Saturday, March 30, 2024

জেলেদের সুখের গল্প

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,

“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। 

জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। 

জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। 

পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।

লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। 

পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। 

তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

Friday, March 29, 2024

কোরআনের কিছু বিশ্বয়কর মোজেজা

♻♻ কুরআনের কিছু বিস্ময়কর মোজেজা ♻♻
.
অবিশ্বাসীরা কি পারবেন এসব প্রশ্নের জবাব দিতে?

★ সূরা 'আর রোম'-এ পারস্য সাম্রাজ্য ধ্বংসের ভবিষ্যদ্ববাণী করা হয়েছে। কিন্তু যখন অহি নাযিল হয়, সেই সময় মানুষের পক্ষে এটা বিশ্বাস করা অকল্পনীয় ছিল। এ আয়াত নাযিলের মাত্র সাত বছরের মধ্যে (৬২৭ খ্রি:) তদানিন্তন বিশ্বের সবচেয়ে দাপুটে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়। এটা দ্বারা কী প্রমাণ হয় না? কুরআন মানুষের তৈরী কোন কিতাব নয়?

★ 'ফী আদনাল আরদ' বলতে আল্লাহ তায়ালা গোটা ভূ-মন্ডলের সর্বনিম্ন অঞ্চল সিরিয়া,ফিলিস্তিন ও জর্ডানের পতিত 'ডেড সী' এলাকাকে বুঝিতেছেন। মাত্র কিছুদিন আগে আবিস্কৃত ভূ-জরিপ অনুযায়ী এটা প্রমাণিত হয়েছে যে, সারা দুনিয়ার নিম্নতম ভূমি হলো এই অঞ্চলগুলো। যা 'সী লেভেল' থেকে ৩৯৫ মিটার নিচে। ১৪শ বছরের আগের মানুষরা তা কি করে জানবে? বিশেষ করে এমন একজন মানুষ, যিনি ভূ-তত্ত্ব, প্রাণীতত্ত্ব ইত্যাদি কোন তত্ত্বেরই ছাত্র ছিলেন না!

★ কুরআনের এক জায়গায় সমুদ্রের তরঙ্গ সম্বন্ধে বলা হয়েছে, ঢেউ যখন অগ্রসর হয় তখন দুই ঢেউয়ের মধ্যবর্তী স্থান অন্ধকার থাকে। আমরা সবাই জানি, হযরত মুহাম্মদ (সা:) মরুভূমি অঞ্চলের সন্তান ছিলেন, তিনি তো কখনো সমুদ্র দেখেননি। সুতরাং সমুদ্র তরংগের দুটি ঢেউয়ের মধ্যবর্তী স্থান যে অন্ধকার হয় তা তিনি জানবেন কি করে? এতে কি প্রমাণিত হয়? মুহাম্মদ (সা:) নিজে কুরআন রচনা করেননি!

★ কুরআনের সূরা 'আল হাদিদে'-এ আল্লাহ তায়ালা বলেছেন, 'আমি লোহা নাযিল করেছি, যাতে রয়েছে প্রচুর শক্তি ও মানুষদের জন্যে প্রভূত কল্যাণ'।
পদার্থবিজ্ঞানরা বলেন, 'লোহা উৎপাদনের জন্য যে ১৫ লক্ষ সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন তার কোন উপকরণ আমাদের পৃথিবীতে নেই'। বলুন তো দেড় হাজার বছর আগের অশিক্ষিত, বর্বর আরব বেদুঈনরা কিভাবে বিজ্ঞানের এই জটিল তথ্য জানবে ?

★ নারী পুরুষকে যে আল্লাহ সমান মর্যাদা দিয়েছেন তার প্রমাণ! কুরআনে নারী ও পুরুষ সমান সংখ্যক বার (২৩+২৩=৪৬ বার) এসেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, নর নারীর সম্মিলিত 'এগ' ও 'স্পারম' দিয়ে মানব শিশুর যে ক্রোমোজোম তৈরী হয় তার সংখ্যাও ২৩+২৩=৪৬টি।

★ সূরা আল কাহফে গুহাবাসীরা কতোদিন সেখানে অবস্থান করেছে সে ব্যাপারে বলা হয়েছে। কুরআন মাজিদে এসেছে, 'তারা তাদের (এ) গুহায় কাটিয়েছে ৩০০ বছর, তারা (এর সাথে) যোগ করেছে আরো ৯ বছর'। অর্থাৎ এখানে মাস গণনার সৌর ও চন্দ্র গণনার পদ্ধতি উল্লেখ করা হয়েছে। দুনিয়ার মানুষ অনেক অনেক বছর পর জানতে পেরেছে যে, চন্দ্র মাস সৌর মাসের চাইতে ১১ দিন কম। এ হিসেবে সূর্যের ৩০০ বছর হলে চন্দ্রের হয় ৩০৯ বছর।

নাস্তিকদের কাছে আমার প্রশ্ন? অক্ষর জ্ঞানহীন আল্লাহর রাসূল (সা:) এ হিসাব কি জানতেন?

★ 'সাবয়া সামাওয়াত' অর্থ সাত আসমান যা কুরআনে ৭ বার এসেছে। 'খালিকুস সামাওয়াত' আসমানসমূহের সৃষ্টির কথাটাও ৭ বার এসেছে। 'সাবয়াতু আইয়াম' মানে ৭ দিন। একথাও কুরআনে ৭ বার এসেছে। 'সালাওয়াত' শব্দটি সালাতের বহুবচন যা কুরআনে ৫ বার এসেছে। কি অপূর্ব মিল! এ দ্বারা কি প্রমাণিত হয় না? কুরআন মানুষের তৈরী কোন ধর্ম গ্রন্থ নয়?

★ সূরা ইমরানের ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তা'য়ালা বলেন, ' আল্লাহ তায়ালার কাছে ঈসার তুলনা হচ্ছে আদমের মত'। কারণ আদম (আ:) পিতা মাতা ছাড়াই সৃষ্টি হয়েছেন, তেমনি ঈসা (আ:) পিতা ছাড়াই সৃষ্টি হয়েছেন। কি আশ্চর্যের বিষয়! কুরআনে আদম (আ:) নামটি ২৫ বার এবং ঈসা (আ:) এর নামটিও ২৫ বার এসেছে। সমান সমান।

এত কিছু প্রমাণ থাকা সত্বেও অবিশ্বাসীরা কুরআন ও রাসূল (সা:) কে অস্বীকার করে। সূরা আর রাহমানে আল্লাহ বার বার বলেছেন,
;فَبِاَىِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰن
অতএব, হে জ্বীন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
(Collected)

Tuesday, March 26, 2024

১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি:

♦সবাইকে পড়ার জন্য বিশেষ অনুরোধ করছি.....
===================================
♦১৬ টি কুফরি বাক্য যা আমরা নিয়মিত বলে থাকি:

(১). আল্লাহও লাগে ইল্লাও লাগে,(নাউজুবিল্লাহ)।

(২). তোর মুখে ফুল চন্দন পড়ুক (ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)।

(৩). কষ্ট করলে কেষ্ট মেলে (কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন)।

(৪). মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল?(মহাভারত একটি উপন্যাস, যা সবসময় অশুদ্ধ)।

(৫). মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।(এটি ইসলামের নামে কটুক্তি করা)।

(৬). লক্ষী ছেলে, লক্ষী মেয়ে লক্ষী স্ত্রী বলা (হিন্দুদের দেব-দেবির নাম লক্ষী তাই ইসলামে এটি হারাম)।

(৭). কোন ওষুধকে জীবন রক্ষাকারী বলা (জন্ম-মৃত্যু একমাত্র আল্লাহর হাতে)।

(৮). দুনিয়াতে কাউকে শাহেনসা বলা।(এর অর্থ রাজাদের রাজাধীকার)।

(৯). নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসি পাতা বলা (এটি অনইসলামিক পরিভাষা যা হারাম)।

(১০).ইয়া খাজাবাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা। (এটি শির্ক, ইসলামের সবচেয়ে বড় পাপ)।

(১১). ইয়া আলি, ইয়া রাসূল (সঃ) বলে ডাকা
(মানে দোয়া করা অর্থে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া) (আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে কিছু পার্থনা করা শির্ক)।

(১২). বিসমিল্লায় গলদ বলা(এটি সরাসরি কুফরি)।

(১৩). মৃত্যুর সাথে পান্জালড়া বলা(কুফরি বাক্য, তাই সাবধান)।

(১৪). মধ্যযুগ বর্বরতা বলা(মধ্যযুগ ছিল ইসলামের স্বর্ণযুগ)।

(১৫). মন ঠিক থাকলে পর্দা লাগে না( ইসলাম ধংশকারি মতাবদ)।

(১৬). নামাজ না পড়লে ঈমান ঠিক আছে বলা(ইসলাম থেকে বের করার মূলনীতি)।

তাই মুসলিম ভাই ও বোনেরা যখন কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন।আর এসব কথা ভুলেও মুখে আনবেন না,,,প্লিজ,আল্লাহতায়ালা আমাদের সঠিক বুঝদান করুন,(আমীন)।

[Collected]

Sunday, March 24, 2024

হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ

#copied 
পড়ে দেখতে পারেন,খারাপ লাগবে না।
হলিক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ                                                                          

"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "

"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty,  someone else can find it out. So never think you are useless"

"মেয়েরা তোমাদের বয়সী ছেলেগুলা তোমাদের জন্য নয়,তারা ঐ পাশের স্কুলের ছোট বোনদের জন্য৷ "

"সমবয়সী ছেলের সাথে প্রেম করবে না,পরে দেখা যাবে ছোটবোনকে বিয়ে করে নিয়ে এসে পায়ে সালাম করে জিজ্ঞাস করবে,আপা ভাল আছেন? ”

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?" 

"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"

"মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

"the world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি,  তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'Sex' ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আঘাত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"

"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"

"পৃথিবীর সবথেকে বড় যুদ্ধ হলো, আমাকে আমি করে তোলা"

"sit straight, back straight" 

"dont waste your tears for silly reasons, they are precious like you"

"Hope for the best, prepare for the worst"

"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"

"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "

"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"

"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"

"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি ।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি ।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।" 

"সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে"

 "শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কি করবা?  সংসার ছেড়ে চলে যাবে?  না মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমান হয় তুমি ভালবাসার যোগ্য, তুমি ভালবাসা পাওয়ার সকল গুনাগুন নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি" 

"হাসব্যান্ডের সাথে ভাবসম্প্রসারণ-এ আর শাশুড়ি সাথে সারাংশে কথা বলবে।"

"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে"

"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"

'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 

"মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"

"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"

"মেয়েরা হলো পানির মত। যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারন করবে"

"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।

"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।" 

"no news is good news"

"Good luck bad luck, who knows?  
Only God knows"

"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না"

"ছেলেরা গ্যাসের চুলা,মেয়েরা মাটির চুলা"

"তোমরা যেখানেই যাও না কেন, be an asset"

"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"

"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"

"Celebrate your failure."

"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"

"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"

"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"

"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' " 

"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"

"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"

"Don't be so expensive, Don't be so cheap!"

" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"

"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...! 
আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."

 (ʜᴏɴᴏʀᴀʙʟᴇ ᴘʀɪɴᴄɪᴘᴀʟ ᴏꜰ ʜᴏʟʏ ᴄʀᴏꜱꜱ ᴄᴏʟʟᴇɢᴇ)

কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন -



  (১) এক কাপড়ের রং যাতে অন্য কাপড়ে না লাগে এজন্য কাপড় ভেজানো পানিতে লবন ছড়িয়ে দিন এক কাপড়ের রং অন্য কাপড়ে আর লাগবে না।

  (২) আয়না চকচকে করতে ভেজা আয়না শুকনো পত্রিকার পাতা দিয়ে হালকা করে ঘষে নিন দেখুন গ্লাস ক্লিনার লাগবে না। চকচক করবে আয়না।

  (৩) বাসনের বসে যাওয়া দাগ দূর করতে টুথপেস্ট ব্যবহার করুন আর ম্যাজিক দেখুন।

  (৪) ঘরে ফ্রিজ নেই অথচ পেয়াজঁ দীর্ঘদিন সংরক্ষন করতে হবে? তবে চিন্তা নেই পেয়াজেঁর খোসা ছাড়িয়ে পত্রিকা দিয়ে মুড়ে রাখুন ভালো থাকবে।

  (৫) আলু আর পেয়াজঁ এক সাথে স্টোর করবেন না, আলু দ্রুত নষ্ট হয়ে যাবে।

  (৬) রান্না করার সময় তরকারিতে লবন বেশি হয়ে গেলে, এক টুকরো আলু ছেড়ে দিন আলু অতিরিক্ত লবন চুষে নেবে।

  (৭) তরকারিতে বেশি হলুদ হয়ে গেলে সুপারি ছেড়ে দিন হলুদ ভাব কমে যাবে।

  (৮) তরকারিতে বেশি তেল ঢেলে দিয়েছেন? সমস্যা নেই! কয়েক টুকরো বরফ ঠান্ডা তরকারিতে ছেড়ে দিন। বরফ তেল চুষে নিবে। সাথে সাথে বরফ গুলো উঠিয়ে ফেলে দিন।

  (৯) ফ্রিজে বাজে গন্ধ লাগলে এক টুকরো লেবু কেটে ফ্রিজে রেখে দিন। বাজে গন্ধটা আর থাকবে না। লেবু ফ্রিজে ভালো গন্ধ ছড়াবে।

  (১০) চাউলে যাতে পোকা না ধরে, এজন্য কয়েকটা নিম পাতা চালের পাত্রে রেখে দিন। পোকা ধরবে না।

টায়ার সম্পর্কিত জ্ঞ্যান

নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য আপনার টায়ারের শেলফ লাইফ এবং সর্বাধিক ডিজাইন করা গতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 আপনি কি জানেন যে প্রতিটি টায়ারের গতির রেটিং টায়ারের দেয়ালে একটি অক্ষর দ্বারা নির্দেশিত হয়, L থেকে H পর্যন্ত?

 অতিরিক্তভাবে, টায়ারের শেলফ লাইফ দেয়ালে একটি চার-সংখ্যার সংখ্যা দ্বারা নির্দেশিত হয়, প্রথম দুটি সংখ্যা উত্পাদনের সপ্তাহ নির্দেশ করে এবং শেষ দুটি বছর নির্দেশ করে।  এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে একটি টায়ারের বৈধতা সাধারণত উত্পাদনের তারিখ থেকে দুই থেকে তিন বছর হয়।

 অতএব, দুর্ঘটনা এড়াতে আপনার টায়ারগুলি উচ্চ গতির চাপ সহ্য করতে পারে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 বর্ধিত গতির কারণে অনেক টায়ার বিস্ফোরণ ঘটে এবং এটি আপনার টায়ারের উপর নির্দেশিত অক্ষর পরীক্ষা করে প্রতিরোধ করা যেতে পারে।  প্রতিটি চাকা বা টায়ারের একটি নির্দিষ্ট গতির রেটিং আছে, যার অর্থ L অক্ষরের সর্বোচ্চ গতি 120 কিমি/ঘণ্টা এবং H অক্ষরটির অর্থ 210 কিমি/ঘন্টার উপরে।

 L অক্ষর মানে সর্বোচ্চ গতি 120 কিমি।

 ... এবং M অক্ষর মানে 130 কিমি।
 আর N অক্ষর মানে 140 কিমি
  আর P অক্ষর মানে 150 কিমি।
 আর Q অক্ষরের অর্থ হল 160 কিমি।
 R অক্ষরটির অর্থ 170 কিমি।
 আর H অক্ষর মানে 210 কিলোমিটারের উপরে।

 আপনার টায়ারের সর্বোচ্চ পরিকল্পিত গতি এবং শেলফ লাইফ সম্পর্কে সচেতন হয়ে রাস্তায় নিরাপদ থাকুন।
Collected from FB