Skip to main content

flow chart of hsc

"""এইচএসসি ২০১৯ পরীক্ষাথীদের জন্য ....
ইংরেজি ১ম পত্র------- Flow-Chart
.......
ইহা এক আতংকের নাম।।😰😰😰
১ম পত্রের প্রায় সবই পারি কিন্তু এখানে এসে নাকানিচোবানি খেতে হয়।।।
১০ টা মার্ক এখানে।।কলেজের এক্সাম গুলোতে এইখানটাতে নাম্বার খুইয়ে বসে থাকি।।
>>>কিন্তু কেনো??
-আমরা flow chart করার Basic rules টা জানি না।।
আজকে Flow chart এর Basic rules নিয়েই আলোচনা করব।।
আশাকরি আগের থেকে ভালো নাম্বার আসবে✌✌✌
>>>Flow chart কি?
Flow chart মানে প্রবাহ চিত্র।প্রশ্নের মধ্যে আমাদেরকে clue হিসেবে একটি direction দেয়া থাকে বাকি ৫ টা আমাদের করতে হয়।।
>>>Flow chart এর উদ্দেশ্য কি?
এর প্রধান উদ্দেশ্য হলো প্রশ্নকর্তা নিশ্চিত করতে যায় যে ছাত্ররা যেনো না বুঝে সরাসরি passage থেকে কপি না করে।।কিন্তু বেশির ভাগ সময় আমরা তাই করি।।একেবারে passage থেকে copy করে flow chart এ paste করি।।
>>>কিভাবে শুরু করব??
- প্রথমত আমার থেকে কি জানতে চাওয়া হয়েছে/আমাকে কি সম্পর্কে লিখতে হবে সেটা identify করতে হবে।
-তারপর কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব সেটা decide করতে হবে।
-প্রথমে যে তথ্য টা দেয়া থাকে প্রশ্নে তার পরবর্তী অংশ থেকে point select করতে হবে কোনো মতেই তার আগের অংশ থেকে point বানানো যাবে না।।
-Flow chart এর ভিতরের তথ্য গুলো যতটুকু পারা যায় simple রাখতে হবে।
>>> Flow chart এর রুলেস
প্রথমেই দেখি কি কি "করব না"
1. Subject + verb + object এই structure এ করব না।।
2. Capital letter ব্যবহার করব না(without proper noun)
3. sentence stoppers ব্যবহার করব না
(.,!,? এইগুলা)
সবই তো বাদ দিলাম তাইলে করব না কি!!😱😱
>>>কি কি "করব"/কিভাবে "করব"
01. noun format
02. verb + object
03. Verb+ing + object
04. Subject + verb+ing + object
মূলত এই কয়ভাবে flowchart করা হয়।।যেকোনো একটা follow করলেই হবে।।
তবে প্রথমে যেটা দেয়া থাকবে প্রশ্নে সেই Formate এ করতে পারলে better হয়।।
#Example : ধরি, "Bangladesh is a small country" এই sentence টাকে flow chart এ লিখতে হবে তাহলে কিভাবে লিখব??
01 Noun format : small countryদ্ব (noun)
02 v + obj = is small county
03 v+ing + obj = being small country
04 sub + v+ing + obj = Bangladesh being small country
3 no format টা easy তাই, এইটা Follow করতে পারো।।
এখন আমাদের কাজ হলো model question থেকে মিনিমাম 10 টা ঝটপট practice করা।।
Mention your friends & must share

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. āφāĻŽাāĻĻেāϰ āĻŦāχāĻ—ুāϞো āĻ•ী āφāĻļ্āϚāϰ্āϝ āĻāĻ• āϜāĻ—ā§Ž! āϝāĻ–āύāχ āĻ•েāω āϤা āĻ–ুāϞে āĻĻেāĻ–ে, āύāϤুāύ āĻ­াāĻŦāύা āφāϰ āύāϤুāύ āĻŽাāύুāώ āϜেāĻ—ে āĻ“āĻ ে āĻ•āϞ্āĻĒāύা⧟ āĻ“ āϚোāĻ–েāϰ āϏাāĻŽāύে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. āφāĻŽāϰা āϝে āϘāϰে āĻŦāϏে āφāĻ›ি, āϤা āϝেāύ āĻŽিāϞি⧟ে āϝা⧟, āφāϰ āφāĻŽāϰা āφāĻŦিāώ্āĻ•াāϰ āĻ•āϰি āύিāϜেāĻĻেāϰ āĻ–েāϞা⧟ āĻŽāϤ্āϤ āĻ•াāωāĻ•ে āϏāĻ™্āĻ—ে āύি⧟ে, āϝে āĻšā§ŸāϤো āĻļেāώ āĻĒāϰ্āϝāύ্āϤ āφāĻŽাāĻĻেāϰ āĻĒ্āϰি⧟ āĻŦāύ্āϧু āĻšā§Ÿে āωāĻ āĻŦে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. āĻ…āĻĨāĻŦা āφāĻŽāϰা āĻĒৃāώ্āĻ াāϰ āĻ“āĻĒāϰ āĻĻি⧟ে āĻ­াāϏāϤে āĻĨাāĻ•ি āĻ…āύ্āϝ āĻ•োāύো āĻĻেāĻļ āĻŦা āĻ•াāϞেāϰ āĻĻিāĻ•ে। āφāĻŽাāĻĻেāϰ āĻļāϰীāϰāϟা āϰ⧟েāĻ›ে āϚে⧟াāϰে, āĻ•িāύ্āϤু āĻŽāύ āϚāϞে āĻ—েāĻ›ে āĻĻূāϰে āĻ…āύ্āϝ āĻ•োāĻĨাāĻ“। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. āĻĒ্āϰāϤিāϟি āĻŦāχ āĻāĻ•েāĻ•āϟি āϜাāĻĻুāϰ āĻŦাāĻ•্āϏ, āϝা āĻļিāĻļুāϰা āĻāĻ• ...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – āχāϚ্āĻ›া āĻ•āϰা/āφāĻ•াāĻ™্āĻ–া āĻĒ্āϰāĻ•াāĻļ āĻ•āϰা āĻĒ্āϰ⧟োāĻ— āĻ•্āώেāϤ্āϰ: āĻŦ্āϝāĻ•্āϤিāϰ āĻ•োāύ āĻ•িāĻ›ুāϰ “āχāϚ্āĻ›া āĻ•āϰāϞে” Feel like āĻŦ্āϝāĻŦāĻšাāϰ āĻšāĻŦে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – āφāĻŽাāϰ āĻ•āϰāϤে āχāϚ্āĻ›া āĻ•āϰāĻ›ে। ✪ I feel like eating – āφāĻŽাāϰ āĻ–েāϤে āχāϚ্āĻ›া āĻ•āϰāĻ›ে। ✪ I don’t ...

🚀 ā§Ģā§Ļāϟি āĻĻāϰāĻ•াāϰি āĻ•িāĻŦোāϰ্āĻĄ āĻļāϰ্āϟāĻ•াāϟ (Windows)(āĻŦাংāϞা āĻŦ্āϝাāĻ–্āϝাāϏāĻš)

🚀 ā§Ģā§Ļāϟি āĻĻāϰāĻ•াāϰি āĻ•িāĻŦোāϰ্āĻĄ āĻļāϰ্āϟāĻ•াāϟ (Windows) (āĻŦাংāϞা āĻŦ্āϝাāĻ–্āϝাāϏāĻš) (āĻ…āϜাāύা āĻ•িāύ্āϤু āĻ–ুāĻŦāχ āĻ•াāϜে āϞাāĻ—ে) ⸻ ā§§. Ctrl + N → āύāϤুāύ āĻĢাāχāϞ āĻŦা āĻĄāĻ•ুāĻŽেāύ্āϟ āĻ–ুāϞāĻŦে (Word, Notepad, Browser āχāϤ্āϝাāĻĻিāϤে)। ⧍. Ctrl + Shift + T → āφāĻ—ে āĻŦāύ্āϧ āĻšā§Ÿে āϝাāĻ“ā§Ÿা āĻŦ্āϰাāωāϜাāϰ āϟ্āϝাāĻŦ āĻĒুāύāϰা⧟ āĻ–ুāϞāĻŦে। ā§Š. Ctrl + Shift + Left/Right Arrow → āĻāĻ•āϏাāĻĨে āĻĒুāϰো āĻļāĻŦ্āĻĻ āύিāϰ্āĻŦাāϚāύ āĻ•āϰা āϝাāĻŦে। ā§Ē. Alt + F4 → āĻ…্āϝাāĻĒ āĻŦা āωāχāύ্āĻĄো āĻŦāύ্āϧ āĻšāĻŦে। ā§Ģ. Ctrl + P → āĻĒ্āϰিāύ্āϟ āĻĄা⧟াāϞāĻ— āĻŦāĻ•্āϏ āĻ–ুāϞāĻŦে (āĻĒ্āϰিāύ্āϟ āĻ•āϰাāϰ āϜāύ্āϝ)। ⸻ ā§Ŧ. Ctrl + A → āϏāĻŦ āĻĢাāχāϞ āĻŦা āϟেāĻ•্āϏāϟ āϏিāϞেāĻ•্āϟ āĻšāĻŦে। ā§­. Ctrl + C → āĻ•āĻĒি āĻ•āϰা āϝাāĻŦে। ā§Ž. Ctrl + V → āĻĒেāϏ্āϟ āĻ•āϰা āϝাāĻŦে। ⧝. Ctrl + X → āĻ•াāϟ āĻ•āϰা āϝাāĻŦে। ā§§ā§Ļ. Ctrl + Z → āϏāϰ্āĻŦāĻļেāώ āĻ•াāϜ Undo āĻšāĻŦে। ⸻ ā§§ā§§. Ctrl + Y → Undo āĻ•āϰা āĻ•াāϜ Redo āĻšāĻŦে। ⧧⧍. Windows Key + E → File Explorer āĻ–ুāϞāĻŦে। ā§§ā§Š. Windows Key + D → āĻĄেāϏ্āĻ•āϟāĻĒ āĻĻেāĻ–াāĻŦে (āϏāĻŦ āĻŽিāύিāĻŽাāχāϜ āĻšāĻŦে)। ā§§ā§Ē. Ctrl + Shift + Esc → āϏāϰাāϏāϰি Task Manager āĻ–ুāϞāĻŦে। ā§§ā§Ģ. Windows Key + L → āĻ•āĻŽ্āĻĒিāωāϟাāϰ āϞāĻ• āĻšāĻŦে। ⸻ ā§§ā§Ŧ. Windows Key + S → āϏাāϰ্āϚ āĻ…āĻĒāĻļāύ āϚাāϞু āĻšāĻŦে। ā§§ā§­. Windows Key + R → Run āĻ•āĻŽাāύ্āĻĄ āϚাāϞু āĻšāĻŦে। ā§§ā§Ž. F5 → āϰিāĻĢ্āϰেāĻļ āĻ•āϰāĻŦে। ⧧⧝. Alt + Enter → Properties āĻ–ুāϞāĻŦে। ⧍ā§Ļ. Ctrl + T → āĻŦ্āϰাāωāϜাāϰে āύāϤুāύ āϟ্āϝাāĻŦ āĻ–ু...