প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এক নজের পড়ে নিন। এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় অাসতে পারে-
বাংলা সাহিত্য:
০১) কপালকুণ্ডলা(১৮৬৬) যে প্রকৃতির রচনা?
উত্তর: রোমান্সধর্মী উপন্যাস (নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা)
০২) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন?
উত্তর: বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।
০৩) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’কবিতাটির রচয়িতা কে?
উত্তর: নির্মেলেন্দু গুণ
০৪) আধ্যাত্মিকা”গ্রন্থের লেখক কে?
উত্তর: প্যারিচাঁদ মিত্র
০৫) চোখের বালি(১৯০৩)” উপন্যাসটির লেখক কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
০৬) তুমি আসবে বলে হে স্বাধীনতা”কার কবিতা?
উত্তর: শামসুর রাহমানের
০৭) শূন্যপুরাণ”রচনা করেন কে?
উত্তর: রামাই পণ্ডিত
০৮) সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: আকাল
০৯) রবীন্দ্রনাথ ঠাকুরের “ছিন্নপত্রের” অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?
উত্তর: ইন্দিরা দেবীকে।
১০) রবীন্দ্রনাথ ঠাকুরের “ভানুসিংহ”ঠাকুরের
পদাবলীর ভাষা কী?
উত্তর: ব্রজবুলি
১১) সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১২) বর্ণপরিচয়”এর রচয়িতা কে?
উত্তর: ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
১৩) অশোক সৈয়দ”কার ছন্মনাম?
উত্তর: আব্দুল মান্নান সৈয়দ এর।
১৪) গাড়ি চলে না,চলে না, চলে না রে”গানটির গীতিকার কে?
উত্তর: শাহ্ আব্দুল করিমের।
১৫) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”গানটির রচয়িতা কে?
উত্তর: গোবিন্দ হালদার
১৬) সনেট এর কয়টি অংশ?
উত্তর: ২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
১৭) বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা “কল্লোল”কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯২৩ সালে।
১৮) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: অক্ষয়কুমার দত্ত
১৯) পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: সঞ্জয় ভট্টাচার্য
#উত্তর: উত্তর: ব্যাকরণ
২০) ব্যাকরণ ভাষাকে কী করে?
উত্তর: _বিশ্লেষণ করে।
২১) স্ত্রী<ইস্ত্রী হয়েছে কোন প্রকিয়ায়?
উত্তর: আদি স্বরাগম
২২) অনাদর শব্দটির ব্যাসবাক্য কী?
উত্তর: ন আদর
২৩) মা ছিল না বলে কেই তার চুল বেঁধে দেয় নি”এটি কি ধরনের বাক্য?
উত্তর: সরল বাক্য
২৪)’ড়, ঢ়’ কী জাতীয় ধ্বনি?
উত্তর: তাড়নজাত
২৫) ণ-ত্ব,ষ-ত্ব বিধান কোন শব্দে হয়?
উত্তর: তৎসম বা সংস্কৃত শব্দে।
২৬)বাংলা ব্যাকরণের কোন অংশে “সন্ধি” আলোচনা করা হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে
২৭)পিত্রালয়” এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পিতৃ+আলয়
২৮)পরস্পর”কোন ধরনের সন্ধি?
উত্তর: নিপাতনে সিদ্ধ
২৯)সম্+চয়”এটা কোন ধরনের সন্ধি?
উত্তর: ব্যঞ্জন সন্ধি
৩০)পরীক্ষা”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: পরি+ঈক্ষা
৩১)কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য-ষ হয় না?
উত্তর: সাৎ
৩২)সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: সংস্কৃত ভাষা থেকে।
৩৩)আলোছায়া” পদটি কোন সমাস?
উত্তর: দ্বন্দ্ব সমাস(আলো ও ছায়া)
৩৪)প্রভাতে উঠিল রবি লোহিত বরণ”
এখানে ‘প্রভাতে’ কোন কারকে?
উত্তর: অধিকরণে ৭মী
৩৫)”ষোলকলা’শব্দের অর্থ কী?
উত্তর: সম্পূর্ণ
৩৬)”ফুটিফাটা” বাগধারার অর্থ কী?
উত্তর: চৌচির
৩৭)যা দমন করা যায় না” এক কথায় কী?
উত্তর: অদম্য
৩৮)যে রোগ নির্ণয় করতে হাতরে মরে?এক কথায় কী?
উত্তর: হাতুড়ে
৩৯)বিশেষ খ্যাতি আছে যার”এক কথায়?
উত্তর: বিখ্যাত।
৪০)প্রাচ্য এর বিপরীত কী?
উত্তর: প্রতীচ্য
৪১)নির্মল শব্দের বিপরীত কী?
উত্তর: পঙ্কিল
৪২)”Pragmatic”এর সঠিক অর্থ কী?
উত্তর: বাস্তবধর্মী
৪৩)Justification for”এর সঠিক অনুবাদ
উত্তর: সমর্থন।
#বাংলাদেশ_বিষয়াবলি_ও_ইংরেজি
৪৪)খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
উত্তর: পুঞ্জি
৪৫)বর্ণালি ও শুভ্রা” কিসের জাত?
উত্তর: উন্নত জাতের ভুট্টা
৪৬)বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?
উত্তর: ১১ডিসেম্বর ২০১৭ সালে।
৪৭)মুজিবনগর কোথায় অবস্থিত?
উত্তর: মেহেরপুর জেলায়।
৪৮) ৬দফা দাবী কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোরে।
৪৯)ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
৫০)মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?
উত্তর: ৮নং সেক্টরে।
৫১)৫১)বাংলাদেশ জাতি সংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬তম
৫২)বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৩ সালে।
৫৩)মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: পাটলিপুত্রে
৫৪)বাংলার প্রথম স্বাধীন রাজা কে?
উত্তর: রাজা শশাঙ্ক
৫৫)প্রথম মুসলিম বিজেতা কে?
উত্তর: মুহম্মদ বিন কাশিম
৫৬)শাহ্ ই বাঙ্গালা”কার উপাধি?
উত্তর: শামসুদ্দিন ইলিয়াস শাহ
৫৭)কবে ইউনেস্কো ২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
৫৮)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার
ঘোষণাপত্র পাঠ করেন কে?
উত্তর: অধ্যাপক এম.ইউসুফ আলী
৫৯)স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৪এপ্রিল ১৯৭২ সালে।
৬০)রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?
উত্তর: রংপুর ও শেরপুরে।
৬১)বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?
উত্তর: ৭টি
৬২)বর্তমানে মোট উপজেলা কতটি?
উত্তর: ৪৯২টি
৬৩)”Product of the year-2018 কোন পণ্যটি?
উত্তর: ওষুধ
★৬৪)বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়?
উত্তর: দর্শনা-জগতি(কুষ্টিয়া)
৬৫)সংবিধান দিবস কত তারিখে?
উত্তর: ৪ নভেম্বরে।
৬৬)সংবিধানের কোন অনুচ্ছেদে “চলা ফেরার স্বাধীনতার “কথা বলা আছে?
উত্তর: ৩৬ নং অনুচ্ছেদে।
উত্তর: _Ramjanউত্তর: _
#উত্তর: উত্তর: Englishউত্তর: উত্তর:
৬৭) A person devoid of knowledge”
উত্তর: Ignorant
৬৮) The book “Ivanhoe”is written by?
উত্তর: Sir Walter Scott
৬৯)The poem”Solitary Reaper”is written by?
উত্তর: William Wordsworth
৭০)The man lapsedউত্তর: _past memories”
উত্তর: _into
৭১)Divide the moneyউত্তর: the two boys”
উত্তর: between
৭২)Kamal is goodউত্তর: cricket.
উত্তর: at
৭৩)I shall do itউত্তর: pleasure.
উত্তর: with
৭৪)I am fatiguedউত্তর: wide travelling.
উত্তর: by
৭৫)He is used toউত্তর: hard.
উত্তর: working
৭৬)The committeeউত্তর: divided in their opinion.
উত্তর: were
৭৭)Nine thousand takaউত্তর: a good
amount of money.
উত্তর: is
৭৮)The word “substantiate”is a
উত্তর: verb
৭৯)The word “decision”is a
উত্তর: noun
৮০)The word “wonderful”is a/an
উত্তর: adjective
#English translation of the Bengali sentence.
৮১)অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়…
উত্তর: Death is preferable to dishonour.
৮২)শিশুটি হাসতে হিসতে মায়ের নিকট এলো।
উত্তর: The baby came to its mother laughing.
→The passive from ofউত্তর: _
৮৩) Do you know the man?’is
উত্তর: Is the man known to you.
৮৪) “Let me do the work”is
উত্তর: Let the work be done by me.
→The indirect narration of the sentence.
৮৫) He said,Good morning sir”is
উত্তর: He respectfully wished good morning to the person spoken to.
৮৬)Akbar said, What a fine picture it is!
উত্তর: Akbar exclaimed that it was a very fine picture.
Idioms and Phrases :
৮৭)→Block headউত্তর: _Foolish
৮৮)→By and largeউত্তর: _Mostly
৮৯)→Fits and startsউত্তর: _irregularly
৯০)→White colour jobউত্তর: _A job without manual labour.
Correct Spelling :
৯১)→Millennium
৯২)→Caterpillar
৯৩)→Dysentery
৯৪)→Misspell
৯৫)→Bureaucrat
৯৬)→Tuition
৯৭)→Humorous
৯৮)→Curruption
Antonyms :
৯৯)→Adulterateউত্তর: Pure
১০০)→Altruismউত্তর: Meanness
১০১)→Flexibleউত্তর: Rigid
১০২)→Opposeউত্তর: Support
১০৩)→Shallowউত্তর: Profound
Synonyms :
১০৪)→Bargainউত্তর: Negotiation
১০৫)→Congregationউত্তর: Association
১০৬)→Animosityউত্তর: Malice
১০৭)→Imbedউত্তর: Insert
১০৮)→Genesisউত্তর: Beginning
আন্তর্জাতিক বিষয়াবলি ও ICT:
১০৯)ডেনমার্কের রাজধানীর নাম কী?
উত্তর: কোপেনহেগেন
১১০)সর্বাধিক ভাষার দেশের নাম কী?
উত্তর: পাপুয়া নিউগিনি
১১১) ১ মাত্র ভাষার দেশের নাম কী?
উত্তর: উত্তর-কোরিয়া
১১২)শ্বেত হাতির দেশ”হিসেবে খ্যাত কোন দেশ?
উত্তর: থাইল্যান্ড
১১৩) ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার নাম কী ছিল?
উত্তর: সেন্ট পিটার্সবার্গ
১১৪)উইনস্টল চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: যুক্তরাজ্যের
১১৫)মুহাম্মদ গাদ্দাফি কত বছর লিবিয়ার ক্ষমতায় ছিলেন?
উত্তর: ৪২বছর
১১৬) NASA” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৮ সালে।
১১৭)আমেরিকার স্বাধীনতা কত সালে ঘোষণা করা হয়?
উত্তর: ১৭৭৬ সালে
১১৮)সমুদ্রের বধূ”নামে কোন দেশ পরিচিত?
উত্তর: গ্রেট ব্রিটেন
রমজান,,
১১৯)ফরমোজার”বর্তমান নাম কী?
উত্তর: তাইওয়ান
১২০)ল্যান্ডমার্ক টাওয়ার”কোন দেশে অবস্থিত?
উত্তর: জাপানের টোকিওতে।
১২১)হাওয়াই দ্বীপপুঞ্জ কোন রাষ্ট্রের অংশ?
উত্তর: যুক্তরাষ্ট্রেরর
১২২) ২০২২ সালে ২২তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: বার্মিংহাম যুক্তরাজ্য
১২৩)OPCW’র সর্বশেষ সদস্য দেশের নাম কী?
উত্তর: ফিলিস্তিন(১৯৩তম)
১২৪)বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কী?
উত্তর: South Sudanese Pound(SSP)
১২৫)চাবাহার”কোন দেশের সমুদ্রবন্দর?
উত্তর: ইরানের
১২৬)Hwasong-15 আন্ত:মহাদেশীয় ক্ষেপনাস্ত্রটি কোন দেশের?
উত্তর: উত্তর কোরিয়ার
#বিজ্ঞান_ও_প্রযুক্তিউত্তর:
১২৭)বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ শতকরা কত?
উত্তর: ০.৮ভাগ
১২৮)নবায়নযোগ্য জ্বালানি কোনগুলো?
উত্তর: পানি,সূর্যের আলো,পরমাণু শক্তি
১২৯)পরমাণু নিউক্লিয়াসে কী থাকে?
উত্তর: নিউট্রন ও প্রোটন
১৩০)MKS পদ্ধতিতে সময়ের একক কী?
উত্তর: সেকেন্ড
১৩১)ভারী পানির সংকেতের নাম কী?
উত্তর: D2O
১৩২)ইউরি গ্যাগরিন কত সালে মহাশূন্যে যান?
উত্তর: ১৯৬১ সালে।
১৩৩)টেলিভিশনের ক্ষতিকর রশ্মির নাম কী?
উত্তর: রঞ্জন রশ্মি(X-ray)
১৩৪)কার অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
উত্তর: সালফারের অভাবে।
রমজান,,,,,
১৩৫)নিউমোনিয়া রোগে কোনটি আক্রান্ত হয়?
উত্তর: ফুসফুস
১৩৬)সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় কোথা থেকে?
উত্তর: বৃষ্টি হতে।
১৩৭)পানির ছোট ছোট ফোঁটা কোন কারণে গোলাকার হয়?
উত্তর: পৃষ্ঠটানের জন্য
১৩৮)শুষ্ক বরফ তৈরিতে কী ব্যবহৃত হয়?
উত্তর: CO2
১৩৯)ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তর: এস্টার
১৪০)যক্ষ্মা রোগের কারণ কী?
উত্তর: ব্যাকটেরিয়ার আক্রমণ
১৪১)স্ট্রিট ভাইরাস কী?
উত্তর: রেবিস ভাইরাস
১৪২)কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
উত্তর: হরগোবিন্দ খোরানা
১৪৩)রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াকে কী বলে?
উত্তর: রক্তশূন্যতা
১৪৪)ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?
উত্তর: অ্যালবুমিন
১৪৫)বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর এর নাম কী?
উত্তর: সিটিসেল।
১৪৬)) “Contaminate” means?
উত্তর: pollute
১৪৭) কোন দুটি মহাপ্রাণ ধ্বনি?
উত্তর: (খ,ঝ)
১৪৮) He isউত্তর: _European.
উত্তর: _a
১৪৯)কোনটি ক্ষুদ্রতম সংখ্যা/
উত্তর: _৫/২৭
১৫০)কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয়?
উত্তর: শৈলজ
১৫১)Which one is a common noun?
উত্তর: infant
১৫২)”Amicable” অর্থ কী?
উত্তর: সৌহার্দপূর্ণ
১৫৩)বাংলা বর্ণমালায় ক’টি “ব”আছে?
উত্তর: ১টি
১৫৪)১+২+৩+৪……+৯৯=কত?
উত্তর: ৪৯৫০
১৫৫)বাক্য সংকোচন কী?
উত্তর: একটি মাত্র শব্দ ব্যবহার করে ভাব প্রকাশ করা।
১৫৬)BRICS ধারণার প্রবর্তক কে?
উত্তর: জিমও নিল(২০০১)
১৫৭)BRICS এর মূলমন্ত্র কী?
ক)সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি*
খ)সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি
১৫৮)ফিলিপাইন দেশ কতটি দ্বীপের সমন্বয়ে গঠিত?
উত্তর: ৭১০৭টি
১৫৯)মুসলিম অধ্যুষিত “মিন্দানাও”কোন দেশে অবস্থিত?
উত্তর: ফিলিপাইনে
১৬০)বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে সংশোধন করা হয়?
উত্তর: ১৫জুলাই ১৯৭৩(যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণপরাধীদের বিচার)
১৬১)ঐশ্বর্য”এর বিপরীত শব্দ কী?
উত্তর: নিঃস্ব
রমজান,,,,,,
১৬২) “৯৯৯৯৯”এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২,৩,৪,৫,
এবং ৬ নিঃশেষে বিভাজ্য হবে?
উত্তর: ২১
১৬৩)লোভে পাপ,পাপে মৃত্যু”এর ইংরেজি অনুবাদ কী?
উত্তর: Greed leads to sin and to death
১৬৪) “১২৫ এর ১২৫% কত?
উত্তর: ১৫৬.২৫
১৬৫)কোন বানানটি শুদ্ধ?
উত্তর: অসমীচীন,মুমূর্ষু
১৬৬) “NAFTA” এর সদস্য দেশ কতটি?
উত্তর: ৩টি(যুক্তরাষ্ট্র, কানাডা,মেক্সিকো)
১৬৭) “অ্যাবাকাস” কী?
উত্তর: এক প্রকার গণনা যন্ত্র
১৬৮)”অ্যাবাকাস”কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর: খিস্টপূর্ব ৩০০০অব্দে ব্যাবিলনে
১৬৯)একটি গাড়ি ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো।কত টাকা বিক্রি করলে ১৬% লাভ হবে?
উত্তর: ৫২২০০ টাকা
১৭০)বাংলা ভাষায় মধ্যযুগ ছিল?
উত্তর: ১২০১-১৮০০সাল পর্যন্ত
১৭১)০.৯৬২৩-৩১=কত?
উত্তর: -৩০.০৩৭৭
১৭২)Choose the correctly spelt?
উত্তর: Soverereignty(সার্বভৌম ক্ষমতা)
১৭৩)একটি সংখ্যা ৬৫০ হতে যত বড়, ৮২০ হতে তত ছোট। সংখ্যাটি কত?
উত্তর: ৫৬০+৮২০/২=৭৩৫
১৭৪)বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুত শক্তি কোন প্রকারের শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: শব্দ শক্তিতে
১৭৫)”শশব্যস্ত”কোন সমাস?
উত্তর: শশকের ন্যায় ব্যস্ত=কর্মধারয় সমাস
১৭৬)মাইক্রোনেশিয়া এর অবস্থান হলোউত্তর:
উত্তর: পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
১৭৭) “৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত?
উত্তর: ২৫ডিগ্রি(৯০-৬৫=২৫)
১৭৮)FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯০৪ সালে
১৭৯)FIFA কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ফ্রান্সের প্যারিসে(সদস্য-২১১টি)
১৮০)জীবনতরী’কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল
১৮১)জীবনতরী”কত সালে যাত্রা শুরু করে?
উত্তর: ১৯৯৯ সালে। মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট থেকে।
১৮২)বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাংশ কে কী বলে?
উত্তর: জ্যা বলে
১৮৩) The word “Reproduction”is aউত্তর:
উত্তর: noun
১৮৪)”গম্ভীর ধ্বনি”বাক্যসংকোচন কী?
উত্তর: মন্দ্র
১৮৫)কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
উত্তর: শুক্র গ্রহের
১৮৬)”বাগধারা”কোথায় আলোচিত হয়?
উত্তর: বাক্যতত্ত্বে
১৮৭)”মহা পৃথিবী”কার কাব্যগ্রন্থ?
উত্তর: জীবনানন্দ দাশের
১৮৮)”আরব বসন্ত বা রবিউল আরাবি”বলতে কী বুঝায়?
উত্তর: ২০১০ সালের শেষের দিকে আরবে বিভিন্ন দেশের শুরু হওয়া আন্দোলন।
১৮৯)The book”Man and Superman”is
written?
উত্তর: বার্নাড’শ
১৯০)কবে থেকে দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
উত্তর: ১ জানু,১৯৯৩
১৯১)”উচাটান”এর বিপরীত অর্থ কী?
উত্তর: প্রশান্ত
১৯২)”আফতাব”শব্দের অর্থ কী?
উত্তর: অর্ক বা সূর্য
১৯৩)A person leaves his or her country to settle in another country.
উত্তর: Emigrant
১৯৪) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(BSEC)কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৩ সালে
১৯৫)কত সালে মার্কিন যুক্তরাষ্ট্র ২য় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে?
উত্তর: ১৯৪১ সালের ১ডিসেম্বরে।
১৯৬) ঈষৎ পাংশুবর্ণ”এর বাক্য সংকোচন?
উত্তর: কয়রা
(ঈষৎ পাণ্ডুবর্ণ=ধূসর,
ঈষৎ রক্তবর্ণ=আরক্তিম
১৯৭) নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা”
পংক্তিটি কার?
উত্তর: রামনিধি গুপ্তের
(মোদের গরব,মোদের আশা-অতুল প্রসাদ
১৯৮)ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?
উত্তর: বেতালপঞ্চবিংশতি(১৯৪৭)
১৯৯)কোথায় বাংলাদেশ,ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে?
উত্তর: রাঙামাটিতে
২০০) কর্বুর” শব্দের অর্থ কী?
উত্তর: রাক্ষস
প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন ও উত্তর:
২০১) ভবন নির্মাণের সময় কী মেনে চলা উচিত?
উত্তর: বিল্ডিং কোড
২০২)”১,৩,৬,১০,১৫,২১……ধারাটির একাদশতম পদ কত?
উত্তর: ৬৬
২০৩) বাকু”কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান
২০৪)সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা ধর্মপাল
২০৫)কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫ এর বর্গ হবে?
উত্তর: ২৫
২০৬)”সন্ধি”ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
উত্তর: ধ্বনিতত্ত্বে
২০৭) মিহির”এর প্রতিশব্দ কী?
উত্তর: সূর্য
২০৮)গম্ভিরা”গানের উৎপত্তি কোথায়?
উত্তর: মালদহ
২০৯)এশিয়ার সবচেয়ে ছোট দেশ “মালদ্বীপ”এর আয়তন কত?
উত্তর: ২৯৮বর্গ.কি.মিটার
২১০)The verb ‘succumb’means?
উত্তর: submit
২১১)অতিভুজের বিপরীত থাকে?
উত্তর: সমকোণ
২১২)শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তর: ইয়াঙ্গুন
২১৩) বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কী?
উত্তর: বরেন্দ্র জাদুঘর
২১৪)মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৯৬ সালে
২১৫)বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
উত্তর: ৭টি(অ,আ,অ্যা,ই,উ,এ,ও)
২১৬)The synonym of “futile’is?
উত্তর: Useless
২১৭)Who wrote the book “Paradise Regained”?
উত্তর: John Milton
২১৮)”একাত্তরের দিনগুলি” জাহানারা ইমামের মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণামূলক গ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৮৬ সালে
২১৯)বিদিত শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: অজ্ঞাত
২২০)লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
উত্তর: মাইম্যান-১৯৬০
২২১)মুক্তা হলো ঝিনুকেরউত্তর: ?
উত্তর: প্রদাহের ফল
২২২)”ঠাকুর”পরিবারের আসল পদবি কী ছিল?
উত্তর: কুশারী
২২৩)রবীন্দ্রনাথের পরিবার কোন বংশের ছিল?
উত্তর: পিরালি ব্রাহ্মণ বংশের।
২২৪)বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন
২২৫)কোন শহরের উপনাম “বিগ অ্যাপেল?
উত্তর: নিউইয়র্ক
২২৬) ১.৩.৬.১০.১৫.২১……….ধারার দ্বাদশ পদ কত?
উত্তর: ৭৮
২২৭) What is the musculine from of “Bee”?
উত্তর: Drone
২২৮)”The spirit of Islam”বইটির লেখক কে?
উত্তর: সৈয়দ আমির আলী(১৮৪৯-১৯২৯)
২২৯)দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
উত্তর: ১০০
২৩০)শব্দ ও ধাতুর মূলকে কী বলে?
উত্তর: প্রকৃতি
২৩১)”ব্যাকরণ”শব্দটি কোন ভাষার?
উত্তর: তৎসম/সংস্কৃত
২৩২)২৫৩ডিগ্রি কোনকে কী কোণ বলে?
উত্তর: প্রবৃদ্ধকোণ
২৩৩)”অনুপাত” কী?
উত্তর: একটি ভগ্নাংশ
২৩৪)”ভাষা প্রকাশ” বাংলা ব্যাকরণ কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২৩৫)২০০৯ সালের ১ জানুয়ারি বৃহস্পতিবার ছিল।একই বছরের ৩১ ডিসেম্বর কী বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার
২৩৬)”অক্ষির সমীপে”বাক্য সংকোচন হবে?
উত্তর: সমক্ষ
২৩৭)”অক্ষির অভিমুখে”বাক্য সংকোচন কী হবে?
উত্তর: প্রত্যক্ষ
২৩৮) “Proclaim” means?
উত্তর: declare
২৩৯) ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যাল কত একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ৬০০একর
২৪০) ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্যের নাম কী?
উত্তর: লালবাগ
২৪১) কোন ই-মেইল এর “CC”অর্থ কী?
উত্তর: Carbon Copy
২৪২) ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কী?
উত্তর: ম্যাকমোহন লাইন
২৪৩) “পিথাগোরাস”কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তর: গ্রিসে
২৪৪) গ্রিনিচ”কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডনে
২৪৫)ভাষার ক্ষুদ্রতম একক কী?
উত্তর: ধ্বনি
২৪৬) ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো”মুদ্রা গ্রহণ করে নি?
উত্তর: ইংল্যান্ড(তাদের মুদ্রা পাউন্ড স্টারলিং)
২৪৭) বাংলা অব্যয় কোনগুলো?
উত্তর: না,আর,আবার,ও,হাঁ
২৪৮) সংস্কৃত অব্যয় কোনগুলো?
উত্তর: যদি(হঠাৎ),যথা(বরং),সদা(পুনশ্চ),
সহসা।
২৪৯) বিদেশি অব্যয় কোনগুলো?
উত্তর: আলবত,বহুত,খুব,শাবাশ,খাসা,মাইরি,
মারহাবা।
২৫০)”কালান্তর(১৯৩৭)প্রবন্ধ গ্রন্থটি কার?
উত্তর: রবীন্দ্রনাথের
উত্তর: _রমজানউত্তর: _
২৫১) ৬০০টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
উত্তর: ৫%
২৫২) Which one is singular?
উত্তর: index
২৫৩) হযরত মুহম্মদ(স:) ছিলেন একজন আদর্শ মানব”বাক্যটি?
উত্তর: সরল
২৫৪) Correct spelt?
উত্তর: Supersede(রহিত/বাতিল করা)
২৫৫) কত সালে স্যার ম্যাকমোহন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেন?
উত্তর: ১৯১৪ সালে(ম্যাকমোহন লাইন)
২৫৬) পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর।
আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়স ৩৬ বছর।পুত্রের বয়স কত?
উত্তর: ১৮ বছর
২৫৭)বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ন দাস
২৫৮) “BRICS” কত সালে গঠিত হয়?
উত্তর: ২০০৮ সালে
২৫৯) “BRICS” এর পূর্ব নাম কী?
উত্তর: Bric
২৬০) চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অঙ্গের সম্পর্ক তাকে কী বলে?
উত্তর: সেরিব্রাম
২৬১) দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং এদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কী কী?
উত্তর: ৪৫, ৬০
২৬২) কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: বাঁধনহারা
২৬৩) ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডের জুরিখে
২৬৪) Which one is Reflexive pronoun?
উত্তর: myself
২৬৫)কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উত্তর: ইরাক
২৬৬)”He was taken to task”বাংলা?
উত্তর: তাকে তিরস্কার করা হয়েছিল
২৬৭) “ক্ষুধার্ত” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
উত্তর: ক্ষুধা+ঋত
২৬৮) বর্তমানে কোন দেশে ইতিহাসের জনক হেরোডোটাস জন্মগ্রহণ করেন?
উত্তর: তুরস্কের হ্যালিকানাসাসে(৪৮৪খ্রি.পূ)
২৬৯)সবুজ গ্রহ বলা হয় কাকে?
উত্তর: ইউরেনাসকে
২৭০)গোলাপি/লাল গ্রহ বলা হয় কাকে?
উত্তর: মঙ্গলকে
২৭১)”সোনার পাথর বাটি ও উত্তম পুরষ”উপন্যাসটি দুটি কার?
উত্তর: রশিদ করিম।
২৭২) ১২০ জন ছাত্রের মধ্যে ৩০ ছাত্র ফেল করলে পাশের হার কত?
উত্তর: ৭৫%
২৭৩)”আদালত”ইনকিলাব,শব্দটি কোন ভাষার?
উত্তর: আরবি
২৭৪)”বজ্রে”তোমার বাজে বাঁশি” বজ্রে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অপাদানে ৭মী
২৭৫)”জাহান্নাম হইতে বিদায়”মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার?
উত্তর: শওকত ওসমান
২৭৬) তালব্যবর্ণ কোনগুলো?
উত্তর: উ, ঊ।
২৭৭)”Duchess”is feminine ofউত্তর:
উত্তর: Duke
২৭৮)টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ২৫%
২৭৯)কোন মুসলমান প্রথম নোবেল পুরস্কার পান?
উত্তর: আনোয়ার সাদাত
২৮০) Article is used based onউত্তর:
উত্তর: Pronunciation
২৮১) “হ্যারি পটার”কী?
উত্তর: একটি শিশুতোষ বই
২৮২) সুইডেনের মুদ্রার নাম কী?
উত্তর: ক্রোনা
২৮৩) SIM”এর পূর্ণ রূপ কী?
উত্তর: Subscriber Identity Module
২৮৪) ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
উত্তর: ৫০৫০
২৮৫)গ্রিনল্যান্ড” এর মালিকানা কোন দেশ?
উত্তর: ডেনমার্ক
২৮৬)”গ্রিনল্যান্ডের”রাজধানীর নাম কী?
উত্তর: গডথ্যাব
২৮৭) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: বেরিং
২৮৮) কোনটি শুদ্ধ বানান?
উত্তর: শুশুূষা
২৮৯)উয়ারী বটেশ্বর”কোথায় অবস্থিত?
উত্তর: নরসিংদী
২৯০) বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটে?
উত্তর: ১কোটি
২৯১) বাংলাদেশেন দীর্ঘতম গাছের নাম কী?
উত্তর: বৈলাম(২৪০ফুট)
২৯২) “WHO” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালের ৭এপ্রিলে
২৯৩) জাতীয় স্মৃতিসৌধের অন্য কী নাম?
উত্তর: সম্মিলিত প্রয়াস
২৯৪) “Dead Sea”কোথায় অবস্থিত?
উত্তর: ইসরাইল ও জর্ডানের মধ্যে
২৯৫) সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?
উত্তর: লাল আলোতে
২৯৬) ফরাসী বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে
উত্তর: উত্তর: _রমজানউত্তর: উত্তর: উত্তর:
২৯৭) উপমহাদের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?
উত্তর: ডা:জোহরা বেগম কাজী
২৯৮) পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
উত্তর: মেরু অঞ্চলে
২৯৯)”IC” চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
উত্তর: Altair-8800
৩০০) সবচেয়ে শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে
৩০১) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
উত্তর: বায়ুমণ্ডল।
৩০২) সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম কী?
উত্তর: জিপসাম।
৩০৩) কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর: ২২/৭ (বৃত্তের পরিধি ও ব্যাসকে π বলে)
৩০৪) ১.৩.৬.১০.১৫.২১……ধারাটির দশম পদ কত?
উত্তর: ৫৫
(ব্যাখ্যা নিজে চেষ্টা করেন)
৩০৫) বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম কী?
উত্তর: ভদ্রার্জুন।
৩০৬)সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তর: সংস্কৃত।
৩০৭) কাকনিদ্রা”শব্দটির অর্থ কী?
উত্তর: অগভীর সতর্ক নিদ্রা।
৩০৮)”হত্যা করার ইচ্ছা”এক কথায় হবে?
উত্তর: জিঘাংসা।
৩০৯)”ঋজু”এর বিপরীত কী?
উত্তর: বঙ্কিম বা বাঁকা
৩১০) “To keep one’s head’ means?
উত্তর: to keep calm
৩১১) What is the timeউত্তর: _your watch?
উত্তর: by
৩১২) Antonyms of “Queer(অদ্ভুদ)”
উত্তর: orderly(সুশৃঙ্খল)
৩১৩)একটি ঘড়ি প্রতিদিন করে হারায় ১০ মিনিট। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় দিবে?
উত্তর: ৭২
(১ দিনে হারায় ১০মি.৬দিনে ১ঘণ্টা হরায়।
সম্পপূর্ণ কাটা ১২(১২*৬=৭২)
৩১৪)সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ভূমি*উচ্চতা
৩১৫) a+b=6 এবং ab=8 হলে
(a-b)2=কত?
উত্তর: 4
৩১৬) You should (—-)swimming.
উত্তর: start up
৩১৭)”প্রতিদিন ঘরহীন ঘরে”কাব্যগ্রন্থটি কার?
উত্তর: শামসুর রাহমান
৩১৮)”দৃষ্টিহীন”কার ছদ্মনাম?
উত্তর: মধুসূদন মজুমদার।
৩১৯)”A search for identity”উত্তর: বইটি কার?
উত্তর: মেজর আব্দুল জলিল
৩২০)”গ্রামের মেয়ে,বেদের মেয়ে” নাটকটি কার?
উত্তর: জসীম উদদীন।
৩২১) ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়কে কী বলে?
উত্তর: সূক্ষ্মকোণ
৩২২) Noun of the word”Break”উত্তর:
উত্তর: Breakdown
৩২৩)বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: রঙ্গপুর বার্তাবহ(পূর্ববঙ্গ-১৯৪৭)
৩২৪)প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলে?
উত্তর: উপমেয়(ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ=কেশ)
৩২৫)বামেতর”শব্দের অর্থ কী?
উত্তর: ডান(ডান ডাহিন,দক্ষিণ)
৩২৬)”মনীষা”শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: নির্বোধ
৩২৭)”Fad end(সর্বশেষ)”means?
উত্তর: The last part
৩২৮)”By fits and starts”means?
উত্তর: irregularly
৩২৯)”যার বাসস্থান নেই”এক কথা কী?
উত্তর: অনিকেতন
৩৩০)বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে”উত্তর: বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তৃকারকে ৭মী
৩৩১)”মনস্তাপ”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: মনঃ+তাপ
৩৩২)The idiom “Bring to book”উত্তর:
উত্তর: Rebuke (তিরস্কার করা)
৩৩৩)”পেট্রোল ইঞ্জিন”কে চালু করেন?
উত্তর: জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো।
৩৩৪)কাকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে
৩৩৫) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিকউত্তর: _
উত্তর: ১০০কোটি বছর আগে।
৩৩৬) Antonym of”somber-অন্ধকারময়”?
উত্তর: Bright
৩৩৭)টলেমী কে ছিলেন?
উত্তর: জ্যোতির্বিদ
৩৩৮) “ইন্টারনেট”কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি
৩৩৯)”ইন্টারনেট”কবে বাংলাদেশে আসে?
উত্তর: ৪ জুন ১৯৯৬ সালে।
৩৪০) ঈশ্বচন্দ্রকে “সংস্কৃত কলেজ”কত সালে বিদ্যাসাগর উপাধিন প্রদান করেন?
উত্তর: ১৮৩৯ সালে।
৩৪১) আবু মুসা দ্বীপ”কোন সাগরে অবস্থিত?
উত্তর: পারস্য উপসাগরে।
৩৪২)”ব্যাডমিন্টন”কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: মালয়েশিয়ার
৩৪৩) জেনেটিক কোডের আবিষ্কারক কে?
উত্তর: ড.হরগোবিন্দ খোরানা(ভারত)
৩৪৪)বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কী হবে?
উত্তর: একই হয়।
৩৪৫)কোন দেশ অতীতে কোন দেশের উপনিবেশ ছিল না?
উত্তর: থাইল্যান্ড
৩৪৬)উত্তর: থাইল্যান্ড”অর্থ কী?
উত্তর: স্বাধীন ভূমি।
৩৪৭) পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
৩৪৮) গোবিন্দলাল ও রোহিনী”কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
৩৪৯)কাকে ইসলামি রেনেসাঁর কবি বলা হয়?
উত্তর: ফররুখ আহমদকে।
৩৫০) বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কী?
উত্তর: দিকদর্শন(১৮১৮)
৩৫১)”ভবদহ,ইছামতি” বিল দুটি কোথায় অবস্থিত?
উত্তর: যশোরে
৩৫২)”রাত্রির শেষ ভাগ”কে এক কথায় কী বলে?
উত্তর: পররাত্র/পররাত
৩৫৩)তিনি ব্যাকরণে পণ্ডিত,এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরণে ৭মী
৩৫৪) “নিরাময়” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: নিঃ+আময়
৩৫৫)সাক্ষী গোপাল অর্থ কী?
উত্তর: নিষ্কৃয় দর্শক
৩৫৬)”ম্যাডোনা-৪৩”কী?
উত্তর: একটি চিত্রকর্ম(বাংলা ১৩৫০)
৩৫৭) “দারফুন”কী?
উত্তর: সুদানের একটি অঞ্চলের নাম
৩৫৮)”CIRDAP”এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকার চামেলি হাউসে।
৩৫৯)রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
উত্তর: স্টিফেনসন।
৩৬০)”Adam”s Peak” তীর্থ স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকায়-এখানেই আদম আঃ আসেন
৩৬১)গোধূলির কারণ কী?
উত্তর: আলোর বিক্ষেপণ
৩৬২)দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটিকে কী বলে?
উত্তর: সম্পূরক কোণ
৩৬৩)সৌরকোষে কী ব্যবহৃত হয়?
উত্তর: সিলিকন
৩৬৪)কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
উত্তর: ক্লোরিন
৩৬৫)০.৩*০.০৩*০.০০৩=কত?
উত্তর: ০.০০০০২৭
৩৬৬)”Patrot”antonym?
উত্তর: Traitor(দেশদ্রোহী
৩৬৭)সমদ্বিবাহুর ত্রিভুজের সমান বাহুদ্বয়
বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে?
উত্তর: স্থূলকোণ
৩৬৮)Antonym of ” Limpid”?
উত্তর: Muddy(কর্দমাক্ত/অস্বচ্ছ)
৩৬৯)The correct spelling
“Exaggarate”
উত্তর: Exaggerate(অতিরঞ্জিত)
৩৭০)ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি কী বলে?
উত্তর: টেলিমেডিসিন
৩৭১)”Lingua Franca”meansউত্তর:
উত্তর: A mixed language(মিশ্রভাষা)
৩৭২) ০.৫*০.০০০৫=কত?
উত্তর: ০.০০০২৫
৩৭৩)বিশ্বের কোন দেশ/নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
উত্তর: তুরস্ক/ইস্তামবুল
৩৭৪)কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
উত্তর: মিসরে
৩৭৫)”Nude”শব্দটির Antonym কী?
উত্তর: Concealed(গোপন/লুকানো)
৩৭৬)কসোভোর’রাজধানীর নাম কী?
উত্তর: প্রিস্টিনা
৩৭৭)দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
উত্তর: ২১০
৩৭৮)যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: পদ্মা
৩৭৯) নদী ছাড়া “মহানন্দা”কিসের নাম?
উত্তর: আমের
৩৮০)He hankered(—)fame.
উত্তর: after(কোন কিছুর জন্য লালায়িত)
৩৮১) Correct sentence…
উত্তর: I wish I were you.
৩৮২)”Feed the babyউত্তর: উত্তর: milk.
উত্তর: on(খাওয়ানো বুঝালে feed on হয়)
৩৮৩)Man can not live a “alone”উত্তর:
alone is?
উত্তর: adjective
৩৮৪)বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কী?
উত্তর: শালবন বিহার।
৩৮৫)ভুটানের আইনসভার নাম কী?
উত্তর: পার্লামেন্ট অফ ভুটান
৩৮৬)রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল
৩৮৭)শাহানামা”কোন ভাষায় রচিত?
উত্তর: ফারসি
৩৮৮) মহাকবি ফেরদৌসী কার সভা কবি ছিলেন?
উত্তর: সুলতান মাহমুদের
৩৮৯)রং ধনুর সাতটি রঙের মধ্যে “মধ্যম”রঙ কোনটি?
উত্তর: সবুজ
৩৯০)দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ১ অনুপাতে থাকে,তবে সংখ্যাগুলোর গুণফল কত?
উত্তর: ১২
৩৯১)সত্ত্ব”শব্দের অর্থ কী?
উত্তর: অস্তিত্ব
৩৯২)বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর: ৯গুণ
৩৯৩)গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তর: ৩প্রকার(সরল,মিশ্র,যৌগিক)
৩৯৪)বিদ্রোহী বালিকা”জমিলা”কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: লালসালু(মজিদের ২য় নাবালক স্ত্রী)
৩৯৫)মানব দেহের অত্যাবশ্যকীয় এমিনো এসিডের নাম কী?
উত্তর: ফিনাইল এলানিন
৩৯৬)সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
উত্তর: গৌড়/সোনারগাঁও
৩৯৭)বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
উত্তর: কর্কটক্রান্তি রেখা
৩৯৮)ভারতচন্দকে “রায় গুণাকর” উপাধি দেয় কে?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার
৩৯৯)১+২+৩+৪+…..+৯৯=কত?
উত্তর: ৪৯৫০
৪০০)”লাঠালাঠি”কোন ধরনের সমাস?
উত্তর: ব্যতিহার বহুব্রীহি
Primary School exam question:
৪০১)বিখ্যাত নাটক”মুন্তাসীর ফ্যান্টাসী”র লেখক কে?
উত্তর: সেলিম আল দীন।
৪০২) বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে “কারক”বলে?
উত্তর: নাম পদের।
৪০৩)”কোথায় স্বর্গ?কথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।পঙক্তিটি কার?
উত্তর: শেখ ফজলল করিম।
৪০৪) Still weters run deep.এখানে Still”শব্দটি?
উত্তর: Adjective
৪০৫) 1+2+3+4+……+20=কত?
উত্তর: 210
৪০৬) Glass is made of (—)bottles.
উত্তর: of
৪০৭) “বিষবৃক্ষ”কোন সমাস?
উত্তর: কর্মধারয়(বিষ যে বৃক্ষ)
৪০৮) ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে
নতুন সংখ্যা কত?
উত্তর: ২৮
৪০৯)তিন সন্তানের বয়সের গড় ৬ বছর ও
পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স কত?
উত্তর: ৩৪(৩*৬=১৮,১৩*৪=৫২, ৫২-১৮=৩৪)
৪১০)”সাপের খোলস”উত্তর: এককথায়?
উত্তর: নির্মোক।
৪১১)Latent(গুপ্ত)এর সমার্থক শব্দউত্তর: ?
উত্তর: Concealed(সুপ্ত)
৪১২) বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: বিষ+তি(ষষ্ঠ–ষষ্+থ)
৪১৩)শতাব্দী”কোন সমাস?
উত্তর: দিগু(শত অব্দের সমাহার)
৪১৪) দুইটি রাশির অনুপাত ৫:১১।
উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
উত্তর: ৪৫(৯৯*৫/১১=৪৫)
৪১৫)”উন্মিলন,রুপায়ন এর শুদ্ধ বানান কী?
উত্তর: উন্মীলন,রূপায়ন।
৪১৬)Let him sing a song. change voice?
উত্তর: Let a song be sung by him.
৪১৭)”Do you know him?”change voice?
উত্তর: Is he known to you?
৪১৮) Brief এর সমার্থক শব্দ?
উত্তর: Short
৪১৯)জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
উত্তর: ট্রিগভেলি(নরওয়ে-১৯৪৬-৫৩)
৪২০)বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?
উত্তর: ২৯তম(১৯৭৪ এর ১৭ এপ্রিলে)
৪২১) ইউনেস্কো(UNESCO) প্রতিষ্ঠিত হয়
কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে(কার্যকর-৪নভে:১৯৪৬)
৪২২)বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে?
উত্তর: ১৯৯০ সালে(সেলুলার টেলি.১৯৯৩)
৪২৩)সৌরজগতের বৃহত্তর ও ক্ষুদ্রতম গ্রহের নাম কী?
উত্তর: বৃহস্পতি ও বুধ।
৪২৪)পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী?
উত্তর: শুক্র
৪২৫) ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালি?
উত্তর: পক প্রণালি
(এটি বঙ্গোপসাগর ও আরব সাগরকে)
®®রমজানউত্তর: _
৪২৬)কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়?
উত্তর: বায়ুচাপ
৪২৭) কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে?
উত্তর: সাদা রঙের বস্তু
৪২৮)কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর: কঠিন মাধ্যমে।
৪২৯)ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়?
উত্তর: অ্যালুমিনিয়াম(৮.১%)
৪৩০) সাবানকে শক্ত করে কোনটি?
উত্তর: সোডিয়াম সিলিকেট
৪৩১)বিলিরুবিন তৈরি হয় কোথায়?
উত্তর: প্লীহাতে।
৪৩২)জন্ডিস”কাকে বলে?
উত্তর: রক্তে )বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।
৪৩৩)গাছের পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
উত্তর: নাইট্রোজেনের
৪৩৪) মানুষের অটোজোমের সংখ্যা কত?
উত্তর: ২২জোড়া(২৩ জোড়া ক্রোমোজম)
৪৩৫) বিশ্বকাপ ফুলবল খেলা প্রথম কোথায় কত সালে শুরু হয়?
উত্তর: ১৯৩০ সালে উরুগুয়েতে।
(চ্যাম্পিয়ন উরুগুয়ে,রানার্স-আর্জেন্টিনা)
৪৩৬) বায়ুর আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উত্তর: হাইগ্রোমিটার
৪৩৭)ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল?
উত্তর: ইসলাম খাঁ(১৬১০)
৪৩৮)ময়মনসিংহ জেলার পূর্বনাম কী?
উত্তর: নাসিরাবাদ।
৪৩৯)বাংলাদেশে কতটি ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে?
উত্তর: ৪টি
(বেতবুনিয়া-১৯৭৫,তালিবাবাদ-১৯৮২,
মহাখালী-১৯৯৫,সিলেট-১৯৯৭)
৪৪০)বাংলাদেশের এক মাত্র অস্ত্র তৈরি কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তর: গাজিপুরে-১৯৮০
৪৪১)বাংলা কোন উপন্যাস ইংরেজি”Tree
Without Roots”নামে অনূদিত হয়?
উত্তর: লালসালু(১৯৬৭)
৪৪২) মরণ রে,তুঁহু মম শ্যাম সমান”পঙ্ক্তির রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ
৪৪৩) ১+২+৩+৪+…….+১৮=কত?
উত্তর: ১৭১
৪৪৪) কুটিল শব্দের বিপরীত অর্থ কী?
উত্তর: সরল
৪৪৫) He deals (—-)rice.
উত্তর: in (deal in অর্থ ব্যবসা করা)
৪৪৬) Anita is a good girl. girl is aউত্তর:
উত্তর: Common noun
৪৪৭)একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে,২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
উত্তর: ২০দিন(৩৫*১৬/২৮=২০দিন)
৪৪৮) উপকথা”কোন সমাস?
উত্তর: অব্যয়ীভাব(কথার সদৃশ)
৪৪৯)”WHO”এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভায়
৪৫০)টুথপেস্টের প্রধান উপাদান কী?
উত্তর: সাবান ও পাউডার
#উত্তর: উত্তর: উত্তর: রমজানউত্তর: উত্তর: উত্তর: _
৪৫১)”সাত গম্বুজ”মসজিদের নির্মাতা ও গম্বুজ সংখ্যা কত?
উত্তর: শায়েস্তা খান।গম্বুজ সংখ্যা ৩টি।
৪৫২)বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে?
উত্তর: ১৯৮০ সালের ১ডিসেম্বর।
৪৫৩) বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি কোথায় এবং কত সালে স্থাপিত হয়?
উত্তর: রাঙ্গামাটিতে,স্থাপিত ১৯৭৫ সালে।
৪৫৪) “Sacred”-পবিত্র)এর সমার্থক শব্দ?
উত্তর: Divine(স্বর্গীয়)
৪৫৫) He died(—-)over eating.
উত্তর: from
৪৫৬)বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাকে কী বলে?
উত্তর: বিভক্তি
৪৫৭) কোনগুলো সঠিক বানান?
উত্তর: Surveillance(নিরীক্ষণ),
উত্তর: Encyclopaedia.
৪৫৮) দুই সন্তানের বয়সের গড় ১০ বছর ও মাতারসহ তাদের বয়সের গড় ১৭ বছর
হলে, মাতার বয়স কত?
উত্তর: ৩১ বছর
(২*১০=২০,৩*১৭=৫১,মাতা ৫১-২০=৩১)
৪৫৯) I’m fearful(—-)enemies.
উত্তর: of (fearful of অর্থ ভীত)
৪৬০)যে উপকারীর অপকার করে”
এক কথায় কী হবে?
উত্তর: কৃতঘ্ন
৪৬১)ষোড়শ”গবেষণা,গায়ক,ভাবুক শব্দগুলোর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: ষট+দশ,গো+এষণা,গৈ+অক,ভৌ+উক
৪৬২)”Do not hate the poor”Change voce?
উত্তর: Let not the poor be hated.