Monday, August 29, 2022

My First Day at School

MY FIRST DAY AT SCHOOL

My first day at school is one of the most memorable days of my life. Now i am a student of class seven. My first day at school is still fresh in my memory.

The day was Sunday 1 January 2020. I went to a nearby primary school with my father. The school was not very far from my home. So we went on foot It was very exciting. We reached there after 15 minutes.

The name of my school is Mollick solaiman kinder garten. It is a very nice school. There are four rooms,one for the teachers and other three are for the students. There is a big playground.

After reaching school, I saw some students were playing in the field. Then, we went to the Headmaster’s office and met some teachers. A teacher took us to my classroom. I was little afraid.

After some time the first bell rang. Then a new teacher came. She was our English teacher. She told us an interesting story. I enjoyed the class. Really the teachers were very friendly to us.

At last, the final bell rang. My father was waiting for me at the school gate. We came back home. I will never forget the sweet memories of the first day at school.

 

Sunday, August 28, 2022

Write a letter to the Mayor of khulna City Corporation about insufficient water supply.

2 august 2022
The Mayor
Khulna City Corporation
Khulna
Subject: Regarding insufficient water supply.
Sir
I, on behalf of the inhabitants of khulna, have the honour to draw your kind attention that water supply in our area is insufficient. WASA hardly supplies sufficient water in our locality. Moreover, it is summer now. Everybody'
feels the necessity of water. Unfortunately, the inhabitants of the area do not have sufficient water for cooking,bathing and washing their clothes. As a result  the sufferings of all the people know no bounds. Sometimes the inhabitants have to buy water at a high rate..

I therefore, pray and hope that you would be kind enough to take proper steps so that WASA supplies us with sufficient water in our locality.

Yours faithfully
Touhidur Rahman TR
On behalf of the inhabitants of Khulna 

application for taking measures against extortionists

28 august 2022
The SP/DC
Jashore District 
Subject:- Application for taking measures against extortionists. 
Sir,
We, the inhabitants of Noapara, have the honour to bring to your kind attention that recently a number of
extortionists are creating problems to the peaceful life of the inhabitants. Businessmen, house owners, tenants,
shopkeepers, teachers none can escape from them. The extortionists sometimes collect tolls at gun point.(বন্ধুকের ভয় দেখিয়ে)
No one's property (সম্পত্তি) and money is secure. (নিরাপদ)
We hope that you would be kind enough to take necessary steps to against the extortionists and
bring back the peace in our locality.
Faithfully yours
Md Touhidur Rahman TR

Saturday, August 20, 2022

Your Hobby Composition

Your Favorite Hobby

Hobby means one’s favourite occupation, but not one’s main business. It is an interesting way to enjoy our leisure period.

 THERE  are many kinds of hobbies like cardamom, drawing pictures, painting, like flying, stamp collecting, fishing etc. Whatever be one’s hobby, it offers one pleasure and instruction.

I like gardening because it is very useful for health and mind. It is a sort of physical exercise. It strengthens my health and refreshes my mind. 

Every day I get great pleasures when I see the blooming flowers in the grades. I am charmed by their beauty. 

Besides this, I grow some vegetables in my graded. This saves a lot of expenses for my family.

 Every  man should have a hobby. But we should see that our main works are not hampered on account of it.

Thursday, August 11, 2022

ক্ষমার দারুন গল্প

#ঘটনাটা পড়েই দেখুন, নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসবে.....

#একটি_অনাকাংক্ষিত_ভুল_এবং_ক্ষমা 

 --বাঝে অশ্লীল গল্প না পড়ে ইসলামিক শিক্ষণীয়  গল্প   পড়ায় অভ্যস্ত হোন কাজে দিবে।।    

একদিন মদীনার দুই ব্যক্তি একজন যুবককে টেনে-হিঁছড়ে, অর্ধপৃথিবীর শাসক খলীফা  হযরত উমর (রা) এর দরবারে হাজির করল। এবং তারা বিচার দাখিল করল যে, "এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর ন্যায় বিচার চাই।" 
.
আমিরুল মু’মিনীন খলীফা হযরত উমর (রা) সেই যুবককে তার বিপক্ষে করা দাবী সম্পর্কে জিজ্ঞেস করলেন। সেই যুবক বললেন, "তাদের দাবী সম্পুর্ণ সত্য।" এই বলে যুবকটি তাঁর অনাকাঙ্ক্ষিত ঘঠনাটি বর্ণনা করতে লাগলেন।
.
তিনি বললেন, "আমি ক্লান্ত হয়ে যাবার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ছিল ওদের বাবা। যে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"

.
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" হযরত উমর (রা) সব শুনে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট নিলেই হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।" 

.
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি। "নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই। যে আমার জিম্মাদার হবে। এখন আমি কি করি।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
.
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবী যার নাম হযরত আবু যর গিফারী (রা), দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার।" সাহাবী হযরত আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একেতো অপরিচিত ব্যক্তি তার উপর হত্যার দন্ড প্রাপ্ত আসামীর জামিনদার। খলিফা বললেন, "আগামি শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদীনায় না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদন্ড দেয়া হবে।" মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারী (রা) চলে গেলেন নিজ বাড়িতে।

দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর (রা) রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির (রা) কাছে। পত্রে লিখা আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদন্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মত জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদীনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদন্ডে দন্ডিত হবেন।
জুমার পর মদীনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। কারণ দন্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত।
.
জীবনে কত জনের মৃত্যুদন্ড দিয়েছে তার হিসেব নেই। কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মত একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদন্ডে দন্ডিত হবেন, এটা মদীনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদন্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর (রা) নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তাঁর ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো পরিবর্তনের হাত নেই। আবু যর (রা) তখনও নিশ্চিন্ত মনে হাঁসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর (রা) এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না। পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে।
.

এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন, "হে জল্লাদ একটু থামো। মরুভুমির ধুলার ঝড় উঠিয়ে ঐ দেখ কে যেন আসতেছে। হতে পারে ঐটা নওজোয়ানের ঘোড়ার পদধুলি। একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদন্ড কার্যকর করো।" ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান। 
.
নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বললো, "হুযুর বেয়াদবি মাফ করবেন। রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত,তবে যথা সময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করি নাই। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদন্ড দিয়ে পবিত্র করুন। কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না।" 

.
আশেপাশের সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কি হতে চলেছে। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিলো সবাইকে।

.
খলিফা হযরত উমর (রা) যুবককে বললেন, "তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে।" উত্তরে সেই যুবক বলল- "আমি ফিরে এসেছি, কেউ যাতে বলতে না পারে, এক মুসলমানের বিপদে আরেক মুসলামান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিলো।" 
.
এবার হযরত উমর (রা) হযরত আবু যর গিফারী (রা) কে জিজ্ঞেস করলেন, "আপনি কেন না চেনা সত্যেও এমন জামিনদার হলেন।" উত্তরে হযরত আবু যর গিফারী (রা) বললেন, "পরবর্তিতে কেউ যেন বলতে না পারে, এক মুসলমান বিপদে পড়েছিলো, অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি।" 
.
এমন কথা শুনে, হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, "হে খলীফা আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম।" 
.
হযরত উমর (রা) বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠলো, "কেউ যেন বলতে না পারে, এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।" 

[হায়াতুস সাহাবা-৮৪৪]

Sunday, August 7, 2022

Our National Flag

A national flag is a symbol of the independence ((and sovereignty)) of a free country. Every free nation of the world has its own flag.Bangladesh is an independent country and she has a national flag.It is our pride and glory.

 (((Bangladesh got this flag on December sixteen, 1971, after a nine-month-long valiant struggle of our heroic freedom fighters with the occupying Pakistani army.))))

The national flag of Bangladesh is rectangular in shape (((((having a proportion of 10:6 or 5:3.)))). There are 2 colours in our flag – green and red. The green colour symbolises the green nature of bangladesh.. It also symbolizes the green villages of Bangladesh. The red colour symbolizes the rising sun of independence.((( It also stands for the supreme sacrifices of our heroic freedom fighters who set down their lives for the reason for their country.)))))

The flag is hoisted every day on top of government offices and educational institutions.It is hoisted half mast on special days.((( Whenever we see our national flag flying, our mind is filled with joy and hearts swell in pride.))))) We feel proud of our national flag.