Sunday, September 30, 2018

Pattern 001

ইংরেজির গুরুত্বপূর্ণ প্যাটার্ন ও প্যাটার্ণ দিয়ে বাক্য তৈরি
(y) Pattern-1
✪ I must be – আমি অবশ্যই হবো
✪ You have to be – তোমাকে হতে হবে
✪ You can be – তুমি হতে পারো
✪ You could be – তুমি হতে পারতে
✪ I may be – আমি হতেও পারি
✪ I had to be – আমি হতে পারতাম
✪ You need to be – তোমার হওয়া দরকার
✪ I have the right to be – আমার হওয়ার অধিকার আছে
প্যাটার্ন দিয়ে বাক্য তৈরীঃ
✪ I must be careful
আমি অবশ্যই যত্নবান হব।
✪ You can be an ideal doctor
তুমি একজন আদর্শ ডাক্তার হতে পারো
✪ You could be fluent in English
তুমি ইংরেজিতে বাকপটু হতে পারতে
✪ I may be an Entrepreneur
আমি একজন উদ্যোক্তা হতেও পারি
✪ You have to be optimistic
তোমাকে আশাবাদী হতে হবে
✪ I had to be a Bcs cadre
আমি একজন বিসিএস ক্যাডার হতে পারতাম
✪ You need to be conscious about career
তোমার ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়া দরকার
✪ I have the right to be a social worker
আমার একজন সমাজকর্মী হওয়ার অধিকার আছে

Two friends conversation

দুই বন্ধুর ইংরেজি কথোকথন
☑ Rony- হাই টিপু, আজ কি পরিকল্পনা করছো?
Hi Tipu, what are you planning to do today?
☑ Tipu- আমি এখনো করিনি - I’m not sure yet.
☑ Rony- আমার সাথে তুমি রাতের খাবার খাবে?
Would you like to have dinner with me?
☑ Tipu- হ্যাঁ, কখন? - Yes, When?
☑ Rony - রাত নয়টায়, ঠিক আছে? - It’s 9 pm, ok?
☑ Tipu- ও আমি তখন ব্যস্ত, আমরা সামান্য পরে দেখা করতে পারি ।
Oh! I’m busty then, can we meet a little later?
☑ Rony- ঠিক আছে, রাত ১০ টায় কেমন হয়?
Ok, how about 10pm.
☑ Tipu- ঠিক আছে, কোথায়?- Ok, where?
☑ Rony- মিড নাইট রেষ্টুরেন্টে কেমন হয়?
How about midnight restaurant?
☑ Tipu- ঠিক আছে, আমি সেখানে তোমার সাথে দেখা করব ।
Ok, I’ll meet you there.
☑ Rony- ধন্যবাদ - Thanks.
☑ Tipu- স্বাগতম -Welcome.

70 speaking rules(1~20)

Spoken Rule-1

Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা
প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে
Structure: Subject + feel like + Verb (ing) + Extension.

Example
✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে।
✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে।
✪ I don’t feel like eating – আমার খেতে ইচ্ছা করছে না।
✪ Do you feel like eating? – তোমার কি খেতে ইচ্ছা করছে?
✪ I don’t feel like going – আমার যেতে ইচ্ছা করছে না।
✪ Do you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে?
✪ Don’t you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে না?
✪ I feel like having coffee – আমার কফি খেতে ইচ্ছা করছে।
✪ I feel like getting wet in the rain – আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে।
✪ Do you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে?
✪ Don’t you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না?

Spoken Rule- 2

How about – কেমন হয়?
Structure: How about + verb (ing) + extension.

Example:
✪ কম্পিউটার শিখলে কেমন হয়?
How about learning computer?

✪ এখন কফি খেলে কেমন হয়?
How about having coffee now?

✪ আজ ঘুরতে গেলে কেমন হয়?
How about roaming around today?

✪ আজ বিরিয়ানী রান্না করলে কেমন হয়?
How about cooking biryani today?

✪ অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়?
How about doing freelancing online?

Spoken Rule- 3

As well as – সেইসাথে/এটাও ওটাও
বাংলা বাক্যে দ্বারা “সেইসাথে/এটাও ওটাও” বুঝাতে চাইলে As well as ব্যবহার হয়।
Structure: Subject + verb + as well as + Extension.

Example:
✪ মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও
The girl is beautiful as well as intelligent

✪ সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে
He can speak in English as well as hindi.

✪ সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও
He is a good teacher as well as good writer.

✪ সে সুন্দরী মেয়েও চায় যৌতুকও চায়
He wants beautiful girl as well as dowry.

Spoken Rule-4

How come  (কি কারনে/কিভাবে…..?)
Structure: How come + (subject + verb)

Example:
✪ How come you are so upset? – কি কারনে তুমি এতটা হতাশ ?

✪ How come you made a great mistake? – কিভাবে তুমি এতবড় ভুলটি করলে ?

✪ How come you cannot make a decision? – কি কারনে তুমি কোন সিদ্ধান্তে আসতে পারো না ?

✪ How come you prepare yourself for the BCS? – কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে ?

✪ How come your company made a huge profit? – কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল ?

Spoken Rule-5
Yet to – এখনো কিছু করিনি/করেনি।
বাক্যে “এখনো কিছু করিনি/করেনি” কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে Yet to ব্যবহার হয়।
Structure (গঠন) : Subject + am, is, are + yet to + verb (base form) + Ext.

Example:
✪ আমি এখনো কাজটি করিনি
I am yet to do the work

✪ আমি এখনো বিয়ে করিনি
I am yet to marry.

✪ আমি এখনো নামাজ পড়িনি
I am yet to say prayer

✪ আমি এখনো তাকে টাকা দেইনি
I am yet to give him money

✪ আমি এখনো বাড়ি ক্রয় করিনি
I am yet to buy the house

Spoken Rule-6

Having এর ব্যবহার
কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে অথবা বাক্যের মধ্যে “ইয়া/ইয়ে” উচ্চারিত হলে Having ব্যবহার হয়।
Structure-1: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.
Structure-2: Having+ verb (past participle)+ Ext.

Example:
✪ আমার ঘুমের সমস্যা হচ্ছে
I am having problem with sleep

✪ আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে
I am having problem with my laptop

✪ আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike

✪ আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে
I’m having trouble verifying my account with mobile.

✪ কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব
Having learnt Computer I will go to America

✪ এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনব
Having got salary in this month I will buy a mobile

Spoken Rule-7

Likely to= সম্ভাবনা
বাংলা বাক্যের শেষে “সম্ভাবনা” আছে/ছিল থাকলে likely to ব্যবহার হয়।
Structure: Sub+ am/is/are/was/were+ likely to + verb1+ Ext.

Example:
✪ হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে – Hafiz is likely to get A+.
✪ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে – It is likely to rain today.
✪ আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে – I am likely to get the work.
✪ তার স্কলারশীপ পাওয়ার সম্ভাবনা আছে – He is likely to get scholarship.
✪ ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল – Firoz was likely to go Rangamati.
✪ তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল – You were likely to get the job.

Spoken Rule-8

I wish I could (আমি যদি….পারতাম)
Structure: I wish I could + Verb (base form)+ Ext.

Example:
✪ আমি যদি পাখির মত উড়তে পারতাম !
I wish I could fly like a bird!

✪ আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম !
I wish I could work for my country!

✪ আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম !
I wish I could travel around the world.

✪ আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম !
I wish I could maintain a good health!

✪ আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম!
I wish I could be the president of the country!

Spoken Rule-9

Used to (করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে)
Structure: Subject + Used to + Verb (base form) + Ext.

Example
✪ I used to develop websites
আমি ওয়েবসাইট তৈরী করতাম।

✪ I used to live in Canada
আমি কানাডায় বাস করতাম।

✪ I used to go to the park
আমি পার্কে যেতাম।

✪ I used to recite the Holy Quran
আমি পবিত্র কোরআন তেলওয়াত করতাম।

Spoken Rule-10

Let alone = তো দুরের কথা

প্রয়োগক্ষেত্র : কাওকে তাচ্ছিল্ল করে বা অন্য যে বাক্যে “তো দুরের কথা” থাকলে Let alone ব্যবহার হয়

Structure: Subject + verb + easy task + let alone + hard task

Example

✪ তুমি বাঘতো দুরের কথা একটি বিড়ালও মারতে পারবে না
You will not be able to kill a cat let alone tiger

✪ সে লেখাতো দুরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না।
He cannot speak English let alone write

✪ আমি মোটরসাইকেল তো দুরের কথা সাইকেলও চালাতে পারিনা
I can’t drive Cycle let alone a Motorcycle

✪ সে পরীক্ষায় প্রথম হওয়া তো দুরের কথা পাশই করতে পারবে না
He will not be able to pass the exam let alone stood first.

Spoken Rule-11

Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক……)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb (any form) + Ext.

Example:

✪ লেগে থাক, তুমি জিতবে
Keep staying, you will win

✪ হাসতে থাকো তুমি সুখী হবে
Keep smiling, you’ll be happy.

✪ তুমি যেতে থাকো, আমি পরে আসবো – Keep going, I’ll come later on.

✪ নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে
Keep praying, you’ll get solution of all problems.

✪ চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে
Keep trying you will achieve your aim.

✪ অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে
keep practicing you’ll speak English fluently

Spoken Rule-12

About to……..

(প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে হয়নি)
Structure: sub+ auxiliary verb+ about to+ verb (base form)+ Ext.

Example:

✪ আমি প্রায় মরে গিয়েছিলাম
I was about to die

✪ আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম।
I was about to fall asleep.

✪ আমি প্রায় পৌছে গিয়েছিলাম
I was about to reach

✪ চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম।
I was about to catch the thief.

✪ আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম
I was about to call you

✪ আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম।
I was about to get the job.

Spoken Rule-13

Spoken rule: What if

What if = (কি হতো যদি…..)
Structure: What if + (subject + verb)
Example:

✪ What if I miss the bus? = কি হতো যদি  আমি বাসটি মিস করতাম?
✪ What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?
✪ What if I didn’t understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
✪ What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়?

✪ What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?

Spoken Rule- 14

It’s high time- ইহাই উপযুক্ত  সময়.
Structure : It’s high time to + verb+ extension

✪ এটাই প্রস্তুতি গ্রহণ উপযুক্ত সময়|
It is high time to take preparation
✪ এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়।
it’s high time to solve this problem.
✪ ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়।
It’s high time to learn English.
✪ তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
It’s high time to build your carrier.
✪ ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার।
it’s high time to put away our bad habits.

Spoken Rule- 15

Having a hard time – কঠিন মনে হওয়া।
Structure: Sub + having a hard time + (verb+ing) + Extention.

Example:

✪ I’m having a hard time spending with you- তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time explaining the issue- তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time finding the right answer- সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে।

Spoken Rule-16

I’m dying to + (verb)

Example:

✪ I am dying to have your love = তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।

✪ I’m dying to express my feelings = আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।

✪ I’m dying to take a cup of coffee = এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।

✪ I’m dying to search for a new job = একটি নতুন চাকুরি খুঁজে পেতে  আমি মরিয়া হয়ে উঠেছি।

Spoken Rule-17

Supposed to…..(হওয়ার কথা…. করার কথা)
Structure: Sub + am, is, are, was, were + supposed to+ verb1+ ext.

Example:
✪ আমার তার সঙ্গে দেখা করার কথা।
I’m supposed to meet him.
✪ আমার বাড়ির কাজ করার কথা।
I am supposed to do homework.
✪ তোমার আমাকে ফোন করার কথা ছিল ।
You were supposed to call me over the phone.
✪ এখানে এটা থাকার কথা নয়।
It’s not supposed to be here.
✪ আমার কিছু পান করার কথা না।
I’m not supposed to drink anything.
✪ আমাদের কি করার কথা?
What are we supposed to do?

Spoken rule-18

Able to (কিছু করতে সমর্থ হওয়া/না হওয়া)

Structure: Sub + able to + verb (base form)+ ext.

✪ আমি করতে পারবো – I will be able to do
✪ আমি আসতে পারবো – I will be able to come
✪ আমি যেতে পারবো – I will be able to go
✪ আমি আসতে পারবো না – I won’t be able to come
✪ আমি যেতে পারবো না – I won’t be able to go
✪ আমি কাজটি করতে পারবো – I will be able to do the work
✪ আমি কাজটি করতে পারবো না – I won’t be able to do the work
✪ তুমি কি করতে পারবে? – will you be able to do?
✪ তুমি কি করতে পারবে না? – Won’t you be able to do?

Spoken rule-19

(am to….is to ) করতে হয়…….যেতে হয়……..
Structure: Sub + am to + verb (base form)

✪ আমাকে করতে হয়- I am to do.
✪ আমাকে যেতে হয়- I am to go.
✪ তাকে করতে হয়- He is to do.
✪ জনিকে করতে হয়- Jony is to do.
✪ আমাকে কাজটি করতে হয় – I am to do the work.
✪ আমাকে বাসে যেতে হয়- I am to go by bus.
✪ ছেলেটিকে আমার সাহায্য করতে হয়- I am to help the boy.

Spoken Rule-20

Had better (বড়ং…..)

Structure: Sub + had better + verb (base form)+ Ext.

✪ তুমি বড়ং আগামীকাল যেও
You had better go tomorrow

✪ আমরা বড়ং হাটতে বেরোই
We had better go for walk.
✪ টিপুর বড়ং খেলতে যাওয়া উচিত
Tipu had better go for play
✪ রফিকের বড়ং কাজটি করা উচিত
Rafiq had better to the work
✪ তোমার বড়ং উকিলের সাথে পরামর্শ করা উচিত
You had better consult a lawyer.

Like vs as

Like Vs As কখন কোথায় ব্যবহার করবেন…..
Example:
Like
✪ He speaks like a Scholar = তিনি একজন পন্ডিতের মত কখা বলেন।
✪ You look like your brother = তুমি দেখতে ঠিক যেন তোমার ভাই এর মত।
✪ She looks like her mother= সে ঠিক যেন তার মায়ের মত দেখতে।
✪ He acts like a pious= সে একজন ধার্মিকের মত আচরন করে।
✪ It seems like a dream to me = এটাকে আমার কাছে একটা সপ্নের মত মনে হয়।
AS
✪ I am working here as a SEO expert = আমি এখানে একজন এস.ই.ও বশিষেজ্ঞ হিসেবে কাজ করছি।
✪ Please don’t use my mug as a pen holder = দয়া করে আমার মগটিকে কলমদানি হিসেবে ব্যবহার করনা ।
✪ He has come here as a scintist = তিনি এখানে একজন বিজ্ঞানি হিসেবে এসেছেন ।
✪ Nobody smiles as she does = তার মত সুন্দর করে কেউ হাঁসে না।
✪ As i said before, you have to be more carefule = যেমনটা আমি বলেছিলাম, তোমাকে আরো সতর্ক হতে হবে ।

Will you be..

Will you be my…………
✪ Will you be my friend?- তুমি কী আমার বন্ধু হবে?
✪ Will you be my best friend?- তুমি কী আমার ভাল বন্ধু হবে?
✪ Will you be my teacher?- তুমি কী আমার শিক্ষক হবে?
✪ Will you be my fb friend? - তুমি কী আমার ফেসবুক ফ্রেন্ড হবে?
✪ Will you be mine? - তুমি কী আমার হবে?
✪ Will you be my life partner?- তুমি কী আমার জীবনসঙ্গী হবে?
✪ Will you be my daughter-in-law?- তুমি কী আমার পুত্রবধু হবে?
✪ Will you be my son-in-law?- তুমি কী আমার জামাতা হবে?
✪ Will you be my dearest person? - তুমি কী আমার প্রিয়তম মানুষ হবে?
✪ Will you be my assistant? - তুমি কি আমার সহযোগী হবে?
✪ Will you be my coach? - তুমি কি আমার প্রশিক্ষক হবে?
✪ Will you be my business partner? - তুমি কী আমার ব্যবসায়িক অংশীদার হবে?

Wh question making

Wh questions ও wh question দিয়ে বাক্য গঠন
✪ What – কি? (y) What are you doing? - তুমি কি করছো?
✪ Why- কেন? (y) Why are you doing? - তুমি কেন করছো?
✪ Whom – কাকে? (y) Whom did you see? - তুমি কাকে দেখেছিলে?
✪ When – কখন? (y) When will you do? - তুমি কখন করবে?
✪ Where – কোথায়? (y) Where have you done? - তুমি কোথায় করেছো?
✪ Which – কোনটি? (y) Which is your mobile?- তোমার মোবাইল কোনটি?
✪ How – কিভাবে? (y) How have you done? - তুমি কিভাবে করেছো?
✪ How long – কতক্ষণ? (y) How long will it take? - কতক্ষণ লাগবে?
✪ How far – কত দূর? (y) How far is your office? - তোমার অফিস কত দূরে?
✪ How often – কত সময় পর? (y) How often will you do? - তুমি কতবার করবে?
✪ How about-কেমন হয়? (y) How about learning computer? কম্পিউটার শিখলে কেমন হয়?
✪ How else – আর কিভাবে? (y) How else will you do? - আর কিভাবে করবে?
✪ How come-কিভাবে? (y) How come you made a great mistake? - কিভাবে তুমি এতবড় ভুলটি করলে ?
✪ What else – আর কি? (y) What else do you want - তুমি আর কি চাও?
✪ What kind of – কি ধরনের? (y) What kind of man is he? তিনি কি ধরনের মানুষ?
✪ What type of- কি ধরনের? (y) What type of software do you use?আপনি কি ধরনের সফটওয়্যার ব্যবহার করেন?
✪ What about you? - তোমার কি খবর?

Speaking 009

How long…………
✪ How long are you talking?
তুমি কতক্ষণ ধরে কথা বলতেছো?
✪ How long are you thinking?
তুমি কতক্ষণ ধরে চিন্তা করতেছো?
✪ How long are you writing?
তুমি কতক্ষণ ধরে লিখতেছো?
✪ How long are you waiting?
তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো?
✪ How long are you reading?
তুমি কতক্ষণ ধরে পরতেছো?
✪ How long have you been there?
তুমি সেখানে কতোক্ষন ছিলে?
✪ How long are you watching TV?
তুমি কতক্ষণ ধরে টিভি দেখতেছো?
✪ How long are you playing?
তুমি কতক্ষণ ধরে খেলতেছো?
✪ How long are you doing this?
তুমি কতক্ষণ ধরে এটা করতেছো?
✪ How long are you listening song?
তুমি কতক্ষণ ধরে গান শুনতেছো?
✪ How long are you working?
তুমি কতক্ষণ ধরে কাজ করতেছো?
✪ How long are you calling him?
তুমি কতক্ষণ ধরে তাকে ডাকতেছো?
✪ How long are you trying?
তুমি কতক্ষণ ধরে চেষ্টা করতেছো?
✪ How long are you standing here?
তুমি কতক্ষণ ধরে এখানে দাড়িয়ে আছো?
✪ How long are you chatting?
তুমি কতক্ষণ ধরে চ্যাটিং করতেছো?

Speaking 008

Can I have.....আমি কি......পেতে পারি/জানতে পারি?
✪ Can I have your mobile?- আমি কি তোমার মোবাইল পেতে পারি?
✪ Can I have your address? - আমি কি তোমার ঠিকানা পেতে পারি?
✪ Can I have your name? - আমি কি তোমার নাম জানতে পারি?
✪ Can I have your number? - আমি কি আপনার নাম্বার পেতে পারি?
✪ Can I have a cup of tea? – আমি কি এক কাপ চা পেতে পারি?
✪ Can I have a dress?- আমি কি একটা জামা পেতে পারি?
✪ Can I have the bag? - আমি কি ব্যাগটি পেতে পারি?
✪ Can I have this?- আমি কি এটা পেতে পারি?
✪ Can I have money? - আমি কি টাকা পেতে পারি?
✪ Can I have your book?- আমি কি তোমার বইটি পেতে পারি?
✪ Can I have some fruits?- আমি কি কিছু ফল পেতে পারি?
✪ Can I have your jacket- আমি কি তোমার জ্যাকেট পেতে পারি?

Speaking 007

I'm calling to + (verb)
✪ I'm calling to give you thanks = আমি ফোন করেছি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য।
✪ I'm calling to tell you about my life story = আমি ফোন করেছি তোমাকে আমার জীবনের গল্প শোনানোর জন্য।
✪ I'm calling to accept your invitation = আমি ফোন করেছি তোমার আমন্ত্রণ গ্রহন করবার জন্য।
✪ I'm calling to answer your question = আমি ফোন করেছি তোমার প্রশ্নের উত্তর দেবার জন্য।
✪ I'm calling to offer you a New job = আমি ফোন করেছি তোমাকে একটি নতুন চাকুরির প্রস্তার দেবার জন্য।
✪ I'm calling to inform you about today’s weather condition = আমি তোমাকে আজকের আবহাওয়ার পরিস্থিতি জানানোর জন্য ফোন করেছি।
✪ I'm calling to support your decision = আমি ফোন করেছি তোমার সিদ্ধান্ত কে সমর্থন জানানোর জন্য।
✪ I'm calling to confess my fault = আমি ফোন করেছি আমার ভুল স্বীকার করার জন্য।
✪ I'm calling to tell you about myself = আমি ফোন করেছি তোমাকে নিজের সম্পর্কে জানানোর জন্য।
✪ I'm calling to tell you about my duties = আমি তোমাকে ফোন করেছি আমার কর্তব্যসমুহ জানানোর জন্য।

Speaking 006

গুরুত্বপূর্ণ Idioms and phrases
ইংরেজিতে স্মার্টটি কথা বলতে বা লিখতে Idioms এর ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। Idioms না জানলে সঠিক ইংরেজিকে ভুল মনে করব। যেমনঃ কেও আপনার শুভ কামনা করে ইংরেজিতে বলতে পারে, Good luck (শুভ কামনা), কিন্তু সে আরো স্মার্টলি বলার জন্য এখানে Idioms ব্যবহার করতে পারে। যেমনঃ Break a leg যার অর্থ “তোমার জন্য শুভ কামনা” আপনি না জানলে তো ভাববেন, খাইছে- আমার পা ভেঙ্গে ফেলবে? সো, বেশ কিছু গুরুত্বপূর্ণ Idioms শেয়ার করলাম। ভাল লাগলে লাইক/শেয়ার করুন
✪ At once- সঙ্গে সঙ্গে
✪ Hush money – ঘুষ
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ In cold blood – ঠান্ডা মাথায়
✪ in full swing – পুরোদমে
✪ Eye to eye- একমত
✪ Come round- আরোগ্য লাভ
✪ Maiden speech – প্রথম বক্তৃতা
✪ Heart and soul – সর্বান্তঃকরণে
✪ irony of fate – ভাগ্যের পরিহাস
✪ Weal and woe – সুখ-দুঃখ
✪ Break one’s heart- মনভাঙ্গা
✪ A square meal- ভরপেট আহার
✪ Keep an eye on- চোখ রাখা
✪ Let alone- দূরের কথা
✪ Odds and ends- টুকি টাকি
✪ On behalf of- পক্ষে
✪ Pick one’s pocket- পকেট মারা
✪ Cannot but- না করে পারা যায় না
✪ First and foremost- সবচেয়ে গুরুত্বপূর্ণ

Speaking 005

গুরুত্বপূর্ণ Idioms and phrases
ইংরেজিতে স্মার্টটি কথা বলতে বা লিখতে Idioms এর ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। Idioms না জানলে সঠিক ইংরেজিকে ভুল মনে করব। যেমনঃ কেও আপনার শুভ কামনা করে ইংরেজিতে বলতে পারে, Good luck (শুভ কামনা), কিন্তু সে আরো স্মার্টলি বলার জন্য এখানে Idioms ব্যবহার করতে পারে। যেমনঃ Break a leg যার অর্থ “তোমার জন্য শুভ কামনা” আপনি না জানলে তো ভাববেন, খাইছে- আমার পা ভেঙ্গে ফেলবে? সো, বেশ কিছু গুরুত্বপূর্ণ Idioms শেয়ার করলাম। ভাল লাগলে লাইক/শেয়ার করুন
✪ At once- সঙ্গে সঙ্গে
✪ Hush money – ঘুষ
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ In cold blood – ঠান্ডা মাথায়
✪ in full swing – পুরোদমে
✪ Eye to eye- একমত
✪ Come round- আরোগ্য লাভ
✪ Maiden speech – প্রথম বক্তৃতা
✪ Heart and soul – সর্বান্তঃকরণে
✪ irony of fate – ভাগ্যের পরিহাস
✪ Weal and woe – সুখ-দুঃখ
✪ Break one’s heart- মনভাঙ্গা
✪ A square meal- ভরপেট আহার
✪ Keep an eye on- চোখ রাখা
✪ Let alone- দূরের কথা
✪ Odds and ends- টুকি টাকি
✪ On behalf of- পক্ষে
✪ Pick one’s pocket- পকেট মারা
✪ Cannot but- না করে পারা যায় না
✪ First and foremost- সবচেয়ে গুরুত্বপূর্ণ

Speaking 004

গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ……………..
✪ Can – পারা
✪ could - পারতাম
✪ Must - অবশ্যই
✪ being - কিছু হয়ে
✪ Need to - প্রয়োজন
✪ Should/ought to – উচিৎ
✪ Should have – উচিৎ ছিলো
✪ May – পারা (সম্ভাবনা অর্থে)
✪ Might – পারতাম (সম্ভাবনা অর্থে)
✪ There is/are - আছে
✪ There was/were - ছিলো
✪ There will be - হবে
✪ There will have – থাকবে
✪ There can be – থাকতে পারে
✪ There could be – থাকতে পারতো
✪ Have/has to – করতেই হবে
✪ Had to – করতে হয়েছিলো
✪ Am to/is to/are to – হয়/কথা
✪ Am/is/are supposed to - হয়/কথা
✪ Had better – বরং উচিৎ
✪ able to – সক্ষম হওয়া
✪ Will be able to – সক্ষম হবো
✪ Have been able to – সক্ষম হয়েছি
✪ Used to – অতীত অভ্যস্ত বুঝাতে
✪ Would like to - চাওয়া
>> লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

speaking 003

✪ There is/are - আছে
✪ There was/were - ছিলো
✪ There will be - হবে
✪ There will have - থাকবে
✪ There can be - থাকতে পারে
✪ There could be - থাকতে পারতো
✪ There may be - হতে পারে
✪ There must be - নিশ্চয়ই হবে
✪ There may not be - থাকতে নাও পারে
✪ There must have been - নিশ্চয়ই ছিলো
✪ There should be - থাকা উচিত
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There should not be - থাকা উচিত না
✪ There should have been - থাকা উচিত ছিলো
✪ There could have been - থাকতে পারবে
✪ There seems to be - আছে বলে মনে হয়
✪ There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে
✪ There are deer in this jungle- এই বনে হরিণ আছে
✪ There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
✪ There may be crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
✪ There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
✪ There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত

চাকরিতে কিছু অদ্ভুত প্রশ্ন

😬😬চাকরির ইন্টারভিউ বোর্ডের অদ্ভুত কিছু প্রশ্ন এবং তার উত্তর👎👎
➡➡আসলে এই ধরণের প্রশ্ন গুলো করা হয় পরীক্ষার্থীর IQ টেস্ট করার জন্য।
👉১। প্রশ্নঃ কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায় ?
উত্তরঃ ফেব্রুয়ারি মাস। কারণ এই মাসের দিন সবচেয়ে কম, তাই স্বাভাবিক ভাবেই এইমাসে একজন মানুষ কম ঘুমায়।
👉২। প্রশ্নঃ চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেনো ?
উত্তরঃ খুবই সহজ, কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি।
👉৩। প্রশ্নঃ পাশাপাশি তিনটি ঘর আছে, তার মধ্যে একটি ঘরে তোমায় ঢুকতে হবে। প্রথম ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল হিংস্র ডাকাত, আর তৃতীয় ঘরে আছে পাঁচটা সিংহ, যারা তিন বছর ধরে কিছুই খায়নি। তাহলে এবার বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ ?
উত্তরঃ খুবই সোজা। আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ। কারণ তিন বছর না খেয়ে সিংহগুলো নিশ্চয়ই আর বেঁচে নেই।
👉৪। প্রশ্নঃ এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি ছিল ?
উত্তরঃ এভারেস্টই হবে, শুধু তখন আবিষ্কার হয়নি।
👉৫। প্রশ্নঃ এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি, কিন্তু খাওয়া হয় না ?
উত্তরঃ খাওয়ার প্লেট ।
👉৭। একটি মুরগীর ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলা হলো কিন্তু ভাংলো না কেন?
উত্তরঃ কংক্রিটের মেঝ এতটাই মজবুত যে, সামান্য ডিমের আঘাতে ভাংবে না।

Speaking 002

How long are you waiting? - তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছো?
✪ How long are you reading? - তুমি কতক্ষণ ধরে পড়তেছো?
✪ How long are you walking? - তুমি কতক্ষণ ধরে হাটতেছো?
✪ How long is he sleeping? - সে কত সময় ঘুমাচ্ছে?
✪ How long does it take? - এটা কতক্ষণ সময় নেয়?
✪ How long are they reading? - তারা কত সময় পড়তেছে?
✪ How long are you listening? - তুমি কতক্ষণ ধরে শুনতেছো?
✪ How long is he working? - সে কতক্ষণ ধরে কাজ করতেছে?
✪ How long are you playing? - তুমি কতক্ষণ ধরে খেলা করছো?
✪ How long are you doing this? - তুমি কতক্ষণ ধরে এটা করতেছো?
✪ How long are you carrying it? - তুমি কতক্ষণ ধরে এটা বহন করতেছো?
✪ How long are you feeling it? - তুমি কতক্ষণ ধরে এটা অনুভব করতেছো?>
>>>>>

Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক……)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb (any form) + Ext.
Example:
✪ হাসতে থাকো তুমি সুখী হবে - Keep smiling, you’ll be happy.
✪ লেগে থাক, তুমি জিতবে- Keep staying, you will win
✪ তুমি যেতে থাকো, আমি পরে আসবো - Keep going, I’ll come later on.
✪ নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে - Keep praying, you’ll get solution of all problems.
✪ চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে
Keep trying you will achieve your aim.
✪ অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে
keep practicing you'll speak English fluently
✪ কাজ করতে থাকো, টাকা আমি দেবো - Keep working, I’ll pay.
✪ অন্যায়ের বিরুদ্ধে উচ্চ স্বরে কথা বলতে থাকো - Keep raising your voice against injustice.
✪ ক্রিকেট খেলতে থাকো, তুমি জাতীয় দলে সুযোগ পাবে - Keep playing cricket, you may get chance to national team.
✪ পরিশ্রম করতে থাকো, তুমি সফল হবে - Keep working hard, you’ll be successful.
>>>>>
I am working on………..
✪ I am working on my laptop
আমি আমার ল্যাপটপে কাজ করছি
✪ I'm working on my website
আমি আমার ওয়েবসাইটে কাজ করছি
✪ I'm working on a project
আমি একটি প্রজেক্টে কাজ করছি
✪ I'm working on a research
আমি একটি গবেষনার উপর কাজ করছি
✪ I'm working on educating myself
আমি নিজেকে শিক্ষিত করার চেষ্টা করছি
✪ I'm working on learning programing.
আমি প্রোগ্রামিং শেখার জন্য কাজ করছি।
✪ I'm working on a thesis.
আমি একটি গবেষনামূলক প্রবন্ধের উপর কাজ করছি।
✪ I'm working on spreading my business.
আমি আমার ব্যবসা সম্প্রসারনের জন্য কাজ করছি।
>>>>
ইংরেজিতে কিভাবে আপনার মতামত প্রকাশ করবেন
✪ I'd suggest that – আমি পরামর্শ দেব যে।
✪ In my point of view– আমার দৃষ্টিকোণ থেকে
✪ From my point of view – আমার দেখা মতে।
✪ I'd like to point out that – আমি উল্লেখ করতে চাই যে।
✪ As far as I'm concerned – আমার মনে হচ্ছে যে।
✪ I believe that – আমি বিশ্বাস করি যে।
✪ I strongly believe that – আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে।
✪ In my experience – আমার অভিজ্ঞতায় বলে যে।
✪ Personally, I think – ব্যক্তিগতভাবে আমি মনে করি।
✪ What do you think? – তুমি কি মনে কর?
✪ What's your view? – তোমার দৃষ্টিভঙ্গি কি?
✪ How do you see the situation? – তুমি পরিস্থিতি কেমন দেখছো?
✪ What's your opinion? – তোমার মতামত কি?
✪ I'd say that – আমি বলব যে।
✪ What I mean is – আমি যেটা বোঝাতে চাচ্ছি যে।
✪ I'm sure that – আমি নিশ্চিত যে।
✪ I have no doubt that – আমার কোন সন্দেহ নেই যে।
✪ There's no doubt in my mind that – আমার মনে কোন সন্দেহ নেই যে।
¬¬

speaking rule 00

✪ I don't have time to + (verb)
I don't have time to explain. = আমার ব্যাখ্যা করার সময় নেই
I don't have time to think. = আমার চিন্তা করার সময় নেই।
I don't have time to eat. = আমার খাওয়ার সময় নেই।
I don't have time to watch TV. = আমার টিভি দেখার সময় নেই।
I don't have time to go to market. = আমার বাজারে যাওয়ার সময় নেই।
I don't have time to hang out. = আমার বেড়াতে যাওয়ার সময় নেই।
I don't have time to plan. = আমার পরিকল্পনা করার সময় নেই।
I don't have time to travel. = আমার ভ্রমনের সময় নেই।
I don't have time to take rest. = আমার বিশ্রাম করার সময় নেই।
I don't have time to play. = আমার খেলার সময় নেই।
I don't have time to learn. = আমার শেখার সময় নেই।
I don't have time to do exercise. = আমার অনুশীলন করার সময় নেই।

.
.
.#What_if = (কি হতো যদি.....)
What if + (subject + verb)
✪ What if I miss the bus? = কি হতো যদি আমি বাসটি মিস করতাম?
✪ What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?
✪ What if I didn't understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
✪ What if he was waiting at the station for me?= কি হতো যদি সে আমার জন্য স্টেশনে অপেক্ষা করতো?
✪ What if they decided to go to Cox’s Bazar? = কি হতো যদি তারা কক্সবাজার যাওয়ার মনস্থ করতো?
✪ What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়?
✪ What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?
✪ What if he didn’t cooperate me in the beginning? = কি হতো যদি শুরুতেই সে আমাকে সহযোগিতা না করতো?
✪ What if I were late to the conference? = কি হতো যদি আমি অলোচনাসভায় যেতে দেরি করতাম?

>>

#‎দৈনন্দিন_ইংরেজি_ডায়লগ‬
✪ কি খবর-What’s up?
✪ কেমন চলছে?- What’s going on?
✪ কত দূর? - How far is it?
✪ অমি এক্ষুনি আসছি- I’ll be right back
✪ খুব ভালো হয়- That would be very nice
✪ আমকে একটু সাহায্য কর- Give me a hand
✪ আমাকে দেখতে দাও- Let me check.
✪ চল গিয়ে দেখি- Let’s go have a look.
✪ ও ভুলে যাও - Forget it
✪ মনোযোগ দিন! - Pay attention!
✪ কি বলব ভেবে পাচ্ছিনা! - I'm at a loss
✪আমি গেলাম।- I’m off
✪আসল কথা বল - Come to the point
✪ আমাকে লজ্জা দিও না - Do not put me in shame.
✪ আমি কথা দিচ্ছি আমি করব - I promise I will.
✪ প্রসঙ্গে আসা যাক -Let’s come to the point
✪ আপনি আমার সাথে যেতে পারেন?- May I offer you a lift?
✪ আমার ধারনা তো তাই- I suppose so
✪ এটা সত্যিই সুন্দর- It’s really nice
✪ কেন নয় বসুন- Why not? Have a seat, pls.
✪ আরও একটু বসুন না- Please stay a little more
✪ নিশ্চই, এই যে নিন- Certainly, here you are
✪ সে আমার চেয়ে দ্রুত- He’s faster than I.
✪ সে খুবই বিরক্তিকর - He’s very annoying.
✪ মেয়েটা বেশ সুন্দর তো!- The girl is pretty nice, i see.
✪ সত্য বলতে কি আমি খুব ব্যস্ত -As a matter of fact, I’m very busy
✪ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? - Why are you so up today?
✪ অনুগ্রহ করে আরেকটু জোরে বলবেন?- Can you speak louder please?
✪ প্রকৃত পক্ষে অপনাকে ধন্যবাদ- Thank you very much indeed.
>>>
I'm impressed to +verb (মুগ্ধ/অভিভূত)
☑ I'm impressed to see you = আমি তোমাকে দেখে মুগ্ধ।
☑ I'm impressed to meet you = তোমার সাথে সাক্ষাত করে আমি মুগ্ধ।
☑ I'm impressed to talk to you = তোমার সাথে কথা বলে আমি মুগ্ধ।
☑ I'm impressed to your authentic love = তোমার অকৃত্তিম ভালবাসায় আমি অভিভূত
☑ I'm impressed to listen your presentation = তোমার উপস্থাপনা শুনে আমি অভিভূত।
☑ I'm impressed to listen your recitation The Holy Quran
তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি অভিভূত।
☑ I can not but impressed to your song.
আমি তোমার গানে মুগ্ধ না হয়ে পারি না।
☑ I could not but impressed to see you
আমি তোমাকে দেখে মুগ্ধ না হয়ে পারলাম না।
☑ I have impressed to see the nataral scenery of Bangladesh.
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি।
☑ I have impressed to your behavier= আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছি।