"বেশ্যা" কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম এর নামে প্রচার হলেও কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম এর লেখা নয়। বিষয় টি আমাদের নজরে আসলে আমরা গুগল সার্চের মাধ্যমে জানতে পারি কবিতাটি বেশ্যা কবিতাটি " সাজ্জাদুল ইসলাম " নামে এক ব্যাক্তির লেখা। বেশ্যা কবিতাটি [ আত্মদর্শনে সূফীবাদ→Master of Sufism ] পেজের মাধ্যমেও একাধিকবার কবি কাজী নজরুল ইসলাম এর নামে প্রচার করা হয়েছে। কিন্তু সেটা আমরা Social Media অন্যান্য Website থেকে সংগ্রহ করে প্রচার করা হয়েছিল।তাই আমরা পেজের সকল ফলোয়ারদের কাছে ক্ষমা প্রার্থী। "বেশ্যা" সাজ্জাদুল ইসলাম সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস? দাফন কাফন হবে না এখন সবে করে ফোস ফোস। বেশ্যা তো ছিল খাস মাল,তোদের রাতের রানী দিনের বেলায় ভুরু কোচ কাও? মরিলে দেওনা পানি! "সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা, মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা। "রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিননা তাহারে? তাকাও নাকো লাজে! "চিনি চিনি ভাই ...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .