Skip to main content

বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু

সর্বশ্রেষ্ঠ বাঙালী সত্যেন্দ্রনাথ বসু স্যারের জন্মদিন ছিল ১ লা জানুয়ারি। অথচ দেশে কোনো উদযাপন হল না, কর্মসূচী ছিলো না।

বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু। আমরা অনেকেই জানি যে কণা-পদার্থবিদ্যায় Boson নামে একটি কণা রয়েছে। এবং এই 'Boson' কণাটির নামকরণ করা হয়েছে বাঙালি বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে। বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন পদার্থবিদ; বিশেষ করে গাণিতিক পদার্থবিদ্যায় বুৎপত্তি অর্জন করেছিলেন তিনি, গবেষনা করেছিলেন quantum mechanics এর ওপর-যা Bose-Einstein statistics এর ভিতটি গড়ে উঠেছিল।

সত্যেন্দ্রনাথ বসু জন্ম কোলকাতায়। বাবার নাম সুরেন্দ্রনাথ বসু। সুরেন্দ্রনাথ বসু কাজ করতেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের প্রকৌশল বিভাগে। ১৮৯৪ সালে সত্যেন্দ্রনাথ বসুর জন্ম। পড়াশোনা -প্রথমে হিন্দু স্কুল ও পরে কোলকাতা প্রেসিডেন্সী কলেজ। প্রেসিডেন্সী কলেজ থেকেই ১৯১৩ সালে গণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক হন। ১৯১৫ সালে মিশ্র গণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে এম এ পাস করেন।

পড়াশোনা শেষ করে গবেষনা শুরু। সে সময় কোলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্টিত হয়েছে। ১৯১৫ সাল থেকে ড.মেঘনাদ সাহার সাহচার্যে মিশ্র গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষনা শুরু।

আমরা জানি, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমাদের অতীব সৌভাগ্য এই যে সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন। তিনি দীর্ঘ ২৪ বছর ঐ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গবেষাণার গুরুত্ব সম্বন্ধে মোঃ মাহবুব মোর্শেদ লিখেছেন, His research on Theoretical Physics and X-ray Crystallography made him celebrity worldwide. In 1924, Bose published his celebrated article entitled 'Planks Law and the Light Quantum Hypothesis'.The great physicist Albert Einstein appraised the article and translated it into German language. He also made proper arrangements to focus the hypothesis to the scientists through publishing it in science journals. The hypothesis received a great attention and was highly appreciated by the scientists. It became famous to the scientists as 'Bose-Einstein Theory'. One kind of particle in atom has been named after his name as 'Boson'. Bose placed his name in the history of science by solving some of the complex mathematical equations of the theory of relativity. (বাংলাপিডিয়া)

১৯৪৫ সাল। বসু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৯ সালে ভারত সরকার তাঁকে জাতীয় অধ্যাপক নিযুক্ত করেন। তিনি পদ্মভূষন পদকও লাভ করেছিলেন।

সত্যেন্দ্রনাথ বসু ছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ। এ উদ্দেশ্যে তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করেছিলেন; নিয়মিত প্রকাশ করতেন বিজ্ঞানভিত্তিক পত্রিকা ‘জ্ঞান ও বিজ্ঞান’।

সত্যেন্দ্রনাথ বসু মৃত্যুবরণ করেন ১৯৭৪ সালের ৪ ফেব্রুয়ারি।

শুভ জন্মদিন আচার্য।

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...