Thursday, April 23, 2020

অভ্র দিয়ে বাংলা লেখা অনুশীলন

কীবোর্ডে বাংলা ঠিকমত দেখাচ্ছে না? 
আপনি সম্ভবত এন্ড্রয়েড সেটিংস বা কোন থিম অ্যাপ থেকে ফন্ট ব্যবহার করছেন! পুনরায় ডিফল্ট ফন্টকে সক্রিয় ফন্ট হিসেবে চালু করুন! 


বাংলা লেখা চর্চা 

চন্দ্রবিন্দু লিখুন qq দিয়েঃ

চাঁদ = caqqd

ছোঁয়া = chOqqya

 

 লিখুন TH দিয়েঃ

হটাৎ = hoTaTH

 

হসন্ত লিখুন hs দিয়েঃ

আল্লাহ্‌ = allahhs

 

ং লিখতে ng,   লিখতে Ng  এবং  লিখতে NGব্যবহার করুনঃ

বাংলা = bangla

অঙ্গ = oNggo

মিঞা = miNGa

 

ব-ফলা লেখা যাবে w দিয়েঃ

শ্বাশ্বত = SwaSwoto/SwaSwt

 

য-ফলা লিখতে yz অথবা Z ব্যবহার করুন ( স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়ে) ঃ

ব্যবহার = bybohar/bzbohar/bZbohar

অ্যানিমেশন = oZanimeSon

 

ঋ অথবা ঋ-কার লিখতে rri ব্যবহার করুনঃ

ঋণ = rriN

বৃত্ত = brritto

 

রেফ লিখুন (vowel) +  rr + (consonant) দিয়েঃ

কর্ম = korrmo

উর্দি = urrdi

নির্মল = nirrmol

 

কিছু  বিশেষ যুক্তাক্ষরঃ

ক্ষ = kkh অথবা kSh

ক্ষ্ণ = kkhN (ক্ষ + ণ = kkh + N)

জ্ঞ  = gg

ঞ্চ = NGc ( ঞ + চ = NG + c)

ষ্ণ = ShN ( ষ + ণ = Sh + N)

হ্ম = hm

ঞ্জ = nj

ঞ্চ = nc

 

 

আরো কিছু উদাহরণঃ 

লক্ষ্ণৌ  = lokkhNOU

কর্তৃত্ব = korrtrritw

শিক্ষা = shikSha/shikkha

ছাত্র = chatro

বৈষ্ণব = bOIShNb

সমুদ্র = somudro

রিদ্মিক = ridmik 

ব্রহ্মপুত্র = brohmputro

ময়মনসিংহ = moymonosingoh

শম্ভূগঞ্জ = shomvUgonj 

(Collected)

Monday, April 20, 2020

Connectors / linkers

 Linking Word (Sentence Connector) - বাক্য সংযোজনকারী
:বাক্য সংযোজনকারী -Sentence Connector / Linking Words  Link অর্থ যুক্ত করা। Linker অর্থ যুক্তকারী। যেসব word বা phrase word-এর সঙ্গে word, phrase-এর সঙ্গে phrase এবং sentence-এর সঙ্গে sentence-এর সংযোগ ঘটিয়ে থাকে, তাকে linker বলে।
যেমন:  i. I know the girl who has come here.  ii. It is a month since I came here.    
#Rule-1 : As a result/ for this/ for this reason/ that is why/ this is why/ thus/ as a consequence/ consequently/ therefore/ so/ hence কারণে/ফলে/এভাবে/তাই.: Clause/ Sentence দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণে সংঘটিত প্রভাবের আগে উপরোক্ত Linkers-গুলো ব্যবহূত হয়।
যেমন: a. Bangladesh is a small country. So, she cannot house her large population. b. Many dishonest businessmen hoard the daily commodities. As a result, the prices of them lie at an imbalanced rate. c. Jubaer walked slowly. For this/ For this reason/ That is why/ Thus/ Therefore/ he failed to reach the station in time. d. Despite my warning he violated my instruction. As a consequence/ Consequently/ Hence/ Therefore/ For this/ For this reason/ That is why/ Thus/ As a result/ So, he had to suffer much.  
#Rule-2 : In short/ in brief/ in a few words/ in a word/ in a nutshell/ in fine/ in conclusion/ to sum up/ to summarize/ on the whole সংক্ষেপে/ এককথায় বলতে গেলে.: পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. His whole family depends on him. He is the only earning member of his family. In a word, he is the umbrella of his family. b. Bangladesh is a small country. She has a large population. She cannot ensure the basic rights of her citizens. People are mostly poor here. Most of them are illiterate. In short/ In brief/ In a word/ In a nutshell/ In fine/ In conclusion/ To conclude/ To sum up/ To summarize/ On the whole, Bangladesh is burdened with many problems.  
#Rule-3 : In other words/ in the other way অন্য কথায়/ অন্যভাবে বলতে গেলে.: কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে অন্যভাবে প্রকাশ করতে হলে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. The students do not try to understand English. In other words, they are going from bad to worse. b. His crazy activities were crossing all limits. In other words, he was almost mad. c. May students do not prepare themselves for the examination. In other words/ in the other way, they adopt unfair means in the examination.  
#Rule-4 : Moreover/ besides/ in addition/ in a addition to that/ further more/ in addition to/ again তা ছাড়া/ অধিকন্তু/ আবার.: আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্য সংযুক্ত করতে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. The man has a big flat. Besides this, he has a car. b. Our country is a beautiful country. Moreover, she is full of natural recourses. c. Besides a colour television, the bridegroom demanded a motorcycle. d. Bangladesh is a small country. It has a huge population. Poverty is its main problem. Moreover/ Besides/ In addition to that/ In addition/ Furthermore/ Again natural disasters have become its part and parcel.   
#Rule-5:   And/ as well as/ along with/ together with এবং.: এ ধরনের linker দুটি noun/ verb/ adjective/ adverb/preposition-এর মাঝে সংযোজক হিসেবে ব্যবহূত হয়। যেমন: a. Sumon together with Lalchand came to my office. b. The teacher as well as the students was present. c. The students went to the principal and demanded new facilities in their college library. d. The boy as well as his brothers has come. e. Mr. Hassan along with his son visited our house.   #Rule-6: Not only ... but also শুধু নয় ... আরও.: দুটি বিষয়, বস্তু, ঘটনা ইত্যাদির শুধু একটি নয়, অপরটিও হয়—এমন বোঝাতে প্রথমটির আগে not only এবং পরেরটির আগে but also বসে বিস্তারিত আলোচনা, completing sentence parts অংশে দেখো.। যেমন: a. Not only Tanny but also Tania is now going to America this year. b. The boy is not only lazy but also dirty. c. Faruk not only reads novels but also plays tennis. d. Shamim works not only irregularly but also carelessly. e. Minhaj is not only a student but also a business man.  
#Rule-7 : Either ... or হয় ... অথবা.: দুটির/ দুজনের মধ্যে হয় একটি/ একজন অথবা অন্যটি/ অন্যজন—এ রকম বোঝাতে এ linker ব্যবহূত হয়। যেমন: a. Either I or my friend will raise the flag. b. Either he or his brothers are guilty. c. You can either study or sleep. d. Either Maliha or Samia will present the meeting. e. He is either mad or foolish.    
#Rule-8: Neither ... nor এটাও নয় ... ওটাও নয়.: দুটি বিষয়ের/ বস্তুর বা দুই ব্যক্তির কেউই নয়/ কোনটিই নয়—এমন বোঝাতে এই linker ব্যবহূত হয়। যেমন: a. Neither Rana nor his sister passed. b. Neither the teachers nor the students were present. c. Neither you nor he is responsible. d. Neither the teachers nor the students missed the programme in the college. e. He neither did the work nor asked others to do this. 
# Rule-9 : ... Both ... and ... এবং ... উভয়েই/ উভয়টিই.: দুটি বস্তু/ বিষয় বা দুই ব্যক্তি/ পক্ষের উভয়টি/ উভয়কেই বোঝাতে এই linker ব্যবহূত হয়। যেমন: a. Both my friend and cousin came on the occasion of my birthday. b. I took both accounting and marketing as my major courses. c. He is both honest and kind. d. Both Anik and Jotisko are intelligent. e. Both the teacher and the student were absent.
#Rule-10 Relative pronouns. : Who, which, that, what, whom, whose এই Pronoun-গুলো Sub-ordinating Conjunction হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে। যেমন: a. The man who came here yesterday is my brother. b. This is the book which is now out of print. c. I do not know what they want. d. Mr. Kalam is a businessman who works mainly with the foreigners. e. This is the boy whose pen has been lost.  
#Rule-11 Participles. : কোনো Incomplete expression বা Predication-কে Complete করতে Infinitive-এর বিকল্প হিসেবে Participle-কে ব্যবহার করা যায়। যেমন: a. To be Infinitive. and expert singer, he tries to sing well. b. Being Participle. an expert singer, he tries to sing well. c. Being Present Participle. a man of letters, Mr. Kalam is working for the removal of illiteracy. d. Brought Past Participle. up in America, Shila likes to stick to American culture. e. Having completed Perfect Participle. the work, we got our payment. 
# Rule-12 : Including, Consisting of, Comprising অন্তর্ভুক্ত করে.: অন্তর্ভুক্ত রয়েছে, এমন বিষয় বা বস্তুর আগে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. Both the schools comprising engineers and geologists do not rule out the possibility of a major earthquake. b. He published all his writing including his autobiography. c. The newly formed committee has been declared comprising the experts in archeology. d. The family consisting of five members live in this house. e. The team consisting of 11 members won the game. 
#Rule-13 : at the same time/ after that/ subsequently/ Then/ coincidentally একই সময়ে/ যুগপ ৎভাবে.: একই সময়ে সংঘটিত দুটি বিষয়ের মধ্যে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. Rahim was reading a book. At the same time, Karim was writing a letter to his mother. b. I saw the boys. They were then playing football in the school filed. c. He told me everything. After that, I had nothing to say. d. He committed a blunder. Subsequently, he had to pay. e. It was not pre-planned. I just met him coincidentally.
#  Rule-14 : At the end/ at last/ at length/ finally/ lastly/ at the eleventh hour/ eventually/ last of all অবশেষে/ সবশেষে.: ধারাবাহিক কোনো ঘটনার মধ্যে সর্বশেষ ঘটনা বা বিষয়টির আগে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. The old sailor prayed for seven days. At last, God took pity on the old sailor. b. I worked hard. I made all needful corrections in the book. I drew the attention of all the teachers of English countrywide. At the end/ At last/ At length/ Finally/ Lastly/ Last of all/ In the end, I could achieve a dramatic success. c. At the eleventh hour, he came to me with the request. I could not entertain it. d. He made useless efforts. Eventually, everything failed. e. The govt. should take some necessary steps to remove illiteracy from the country. Secondly, there should be an awareness making programme through out the country. 
#Rule-15 : Too/ also/ as well আরও.: আরও কোনো কিছু ঘটতে পারে; অধিক ঘটনা বা বস্তুকে উল্লেখ করার পর এই Linker-গুলো ব্যবহূত হয়। তবে also-কে Sentence-এর শুরুতে, মাঝে, এমনকি শেষেও ব্যবহার করা যায়। a. He needs a pen. He also needs a book. b. Karim is a good student. Rahim is also a good student. c. He is going to school today. You can go as well. d. He is a singer. He is an actor too. e. He told the matter in detail. He helped me also. 
#Rule-16 : At present/ at the present time/ presently/ now a days বর্তমানে/ আজকাল.: বর্তমান সময়ে ঘটছে, এমন বোঝাতে এই Linkers-গুলো ব্যবহূত হয়। a. At present, the condition of the farmers is not good at all. b. At present, women contribute to the society remarkably. c. Now a days the green house effect has appeared as a great threat to our existence. d. He is waiting for me for a long time. So, I have to meet him presently. e. At the present time I have no cash in hand.   
#Rule-17 : firstly/ secondly/ thirdly প্রথমত/ দ্বিতীয়ত.: কোনো বক্তব্যকে ধারাবাহিকভাবে লিখতে গেলে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. There are many ways to solve the food problem in Bangladesh. Firstly, we must sustain the present production of food. Secondly, we must control the rapid population growth. Thirdly, steps should be taken against the fragmentation of land. Fourthly, modern and scientific method of cultivation should be introduced. 
#Rule-18 : But/ On the other hand/ On the contrary/ Instead of that/ Whereas/ In contrast কিন্তু/ অন্য দিকে.: পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. I expected you that day. But you did not come. b. He is poor. Whereas his own brother is a rich business man. c. I do not like him. But he likes me very much. d. Dhaka is over-populated. On the other hand/ On the contrary/ In contrast/ In contrast with this/ whereas, Khulna is less populated. e. I asked him for some money. In stead of that, he gave me some advice.  
#Rule-19 : Otherwise/ lest অন্যথায়/ পাছে.: একটি ঘটনা না ঘটলে বা একটি কাজ না হলে অপর ঘটনাটি ঘটে বা ঘটতে পারে—এমন বোঝাতে দুটি ঘটনা বা কাজের মধ্যে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. Read attentively lest you should fail in the examination. b. They walked fast lest they should miss the train. c. Hurry up lest you should miss the bus. d. Do it in time. Otherwise you will be punished. e. Walk fast lest you should miss the train.  
#Rule-20 : For instance/ for example/ such as/ like/ namely/ that is to say যেমন/ অর্থা ৎ .: উদাহরণ হিসেবে কিছু তথ্য যোগ করতে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. People of the developing country do not enjoy their basic right such as freedom of movement, freedom of speech etc. b. Bangladesh is a developing country. Its GDP rate is growing very fast. For instance/ For example, it is earning a huge amount of foreign currency from its various sectors namely man-power, garments and leather. That is to say, it has achieved a dramatic output from these sectors. Other sectors are also promising like these sectors such as jute, handicrafts, shrimps etc.
  #Rule-21 : first of all/ initially/ primarily/ in the beginning/ at the start/ in the first place সর্ব প্রথম/ শুরুতে.: ধারাবাহিক/ পর্যায়ক্রমিক বক্তব্যকে লিখতে গেলে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. Some steps should be taken to control population in the beginning. b. Some steps should be taken to control traffic in Dhaka city. c. First of all/ In the first place any violation of traffic signal must be taken seriously. d. Initially/ At the start/ Primarily/ In the beginning, it might be difficult.  
#Rule-22 : always/ Usually/ generally/ as usual/ most often/ very often/ frequently/ sometimes/ at times সর্বদা/ সাধারণত/ প্রায়ই/ মাঝেমধ্যে.: যে ঘটনা সর্বদা বা প্রায়ই বা মাঝেমধ্যে ঘটে, যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায়ই সত্য, সেই ঘটনা বা বৈশিষ্ট্যসম্পন্ন বাক্যে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. I do not like him. But he comes here frequently. b. Nothing can cure him. He takes drugs frequently. c. They have defeated us this time. They cannot defeat us always. d. He is a very simple and polite man as usual. e. He usually/ always/ generally/ as usual/ most often/ very often/ often/ sometimes/ at times gets up from bed early in the morning.  
#Rule-23 : After পরে.: দুটি কাজ বা ঘটনার মধ্যে যেটি আগে হয়েছে বা হয় বা হবে, তার আগে After বসে। যেমন: a. The students came to college after the bell had rung. b. The patient died after the doctor had come. c. After he had passed his M.A. he joined a multinational company. d. His father died after he had left the hospital. e. We reached the station after the train had left. 
# Rule-24 : Before/ prior to that পূর্বে.: পূর্বে হয়েছে, এমন কাজ বা ঘটনাকে পরে ঘটেছে এমন কাজ বা ঘটনার সঙ্গে যুক্ত করতে before ব্যবহার করা হয়। যেমন: a. The patient had died before the doctor came. b. We had reached the station before the train left. c. The sun had set before we reached home. d. Before the doctor came, the patient had died. e. The talked to us. Prior to that, they invited us.  
#Rule-25 : Thus/ in this way এভাবে. ঃ কোনো ঘটনা কীভাবে ঘটে বা ঘটেছে, তার বিবরণপরবর্তী সময়ে এ ধরনের Linker ব্যবহূত হয়। a. Most of the people of our country are illiterate. Many of them are lazy and inactive. In this way, they become poor. b. They went to the station. They booked some tickets there. Then they reached the station on the certain day. Thus they started their train journey.  
#Rule-26 : When/ while যখন.: একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে এ ধরনের Linker বসে। While-পরবর্তী Clause-টি সাধারণত Continuous-এর হয়। যেমন: a. When I came to college, I saw him. b. While I was sleeping, the phone rang. c. He met me while I was going to market. d. When it was summer, we went on a tour. e. When the train had left, we reached the station.  
#Rule-27 : However/ nevertheless/ after all যা-ই হোক, মোটের ওপর.: আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরও গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই Linker-গুলো ব্যবহূত হয়। যেমন: a. You should not disobey him. After all, he is your father. b. You are so late. However, you can start your work now. c. Television has some demerits. Nevertheless, it is considered to be a wonder of modern science. d. You cannot dishonour him. After all, he is your senior. e. I invited him. Nevertheless, he did not attend the function.  
#Rule-28 : In case যদি., In any case যেকোনো অবস্থায়.: যদি অথবা যেকোন অবস্থায় কোনো কিছু করা হয়/ হয়েছিল/ হবে বুঝালে এই Linkers ব্যবহূত হয়। যেমন: a. In case you come, I will go there. b. In case of emergency, you may call me. c. In any case, I will attend the meeting. Try yourself : d. —, I will help you in your danger. e. Do not worry. They will talk to you —.  
#Rule-29 : Really/ actually/ indeed/ in fact/ of course অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তুত.: কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. Nobody respects Mr. Rashed. In fact, he is not an honest man. b. He was silent despite all my questions. Actually/ Indeed/ In fact/ Really, he had nothing to say. c. Bangladesh has to solve the problem of poverty. Of course, it is possible through sincere and pragmatic efforts and steps. Try yourself : d. —, Bangladesh is a country of problems. e. He finished the work in time. —, we can depend on him.  
#Rule-30 : Another/ the other/ the latter অন্যটি, পরবর্তীটি.: দুটি বিষয়/ বস্তু/ দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীটি বা পরবর্তীজনের আগে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. Kamal and Hassan are very bright students. The latter is also a good player. b. There are two most important causes of sound pollution. One is the growth of urban population. The other is the increasing use of machines in our everyday life. Try yourself : a. Mr. Rahman and Mr. Kamal were school-friends. — is now working in a foreign mission.  
#Rule-31 : Rather বরং.: কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই Linker-টি ব্যবহার করা হয়। যেমন: a. You would rather starve than steal. b. I would rather die than beg. c. Bangladesh is not a rich country. Rather, it is a poor country. Try yourself : a. Though the students are weak in English, they do not put emphasis on this subject. —, they avoid it.  
#Rule-32 : Similarly, in the same way, alike অনুরূপভাবে/ একইভাবে.: আগে কোনো কিছু লেখা হয়েছে, তার সঙ্গে মিল রেখে কিছু ঘটছে বা ঘটবে—এমন কিছু লিখতে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. Shamim turned the wheel. Similarly, his brother did. b. You have done the work nicely. He has done the work similarly/ in the same way. c. You should address the problem immediately. We should do alike. Try yourself : a. I bought a new car—, my friend bought another one. b. The wind rotates turbine—, the turbine generates power.  
#Rule-33 : According to/ in accordance with/ accordingly অনুসারে/ অনুযায়ী.: আগের কোনো কাজ/ ঘটনা/ বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ/ ঘটনা সম্পাদিত হলে এই Linkers ব্যবহূত হয়। যেমন: a. According to me, Khaled is not only a good student but also a good player. b. I talked to them according to the instruction of my boss. c. In accordance with the UNESCO’S declaration, International Mother Language Day is celebrated all over the world. Try yourself : a. I told him to complete the work in time. He completed the work — b. One should lead himself — the law and order of the country.  
#Rule-34 : পর্যন্ত অর্থে Till এবং যে পর্যন্ত না অর্েথ Until ব্যবহূত হয়। যেমন: a. Pray to Allah till the sunrise. b. Study hard till you learn the lesson. c. He was working until I come back. Try yourself : a. Wait here — I come back. b. We studied — the teacher left. 
# Rule-35: Still/till now/even now এখনো/এখন পর্যন্ত.: এখনো বা এখন পর্যন্ত চলছে, তা বোঝাতে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. The teacher is discussing the importance of learning English even now. b. He is still sleeping. Till now, he has not finished the work. c. We are discussing the problem even now. Try yourself: a. The students are playing in the field ....... . b. Rupa and Ripa are ........ gossiping.  
#Rule-36 : Suddenly/ all on a sudden হঠাৎ.: হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটনার পূর্বে বা পরে এই Linkers-গুলো ব্যবহূত হয়। যেমন: a. That day we were reading in our room. Suddenly, we heard them crying. b. We were walking along the street. Suddenly a man came to us running. c. The man jumped into the river and drowned. This happened all on a sudden. Try yourself : a. The students were playing in the playground........., the headmaster came there and took them to class. b. The goats were grazing. A tiger came and took away one. It happened.......... .  
#Rule-37 : if/ even if/ Unless যদি/ এমনকি যদি/ যদি না.: যদি/ এমনকি যদি/ যদি না অর্থ প্রকাশ করতে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. If I had enough money, I would establish a college in my village. b. Unless you work hard you will not shine in life. c. You won’t be paid unless you do your duty well. Try yourself : a. — he arrived in time, he would meet the chairman. b. We will go out — it rains.   Rule-38: Above all সর্বোপরি.: সামগ্রিকভাবে কোনো কিছুকে প্রাধান্য দিয়ে লিখতে গেলে এই Linker ব্যবহূত হয়। যেমন: a. Above all, he was a very honest man. b. There was a remarkable turn out in the last Parliamentary election. Above all, people enjoyed the election as a celebration. Try yourself : c. —, they are willing to go there. d. —, the problems of your country are increasing.     Rule-39: Undoubtedly/no doubt/ surely /of course/certainly/truly speaking নিঃসন্দেহে/ নিশ্চিতভাবে/ অবশ্যই.: নিঃসন্দেহে/ নিশ্চিতভাবে/ অবশ্যই—এমন বক্তব্য প্রকাশ করতে এ ধরনের Linkiers ব্যবহূত হয়। যেমন: a. Undoubtedly you are wrong. b. Undoubtedly/ no doubt/ surely/ It is needless to say that/ It needs no telling that/ truly speaking, almost all the countries of the world are under a constant threat of terrorism. Try yourself : a. It needs no telling that women have proved their worth everywhere. —, they have done so. b. Parvez committed mistake —.   Rule-40 : Whoever যে-ই হোক.: কোনো ব্যক্তির ব্যক্তিপরিচয় অনিশ্চিত হলে এই Linker-টি তার পূর্বে ব্যবহূত হয়। যেমন: a. Whoever is present here, he/she should listen to our request. b. Whoever you are, I won’t respect you.   Rule-41 : Unfortunately/ unluckily দুর্ভাগ্যজনকভাবে.: কোনো ঘটনা বা বিষয় দুর্ভাগ্যজনক হলে তা প্রকাশে এই Linker ব্যবহূত হয়। যেমন: a. We went to meet the Principal. Unfortunately, we did not get him at his office. b. He was missing. Luckily/ Fortunately, I found him in a park. c. I walked fast. Unluckily, I missed the train.   Rule-42 : Whatever যা-ই হোক.: কোনো বিষয়/ বস্তুর পরিচয় অনিশ্চিত হলে তার পূর্বে এই Linker-টি ব্যবহূত হয়। যেমন: a. Whatever you want, it must be legal. b. Whatever your ambition is, it should be honest. c. Whatever he wants can never be met.   Rule-43 : In order to/ to উদ্দেশে.: যে কাজের উদ্দেশে কোনো কিছু করা হবে বা হয় বা হয়েছে, উদ্দেশ-প্রকাশক সেই Verb-এর আগে in order to/ to বসে। যেমন: a. She went to market in order to buy a book. b. Many people go abroad in order to enjoy better opportunities. c. He came here in order to talk to us.   Rule-44 : So that/ in order that যাতে.: উদ্দেশ-প্রকাশক Sub-ordinate Clause-এর আগে এ ধরনের Linker ব্যবহার করে Principal Clause-এর সঙ্গে যুক্ত করা হয়। যেমন: a. He is reading attentively so that he can get GPA-5. b. The man started his journey earlier so that he might reach his destination in time. c. Della sold her hair in order that she could buy a gift for her husband.   Rule-45 : That যে/ যা/ যেটা.: যে/ যা/ যেটা বুঝিয়ে এই Linker ব্যবহূত হয়। যেমন: a. We know that he is a freedom fighter. b. That the man is dishonest is known to all. c. We know that he is a godfather. d. It is said that honesty is the best policy.   Rule-46 : Whether/ whether ... or কিনা.: নিশ্চিত নয়, এমন বিষয়, বস্তু, ঘটনা বা ব্যক্তির আগে এই Linker-টি ব্যবহূত হয়। যেমন: a. I do not know whether she will come or not. b. The man asked me whether I had completed the work. c. I do not know whether he is honest or dishonest.   Rule-47 : Whenever যখনই হোক.: অনিশ্চিত সময়-প্রকাশক ঘটনা, কাজ বা কালের পূর্বে এই Linker-টি ব্যবহূত হয়। যেমন: a. Whenever you need me, just make a phone call. b. Inform him of the matter whenever he comes.   Rule-48 : Wherever যেখানেই হোক.: অনির্ধারিত বা অজ্ঞাত স্থানকে প্রকাশ করতে এই Linker-টি ব্যবহার করা হয়। যেমন: a. Wherever he goes for help, nobody helps him. b. Wherever you go, I will always be with you.   Rule-49 : As/ since/ because/ because of/ for/ on account of/ due to/ owing to যেহেতু/ কারণে.: যেহেতু/ কারণে প্রকাশক Clause-এর পূর্বে এই Linker-গুলো ব্যবহূত হয়। যেমন: a. I could not go out because of/ owing to the heavy rainfall. b. As/ since the weather was rough, we cancelled our journey. c. Because of his hard labour and perseverance, Ismail Hossain succeeded in life. d. I went to his house because/ as/ for I was invited. e. I could not go to school on account of my illness.   Rule-50 : In any way/ any how/ by all means যেকোনোভাবে.: যে কোনভাবে/ যেকোনো উপায়ে কোনো কাজ করতে চাইলে বা করা হবে বা করা হয়েছে, এমন বোঝাতে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. You are in problems now. I will help you any how. b. We will make the programme successful by any means/ by all means. c. The problem is serious. In any way, we have to solve it.   Rule-51 : Enough to যথেষ্ট.: কোনো বৈশিষ্ট্যের পর্যাপ্ততা বা অপর্যাপ্ততার কারণে কোনো কাজ সংঘটিত হলে বা না হলে সেই কাজের Verb-টির আগে এই Linker-টি বসে। যেমন: a. She was not meritorious enough to get GPA-5. b. The girl is intelligent enough to understand the questions. c. He is not strong enough to carry the load.   Rule-52 : Though/ although যদিও.: দুটি বিপরীতধর্মী Clause-কে যুক্ত করতে এই Linker ব্যবহূত হয়। যেমন: a. Though worked hard, he could not get GPA-5. b. Though the man is rich, he is not happy. c. They could not catch the train although they hurried a bit.   Rule-53 : In spite of/ despite সত্ত্বেও.: একটি Sentence/ Clause-এর সঙ্গে অপর একটি বিপরীত ভাব প্রকাশ করা Pharase-কে যুক্ত করতে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. In spite of his hard labour, Kawsar could not reached his goal. b. He attended the meeting despite being sick. c. In spite of his illness, he attended the meeting.   Rule-54 : Once/ once upon a time/ many days ago/ long long ago/ in ancient time/ in the past একদা, অনেক দিন আগে, অতীতে.: অনেক দিন আগে, অতীতে ঘটেছে এমন ঘটনা/ কাজ প্রকাশে এ ধরনের Linker ব্যবহূত হয়। যেমন: a. Once upon a time there was a powerful king in Bangladesh. b. Once/ Once upon a time/ Many days ago/ Long long ago/ In ancient time there lived a king who was fond of knowing his future from astrologers. c. In the past we had much but now we have very less.   Rule-55 : Yet তার পরেও.: বিপরীতধর্মী বা বিপরীত ভাব প্রকাশক কোনো কাজ, ঘটনা বা বৈশিষ্ট্য প্রকাশ করতে এই Linker ব্যবহূত হয়। যেমন: a. I hold him several times to complete the work. Yet, he did not do it. b. Many things are changing now. Yet people are here still quite polite and friendly. c. He is poor, yet he is happy.   Rule-56 : As if/ as though/ as it were যেন.: কারও কাজ বা কোনো ঘটনা দেখে কিছু মনে হলে তা এই Linker-এর পরে ব্যবহার করা হয়। যেমন: a. He talks as if/ as though he were a great scholar. b. They shouted as if they had seen a ghost. c. The sun is, as it were, the lamp of the universe. d. He talks as if/as though he were a mad.   Rule-57 : To the last/ till the end/ to a close শেষ পর্যন্ত.: শেষ পর্যন্ত যা করা হয়েছে বা হবে—এমন কাজ বা ঘটনা লেখার শেষে এ Linker-গুলো বসে। যেমন: a. All the audience were present till the end. b. We fought to the last to save our country. c. He was present in the meeting till the end. d. The martyrs fought against the invading Pakistani army till the end/ to the last. e. The function came to a close at six pm.

Wednesday, April 15, 2020

কিছু দোয়া

আসুন সবাই একবার পড়ি

১, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রা-জিম বিসমিল্লাহির রহমানির রহিম❤
২, সুবহান-আল্লাহ, আলহামদু-লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর❤
৩, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ❤
৪, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহু ওয়াহাদাহু লা শারি-কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু❤
৫, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্বিয়াউ ওয়া তুবে ইলাইহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম❤
৬, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা  ইন্নী কুমতু মিনাজ জোয়ালিমিন❤
৭, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ, ওয়া লাম ইউলাদ, ওয়া লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ❤
৮, ফাবিআয়ি আলাইয়ি রাব্বি কুমা তুকাজ্জিবান❤

৯,লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহিদাল্লাহ সানিয়ালাকা মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসুলু রাব্বিল আল আমিন❤
১০, আল্লাহ হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারসি, ওয়া জুনুনি, ওয়া জুজামি, ওয়ামিন সায়িইল আসক্বম ❤
এই ইস্তেগফার আসুন সকলেই পরি আল্লাহ আমাদের ইস্তেগফার কবুল করুন আমিন, সুম্মা আমিন❤❤❤

আলহামদুলিল্লাহ 
মাশাল্লাহ ❤
(কালেক্টেড) 

Tuesday, April 14, 2020

পহেলা বৈশাখের কৌতুক

১#
সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের দিন ভিক্ষা করতে করতে রমনা বটমূলের পান্তা চত্বরে চলে যায়! গিয়ে দেখে সবাই গণহারে পান্তা ভাত খাচ্ছে এই দৃশ্যর সাথে মোটেই পরিচিতি না থাকার কারনে, ভিক্ষুকের মনে নানারকমের প্রশ্ন জন্ম আসে! ভিক্ষুক ভাবতে থাকে আমি শহরে এলাম আর শহরে আকাল লাগল নাকি ! একটু দূরে এগিয়ে গিয়ে এক ভদ্র-লোককে প্রশ্ন করে-

ভিক্ষুক: স্যার আপনারা সবাই পান্তা খাইতাছেন কেন?

ভদ্রলোক: বুঝলে আমরা আমাদের পূর্ব-পুরুষদের ইতিহাস-ঐতিহ্য ভুলে যায়নি! তাই...

ভিক্ষুক: ওহ! বুঝছি বুঝছি! সাব, আপনেগো বাপ-দাদা'রা আমাগো লাহান ফকিন্নির পুত আছিলো!!

 

২#
ছেলে: আমি তোমাকে বিয়ে কি করতে চাই

মেয়ে: কি!! তোমার সাহস তো কম না... জানো আমরা কত ধনী... আমার বাবার কয়টা বাড়ি, গাড়ি আর ইন্ডাস্ট্রি আছে... আর তুমি কি আমাকে বিয়ে করতে চাও... তোমার কী আছে হ্যাঁ??

ছেলে: আমার বাজারে ইলিশ মাছের দোকান আছে।

মেয়ে:  ও মাই গড! আমি বুঝতে পারি নি... চল বিয়ে করে ফেলি...

 

৩#
: গলায় কাঁটা বিঁধছে

: ক্যামনে?

: ইলিশ আর পান্তা একলগে গিলছিলাম । তয় পান্তা পেটে চলে গেছে । মাগার কাঁটা গলায় আটকে গেছে

: দাড়া ফেসবুকে পোষ্ট করে দিতাছি

: শালা আগে ক অহন কী করব...

: একটা বিলাই খাইয়া ফ্যাল ও সব কাঁটা খেয়ে ফেলবে

 

৪#
প্রেমিকা : এইবার পহেলা বৈশাখে কী দিবা আমাকে?

প্রেমিক : বলো, কী দিলে খুশি হবে?

প্রেমিকা : আমাকে একটা ডায়মন্ডের রিং দিতে হবে!

প্রেমিক : প্লিজ অন্যকিছু নিলে হয় না?

প্রেমিকা : তাহলে আমাকে একজোড়া ইলিশ কিনে দাও।

প্রেমিক : ডায়মন্ডের রিং কিনতে আমরা কবে যাচ্ছি তাহলে?

 

৫#

ইলিশ মাছের দাম কত?

: দেড় হাজার শেয়ার!    

: পাঁচশ শেয়ার দেব, দেওয়া যাবে?

: আরে ভাই, আজকাল পাঁচ শ শেয়ারে তেলাপিয়া মাছও পাওয়া যায় না। আর আপনি আসছেন ইলিশ মাছ কিনতে!

: ইলিশ মাছ কিনতে নয়, দাম জানতে এসেছিলাম!

 

৬#
: ভাই সাহেব হঠাৎ গাড়ি–বাড়ি করে ফেললেন?  লটারি জিতেছেন নাকি?

: না ভাই, লটারি না। ফ্রিজে দুটি ইলিশ ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে বেচে দিয়েছি।

 

৭#
ক্রেতা: ইলিশ মাছের জোড়া কত?

বিক্রেতা: স্যার মাত্র তিন হাজার টাকা।

ক্রেতা: হাজার টাকায় দিবা? ওই দেখো, তোমার দাম শুইন্না মাছ তো হার্ট ফেল করল।

 বিক্রেতা: স্যার, মাছ হার্টফেল করছে কথা সত্য। তয় আমার চাওয়া দাম শুইন্না না, আপনারটা শুইন্না।

 

৮#
পয়লা বৈশাখের পরের দিন। – কিরে? পান্তা-ইলিশ খেয়েছিলি পয়লা বৈশাখে ?- না পান্তা-খাসি খেয়েছি- মানে? – মানে ইলিশ কিনতেই গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি ইলিশের দাম আড়াই হাজার টাকা। শেষে একটা খাসি কিনে ফিরলাম…

 

৯#
ছিলতাইকারীর কবলে ইলিশক্রেতা ।

: গেল, সব নিয়া গেল...!

: কিন্তু ফোন তো আপনার হাতে!

: ফোন দিয়া কী করুম? একটু আগে কেনা এক কেজি ইলিশ নিয়া গ্যাছে!

 

১০#
পহেলা বৈশাখে সকালে  ঢাকার রেস্তোরায় গেলো গ্রামের এক লোক। সে এর আগে কখনো শহরে আসে নি। পহেলা বৈশাখ হওয়ায় সে যে রেস্তোরাতে যে সেখানেই দেখে পান্তা ইলিশ।

: শহরে আইসা পান্তা খামুনিহি? পান্তা তো সারাবছরই খাই। আর কি কি আছে খাওয়ার? 

: রেস্তোরায় বয় জানালো, পরোটার সাথে ডিমের ওমলেট আছে। লোকটা তা-ই আনতে বললো।

কিছুক্ষণ পর যখন পরোটা ওমলেট এলো, লোকটা তো অবাক।

সে হতাশ হয়ে বললো, হায়রে গেরামের আন্ডা তুমি শহরে আইসা হইয়া গেলা ওমলেট!
(কপি)

উট,মরুভূমির জাহাজ

"উটের দিকে তাকিয়ে দেখেছ, কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?” (সূরা গাশিয়াহ ১৭)

উট প্রকৃতির এক মহাবিস্ময়, এটি ৫৩ ডিগ্রি গরম এবং মাইনাস-১ ডিগ্রি শীতেও টিকে থাকে। মরুভূমির উত্তপ্ত বালুর উপর ঘণ্টার পর ঘণ্টা পা ফেলে রাখে। কোনো পানি পান না করে মাসের পর মাস চলে। মরুভূমির বড় বড় কাঁটাসহ ক্যাকটাস খেয়ে ফেলে। দেড়শ কেজি ওজন পিঠে নিয়ে শত মাইল হেঁটে পার হয়। উটের মত এত অসাধারণ ডিজাইনের প্রাণী প্রাণীবিজ্ঞানীদের কাছে এক মহাবিস্ময়।

মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াসের (৯৮ ডিগ্রি ফারেনহাইট) এর আশেপাশে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে ৩৮.৫ ডিগ্রির (১০২ ফা) বেশি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে। ৪০ ডিগ্রির (১০৪ ফা) বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয়। ৪১ ডিগ্রি (১০৫ ফা) তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে।

একারণেই যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু উটের জন্য এভাবে পানি অপচয় করা বিলাসিতা। কারণ মরুভূমিতে সবচেয়ে দুর্লভ সম্পদ হচ্ছে পানি। একারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে। ভোরবেলা এর শরীরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি থাকে। তারপর আবহাওয়া যখন প্রচণ্ড গরম হয়ে যায়, তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্রি (১০৪ ফা) পর্যন্ত ওঠে। এর পর থেকে এটি ঘামা শুরু করে। এর আগে পর্যন্ত এটি পানি ধরে রাখে। এভাবে প্রতিদিন উট স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করে। এর শরীরের ভেতরে ব্যবস্থা রাখা আছে, যেন তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের ক্ষতি না হয়।

উটের রক্ত বিশেষভাবে তৈরি প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য। উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি প্রায় ১৩০ লিটার পানি, প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি, ১০ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে। এই বিপুল পরিমাণের পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেঁপে ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে, যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয়।

উটের কুজ হচ্ছে চর্বির আধার। চর্বি উটকে শক্তি এবং পুষ্টি যোগায়। আর পানি শরীরের যাবতীয় আভ্যন্তরীণ কাজকর্ম সচল রাখে, শরীরের তাপমাত্রা ঠিক রাখে। একবার যথেষ্ট খাবার এবং পানি নেওয়ার পর একটি উট ছয় মাস পর্যন্ত কোনো খাবার বা পানি পান না করে টিকে থাকতে পারে।

উট হচ্ছে মরুভূমির জাহাজ। এটি ১৭০-২৭০ কেজি পর্যন্ত ভর নিয়েও হাসিমুখে চলাফেরা করে। এই বিশাল, শক্তিশালী প্রাণীটির মানুষের প্রতি শান্ত, অনুগত হওয়ার কোনোই কারণ ছিল না। বরং এরকম স্বয়ংসম্পূর্ণ প্রাণীর হিংস্র হওয়ার কথা, যেন কেউ তাকে ঘাঁটানোর সাহস না করে। বিবর্তনবাদীদের বানানো বহু নিয়ম ভঙ্গ করে এই প্রাণীটি কোনো কারণে নিরীহ, শান্ত, মানুষের প্রতি অনুগত হয়ে গেছে। আল্লাহ যদি উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত।

উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাটা যুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটাসহ ক্যাকটাস এটি সাবাড় করে দিতে পারে। অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মাড়ি, গাল, জিভ ক্ষতবিক্ষত হয়ে যেত। কিন্তু উটের কিছুই হয় না। উটের মুখের ভেতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে। এর মুখের ভেতরের দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মত ব্যবস্থা রয়েছে, যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে। এমন এক জিভ আছে যা কাঁটা ফুটো করতে পারে না।

উটের চোখে দুই স্তর পাপড়ি রয়েছে। যার কারণে মরুভূমিতে ধূলিঝড়ের মধ্যেও তা চোখ খোলা রাখতে পারে। এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদের থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আদ্রতা ধরে রাখে। একইসাথে এটি বিশেষভাবে বাঁকা করা যেন তা ধুলোবালি আটকে দিতে পারে।