****Part: 01****
Plagiarism - কোনো লেখা অনলাইন থেকে কপি করা নাকি নিজে লেখা সেটা বুঝা যায়।
Shazam - যেকোনো মিউজিক এর নাম বের করা যায়
Photo & picture resize - অনেক সময় কোথাও জমা দেওয়ার জন্য ১০০ কেবি এর নিচে ছবির প্রয়োজন হয়, যেকোনো সাইজের ছবির সাইজ এই অ্যাপটা দিয়ে পরিবর্তন করা যায়, ছবির কোয়ালিটিও অতটা নষ্ট হয় না।
Notion+ Keep: যেকোনো কিছু লিখো রাখার জন্য
TallyKhata- বিজনেস হিসাবের জন্য
Money Manager- ব্যক্তিগত সকল হিসাবনিকাশের জন্য
Alaap+ Brilliant Connect : কম খরচে কথা বলার জন্য
CapCut+PixelLab: ফটো বা ভিডিও এডিটের জন্য
Flightradar24- বিমানের লাইভ ট্রাকিং
Zoom+Meet+Team- ক্লায়েন্টের মিটিংয়ের জন্য
Anydesk- মোবাইলে কম্পিউটার কন্টোল করা যায়, আইটি নিয়ে কাজ করার ধরুন সবসময়ই লাগে।
Snaptube- ফেসবুক ইউটিউবের ভিডিও ডাউনলোডের জন্য
Truecaller+Eyecon- অপরিচিত কারো নাম্বার ডিটেইলস পাওয়া যায়
Muslims Day- নামাজের ওয়াক্ত/সময় জানার জন্য
Google Fit- প্রতিদিন কত স্টেপ হাঁটি, তা জানা যায়
Bissoy- যাবতীয় প্রশ্নত্তোর
photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে সমস্যায় পড়লেন। ঐ সময় আপনার সাথে কেউ নেই যে আপনাকে বুঝিয়ে দেবে। এমতাবস্থায় এই অ্যাপে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুইলেই সাথে সাথে স্টেপ বাই স্টেপ সলিউশন দেবে এই অ্যাপটি।
Buddytalk : ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিকল্প নেই৷ কিন্তু আমরা সচরাচর কথা বলতে পারি না কথা বলার পার্টনার না পাওয়ায়। তাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভয় পাই। এই অ্যাপটির মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলার পার্টনার খুজে পাবেন।
Moon+Reader :মোবাইলে কিংবা ট্যাবে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আছে কিনা আমার জানা নেই। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মাঝেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আস্ত একটা লাইব্রেরি থাকা।
Camscanner: বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলেন। তো তার নোটখাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে আপনি যদি দ্রুতই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল তৈরি করে নিজের ফোনে রাখেন তাহলে কেমন হয়? এই অ্যাপটি আপনাকে যেকোনো ডকুমেন্ট স্কান করে দিতে পারবে। একেবারে কম্পিউটারের স্ক্যানারের মতো!
*****Part-02*****
My therapy: রিমাইন্ডার টাইপ এপ। কোন মেডিসিন কখন কতটুকু কিভাবে দিনে কতবার খেতে হবে এগুলা সেট করে দিলে ঠিক টাইমমতো সব ইনফরমেশন সহ এলার্ম বাজতে শুরু করে। এবং কনফার্ম না করলে এলার্ম ৫ মিনিট পর পর বাজতে থাকে। অন্য কোন এপ চালাতে থাকলেও তার উপর দিয়ে নোটিফিকেশন শো করে। যাতে আপনি ভুলে না যান মেডিসিন নেওয়ার কথা।
Monefy: প্রতিদিনের খরচের হিসাব রাখার জন্য খুবই সিম্পল আর লাইট একটা এপ। কোন ক্যাটাগরিতে টাকা খরচ করলেন সেটা সিলেক্ট করে টাকার এমাউন্ট লিখে রাখতে পারবেন। এবং পুরো মাস ব্যাবহার করার পর কোন কাজে কত টাকা খরচ করলেন সব ডিটেইলসে চলে আসবে।
Google Tasks: মনে করেন কোন একটা নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে কোন কাজ করবেন। সেটা মনে করিয়ে দিবে Tasks App. শুধু আপনাকে ডেট টাইম আর ডিটেইলস সেট করে দিতে হবে। এটাও একটা রিমাইন্ডার টাইপ এপ।
Wake on Lan: পিসির পাওয়ার বাটন প্রেস না করেই এই এপে গিয়ে একটা ট্যাপ এর মাধ্যমে পিসি অন করা যায়।
Feem: ডেস্কটপ থেকে ফোনে ফাইল ট্রান্সফার করার জন্য।
Fasihin - অ্যাপ এটা একটা বট। এটা ইউটিউবারদের জন্য হেল্পফুল!
Parallel Space: একইসাথে একই এপ এ নিজের দুইটা আলাদা একাউন্ট দিয়ে লগইন করে ব্যাবহার করা যায়।
Google files: ফাইল ট্রান্সফারের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য। কোন এড নাই আর সুপার ফাস্ট
Google Keep: নোট করার জন্য।
Notisave : ডিলেট/আন্সেন্ট করে দেয়া মেসেজ স্টক হয়ে থাকে।
Gps speedmeter : গাড়িতে বসেই গাড়ির স্পিড নিজেই দেখা যায়।
ClevCalc- অনেক Advanced Calculator & Fast
Tailor - লং স্ক্রিনশট নেয়ার জন্য
Athan- অনেক Advance Islamic App)
Moon + Reader, Xodo পিডিএফ পড়ার জন্য সেরা দুইটি এপ।
Phonix browser - ফেসবুক/ইন্সট্রাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করা যায়। Zip file ইজিলি এক্সট্রাক্ট করা যায়। Pdf ফাইল ওপেন করতে অন্যকোন পিডিএফ রিডারের প্রয়োজন হয়না। সেফ না এমন কোন ওয়েবসাইট এ ঢুকলে সাথে সাথে সার্টিফিকেট চেক ইনফরমেশন দেয়। ব্রাউজারের অ্যাড ব্লক অপশন আছে
Remini- ঝাপসা ছবি ক্লিয়ার করে।
Removebg- ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় ইজিলি!
.
****Part:03****
Sportzfy- সব ধরনের খেলা লাইভ দেখা যায়
বানান_আন্দোলন - কঠিন শব্দের বানান,উচ্চারণ, উৎস জানা যায়
Diskdigger Photo Recovery App-এই এ্যাপের মাধ্যমে আপনার ডিভাইসের ১/২ বছর বা তার বেশি আগের ডিলিট করা ছবিও ফেরত পাওয়া সম্ভব।
Meet original -আনলিমিটেড মিটিং
DocTime - সব ধরনের ডক্টর দেখাতে পারবেন ভিডিও কলে,ঘরে বসে।
Pinterest - যেকোন কিছুর আইডিয়া পাবেন।
Chatgpt, Quora- অনলাইন প্রশ্নোত্তর ভিত্তিক সাইট।
To do list- প্রতিদিনের কর্ম তালিকা করার
Remini- ঘোলা ছবি ক্লিন করা যায়
Grammarly- ইংরেজী বাক্যে ভুল থাকলে কারেকশন করা যায়
Dictionary - সঠিক অর্থ, উচ্চারণ, এন্টোনিম সিনোনিম থাকে।
Duolingo - যেকোন ভাষা শেখার জন্য।
mlwbd, torrent, telegram- মুভি, ড্রামা, মুড/প্রিমিয়াম এপস কালেকশন এর জন্য
Snaptube- ইউটিউব ভিডিও ডাউনলোডার
Bd job, Medha - জব এপ্লিকেশন করার
Muslim day - পাচ ওয়াক্ত নামাজের সময়সীমা, আরবী মাস তারিখ এসবের জন্য বেস্ট
GPS Speedometer-গাড়ি কত স্পিডে চলছে সেটা জানতে পারবেন।
FIB- যেকোন মুভি এবং ওয়েব সিরিজ এই অ্যাপে ফ্রি তে দেখতে পাবেন!
YouTube Vanced -কোনো প্রকার Ad ছাড়া এবং প্রিমিয়াম ইউটিউবের মতো ইউটিউব ব্যবহার করতে পারবেন
Unseen Master / Notisave - কেউ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজ আনসেন্ড করলে তা দেখা যায়।
Brilliant / alaap - সামান্য খরচে ডাটা অন রেখে কথা বলার সুবিধা, ৩ মিনিটে ১ টাকার মতো খরচ হয়।
Telegram - মুভি সিরিজ, অডিও , ভিডিও, যেকোনো অ্যাপস, মড অ্যাপস, গেইম, ফাইল, পিডিএফ এর বিশাল কালেকশন পাওয়া যায়, সাথে টেক্সট মেসেজ, অডিও ভিডিউ কলের ফিচার তো আছেই।
MP3 video converter - যেকোনো ভিডিও থেকে অডিও ফাইলে কনভার্ট করা যায়।
CamScanner - যেকোনো জরুরী কাগজপত্রের পরিষ্কার ছবি তুলে রাখা যায়।
No thanks একটা apps আছে যেটা ফিলিস্তিনের এক ছেলে বানাইসে, যাতে সহজেই ইসরাইলি পন্য থেকে বেচে চলা যায়।
কোরআন মাজিদ বাংলা - বেস্ট কোরআন মাজিদ এপস
No Thanks - কোন প্রোডাক্ট বয়কটের আওতায় থাকলে তা জানা যায়।
Meteored - আবহাওয়ার পূর্বাভাসের জন্য বেস্ট এপ
Vflat - এই এপ্স দিয়ে কোন বইয়ের লেখার পৃষ্ঠার ফটো অথবা PDF এর স্ক্রিনশট দিলে উক্ত পৃষ্ঠার লেখা গুলো কিবোর্ডে চলে আসবে, তখন লেখা কপি করা যায়।
Terabox - নিজের ডাটা অনলাইনে আপলোড করে রাখার জন্য 1TB পর্যন্ত ফ্রীতে স্টোরেজ পাবেন, যেখানে google drive এ ফ্রীতে 15GB পাবেন। ( তবে এইটা আমি ব্যক্তিগতভাবে ইউজ না করার পরামর্শ দিবো, কারণ এই অ্যাপে আপনার ডাটা কতটুকু নিরাপত্তায় থাকবে সেই ব্যাপারে নিশ্চিত নই।)
Radio garden - পৃথিবীর সব দেশের রেডিও শুনতে পারবেন।
Quillbot app-কোন ইংরেজি লেখার ভুল ধরিয়ে দেয়।
Milvik plus-ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যায়
Brave- ব্রাউজার,ক্রোম থেকেও বেটার।
Castle App - মুভি দেখার জন্য
Score808- ফুটবল ম্যাচ দেখার জন্য
বই সমাহার - বই পড়ার এপ
Seal - যেকোনো কিছু ডাউনলোড করতে ব্যবহার করা হয়।
Discover - এমবি না থাকলে ফ্রি ফেইসবুকের মতো ইউজ করা যায়।
Smart kit 360- অনেক প্রয়োজনীয় টুলস আছে এখানে যেমন অনেক গুলো কাজ করা যাবে এই এপস দিয়ে।
অ্যাপসগুলোর ব্যাপারে অনেকেই জেনে থাকতে পারেন, তবে যারা জানেনা তাদের জন্য।
No comments:
Post a Comment