেষে duce থাকলে e বাদ দিয়ে ‘tive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃproduce (উৎপাদন করা) productive(উৎপাদন)


22) কিছু শব্দের suffix বা প্রত্যয় বাদ দিলে তার পার্ট অফ স্পিচ ও পরিবর্তন হয়ে যায় তেমনি কিছু নিয়মঃ
a) শব্দের শেষে ce/cy বাদ দিয়ে t/te যোগ করলে Adjective হয়। যেমনঃ Importance →Important.