Wednesday, June 14, 2023

বাংলা বাগধারা

কিছু গুরত্বপূর্ণ বাগধারা নিচে দেওয়া হলো। 

১। 'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ- একমাত্র সন্তান।
২। টেকে গোঁজা ' বলতে কী বুঝায়- পকেট ভারী করা।
৩। ঢাকের কাঠি বাগধারা অর্থ- মোসাহেব।
৪। ঢাকের বাঁয়া বাগধারা দিয়ে কোনটা প্রকাশ পায়- যার কোন মূল্য নেই/ অকেজো সঙ্গী।
৫। ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কী- অর্থের অহংকার।
৬। গোবর গণেশ দিয়ে কোন বাগধারাটি প্রকাশ পায়- মূর্খ।
৭। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কী- ভূমিকা।
৮। মাছি মারা কেরানি ' অর্থ কী- বিচারবোধহীন নকলনবিশ
৯। লেজে খেলানো ' বাগধারাটির অর্থ- বশীভূত করা।
১০। ধামাধরা বলতে বুঝায়- চাটুকারিতা।
১১। পায়াভারি কথাটির অর্থ কি- অহংকার।
১২। অন্তর টিপুনী বলতে কি বুঝায়- গোপন ব্যাথা।
১৩। বাপের ঠাকুর বাগধারাটির অর্থ - উচ্ছন্নে যাওয়া।
১৪। হালে পানি পাওয়া অর্থ কি- বিপদমুক্ত হওয়া।
১৫। নেই আঁকরা - এর সঠিক অর্থ কোনটি- একগুঁয়ে।
১৬। আঁতে ঘা- বাগধারাটির অর্থ কী- মনে কষ্ট।
১৭। 'ভানুমতীর খেল' অর্থ কী- ভেলকিবাজি।
১৮। 'কাপুড়ে বাবু' বাগধারা অর্থ- বাহ্যিক সভ্য।
১৯। ধর্মপুত্র যুধিষ্ঠির অর্থ- সত্যবাদিতার ভান করা।
২০। ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ- যথেচ্ছাচারী।
২১। পিপুফিশু দ্বারা কী বুঝায়- কুঁড়ের বাদশা।
২২। কোলাব্যাঙ বাগধারাটির অর্থ কী- বাকসর্বস্ব।
২৩। শিরে সংক্রান্তি বাগধারা অর্থ কী- আসন্ন বিপদ।
২৪। ধোপদুরস্ত বাগধারাটির অর্থ- পরিপাটি।
২৫। পঞ্চত্বপ্রাপ্তি অর্থ- মারা যাওয়া।
২৬। মাছরাঙার কলঙ্ক' বাগধারাটির অর্থ কি- অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা।
২৭। লক্ষীর বরযাত্রী বাগধারাটির অর্থ কি- সুসময়ের বন্ধু।
২৮। কচ্ছপের কামড় বলতে কী বুঝায়- নাছোড়বান্দা।
২৯। ক-অক্ষর গোমাংস অর্থ কী- অশিক্ষিত ব্যক্তি।
৩০। তালপাতার সেপাই অর্থ কী- অতিশয় দূর্বল।
৩১। পোড় খাওয়া অর্থ কী- প্রতিকূলতা পার হয়ে আসা
৩২। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ কী- শেষ বিদায়/যাত্রা।
৩৩। অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ কী- আলসেমী।
৩৪। অকালে বাদলা' বাগধারাটির অর্থ কী- অপ্রত্যাশিত বাধা।
৩৫। 'আষাঢ়ে গল্প 'বাগধারাটির অর্থ- গাঁজাখুরি গল্প।
৩৬। আট কপালে বাগধারাটির অর্থ- হতভাগ্য।
৩৭। আমড়া কাঠের ঢেঁকি কে কি বলে- অপদার্থ।
৩৮। কুঁড়ে স্বভাব 'বাগধারাটির অর্থ কী- আঠারো মাসে বছর।
৩৯। ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ কী- প্রায় সম্পূর্ণ।
৪০। 'ঊনপঞ্চাশ বায়ু' বাগধারাটির অর্থ কী- পাগলামি / বদমেজাজ।
৪১। ঊনপাঁজুরে বাগধারাটির অর্থ- দূর্বল/ হতভাগ্য।
৪২। ইঁদুর কপালে বিপরীত বাগধারা কোনটি- একাদশে বৃহস্পতি।
৪৩। ইতর বিশেষ 'অর্থ কী- ভেদাভেদ /পার্থক্য।
৪৪। ইতর ' অর্থ কি- বদমেজাজ।
৪৫। উলুবনে মুক্তা ছড়ানো বাগধারাটির অর্থ- অপাত্রে দান।
৪৬। রাবণের চিতা অর্থ কি- চির অশান্তি।
৪৭। উলুখাগড়া অর্থ কি বুঝায়- গুরুত্বহীন লোক।
৪৮। গাছ পাথর 'বাগধারাটির অর্থ কি- হিসাব নিকাশ।
৪৯। উড়নচণ্ডী 'বাগধারাটির অর্থ কী- অমিতব্যয়ী।
৫০। গোবর-গনেশ 'বাগধারাটির অর্থ- মূর্খ।