যে দশটি দেশে সর্বোচ্চ তেলের রিজার্ভ আছে ::: তেলকে বলা হয়ে থাকে 'ব্ল্যাক গোল্ড'; এ থেকেই বোঝা যায় বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্ব কতখানি।বৈশ্বিক অর্থনীতিতে যে কয়েকটি বিষয়ের পরিসংখ্যানের দিকে সবচেয়ে বেশি নজর রাখা হয়, তেলের উৎপাদন তার মধ্যে একটি, কারণ এটি বৈশ্বিক অর্থনৈতিক উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তেলকে বলা হয়ে থাকে 'ব্ল্যাক গোল্ড'; এ থেকেই বোঝা যায় বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্ব কতখানি। ১. ভেনেজুয়েলা তেলের রিজার্ভ: ৩০৩.৮ বিলিয়ন ব্যারেল বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা বা ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ। বিশ্বের বৃহত্তম তেলের মজুদ থাকা সত্ত্বেও, ভেনেজুয়েলা তেল উৎপাদনকারী দেশের তালিকায় তুলনামূলকভাবে নিচের দিকে রয়েছে। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে তেলের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটায় এখন পরিস্থিতি পরিবর্তন হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এবছর ভেনেজুয়েলার বিরুদ্ধে তাদের কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। এছাড়াও, তারা এটি শেভরন কর্পোরেশনকে দেশটিতে তেলের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য একটি লাইসেন্স প্রদান করেছে। ২. সৌদি আরব তেলের রিজার্ভ: ২৫৮.৬ বিলিয়ন ব্যারেল কি...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .