Monday, November 7, 2016

Simple chart analysis with ascending triangle pattern of BD STOCK MARKET DSE & CSE by TR

আসসালামুয়ালাইকুম । প্রথমেই বলে নেই আমি Trade Analysis  এর একজন নিয়মিত ছাত্র ,আমি সবসময় চেষ্টা করি সহজে Analysis করার। আজকে খুব সহজ একটা এ্যানালাইসিস দেখানোর চেষ্টা করব ।

২টা চার্ট নিয়ে কাজ করে দেখাব ।প্রথমটি SAPORTL এবং ২য় টি GQBALLPEN , 
Saportl chart analysis by TR bd stock market
এই চার্ট  টি তে লক্ষ করলে দেখবেন যে একটি প্যাটার্ন দেখা যাচ্ছে ,এটিকে বলা হয় ascending triangle pattern. , ,লক্ষ করলেই বুঝতে পারবেন এই প্যাটার্ন টি পূর্ণ হওয়ার পর খুব সুন্দর ভাবে breakout  হয়েছে আজকে ।ঠিক একই ভাবে নিচের চার্ট প্যাটার্ন টি লক্ষ করে দেখুন কিছু বুঝা যায় কিনা ? নিচের চার্ট টি GQBALLPEN  এর ।আশা করি যদি কপাল খারাপ না থাকে তাহলে কালকে বা পরশু Breakout হতে দেখব ইন শাহ্‌ আল্লাহ ।
GQBALLPEN chart analysis  by TR  DSE & CSE bd stock market