৮১) আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সা) বললেন,
তোমরা কি জানো নিঃস্ব কে ?
তাঁরা বললেন, আমাদের মধ্যেই নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে কোন দিরহাম এবং কোন আসবাব-পত্র নেই ।
তিনি বললেন, আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাতের (নেকী) নিয়ে হাযির হবে (কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে) । সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে । কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো মাল (অবৈধভাবে) ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে ।
অতঃপর এ (অত্যাচারিত) কে তার নেকী দেওয়া হবে, এ (অত্যাচারিতকে) তার নেকী দেওয়া হবে ।
পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবি পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার (অত্যাচারী ব্যক্তির) উপর নিক্ষেপ করা হবে । অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ।
[মুসলিম, তিরমিযী, রিয়াদুস স্বা-লিহীনঃ ২২৩]
৮২) আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, নবী (সা) বলেনঃ
যে দুনিয়াতে কোন বান্দার দোষ গোপন রাখে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন ।
[মুসলিমঃ ২৫৯০; রিয়াদুস স্বা-লিহীনঃ ২৪৫]
৮৩) আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ
কোন ঈমানদার পুরুষ যেন কোন ঈমানদার নারী (স্ত্রীকে) ঘৃণা না করে । যদি সে তার একটি আচরণে অসন্তুষ্ট হয়, তবে অন্য আচরণে সন্তুষ্ট হবে ।
[মুসলিমঃ ১৪৬৯; রিয়াদুস স্বা-লিহীনঃ ২৮০]
৮৪) আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত, নবী (সা) বলেনঃ
প্রতিদিন সকালে দু'জন ফিরিশতা অবতরণ করেন । তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের বিনিময় দিন । আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস দিন ।
[মুসলিমঃ ৯৯৬; আবু দাউদঃ ১৬৯২]
৮৫) আবু সুরাইয়াহ সাবরাহ ইবনে মা'বাদ জুহানী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ
তোমরা শিশুকে সাত বছর বয়সে সালাত শিক্ষা দাও এবং দশ বছর বয়সে তার জন্য তাকে প্রহার করো ।
[তিরমিযীঃ ৪০৭; আবু দাউদঃ ৪৯৪]
৮৬) আনাস (রা) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেন,
যে ব্যক্তি চায় যে, তার রূযী (জীবিকা) প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখে ।
[সহীহুল বুখারীঃ ২০৬৭; মুসলিমঃ ২৫৫৭]
৮৭) আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেন,
মুমিন ছাড়া অন্য কারো সঙ্গী হয়ো না এবং তোমার খাবার যেন পরহেজগার ব্যক্তি ছাড়া অন্য কেউ না খায় ।
[তিরমিযীঃ ২৩৯৫; আবু দাউদঃ ৪৮৩২]
৮৮) আবু মূসা (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেছেনঃ
মানুষ (দুনিয়াতে) যাকে ভালোবাসে (কিয়ামতে) সে তারই সাথী হবে ।
[রিয়াদুস স্বা-লিহীনঃ ৩৭২]
৮৯) মুআয (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি,
আল্লাহ তা'আলা বলেন, আমার মর্যাদার ওয়াস্তে যারা আপোসে ভালোবাসা স্থাপন করবে, তাদের (বসার) জন্য হবে নূরের মিম্বর; যা দেখে নবী ও শহীদগণ ঈর্ষা করবেন ।
[তিরমিযীঃ ২৩৯০; আহমাদঃ ২১৫২৫]
৯০) মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন,
আখিরাতের তুলনায় দুনিয়ায় দৃষ্টান্ত ঐরূপ, যেমন তোমাদের কেউ সমুদ্রে আঙুল ডুবায় এবং (তা বের করে) দেখে যে, আঙ্গুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে ।
[মুসলিমঃ ২৮৫৮; তিরমিযীঃ ২৩২৩]
No comments:
Post a Comment