Skip to main content

Posts

Featured Post

Experience and information collection of DSE & CSE OF BANGLADESH by TR

Recent posts

Presentation on Myself

Presentation on Myself Good morning respected teacher and my dear friends. Today I am going to talk about myself. My name is ____________. I am a student of class seven. I study at __________ School. I am _____ years old. I live with my parents and family. I am honest, polite, and friendly by nature. My aim in life is to become a doctor/teacher/engineer. I want to serve my country and help poor people. I believe that hard work and honesty can make my dream come true. My best friend is ____________. He/She is very kind and helpful. We study together and help each other in difficult lessons. A good friend makes life happy. My favourite person is my mother/father/teacher. He/She always inspires me to do good work and teaches me moral values. My hobby is reading books/playing cricket/drawing. In my free time, I enjoy my hobby because it makes me happy and relaxed. My favourite books are story books and moral stories. They teach me good manners and improve my knowledge. I love my school ver...

রাজার এক জাদুকরের কাহিনি

প্রাচীনকালে এক রাজার একজন জাদুকর ছিল। জাদুকর বৃদ্ধ হয়ে গেলে রাজাকে বলল, "আমি বৃদ্ধ হয়েছি, আমার কাছে একটি বালক পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিখিয়ে দেব।" রাজা এক বালককে পাঠালেন। বালকের যাতায়াতের পথে এক রাহেব (আসমানী কিতাবে বিশ্বাসী দরবেশ) থাকতেন। বালকটি তাঁর কাছে বসে তাঁর কথা শুনত এবং তা তাকে মুগ্ধ করত। জাদুকরের কাছে যেতে দেরি হলে জাদুকর তাকে মারধর করত। রাহেব তাকে বুদ্ধি দিলেন, "জাদুকরের ভয় হলে বলবে বাড়িতে দেরি হয়েছে, আর বাড়ির লোকের ভয় হলে বলবে জাদুকর আটকে রেখেছিল।" একদিন রাস্তায় একটি বিশাল জন্তু মানুষের পথ রোধ করে দাঁড়িয়ে ছিল। বালকটি ভাবল, "আজ পরীক্ষা করার সময় যে জাদুকর শ্রেষ্ঠ না রাহেব শ্রেষ্ঠ।" সে একটি পাথর নিয়ে বলল, "হে আল্লাহ! জাদুকরের কাজ থেকে যদি রাহেবের কাজ আপনার কাছে বেশি প্রিয় হয়, তবে এই জন্তুটিকে মেরে ফেলুন।" সে পাথর ছুড়ল এবং জন্তুটি মারা গেল, মানুষ চলাচল শুরু করল। রাহেব সব শুনে বললেন, "বৎস! আজ তুমি আমার চেয়েও শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে গেছ। শীঘ্রই তুমি পরীক্ষার সম্মুখীন হবে; তখন আমার কথা কাউকে বলো না।" বালকটি আল্লাহর হুকুমে জন্মান্ধ ও...

কবিতা — "কাজলা দিদি"___যতীন্দ্রমোহন বাগচী

কবিতা — "কাজলা  দিদি" ___যতীন্দ্রমোহন বাগচী বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে, লেবুর তলে  থোকায় থোকায় জোনাক জ্বলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই; মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদকে আর কেনই-বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো, আমি ডাকি, - তুমি কেন চুপটি করে থাকো? বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে! দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে- তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে! ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল; ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না তারে উড়িয়ে মা গো, ছিঁড়তে গিয়ে ফল; দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল! বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময়, মাগো, আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে, পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে-ঝাড়ে; নেবুর গন্ধে ঘুম আসে না- তাইতো জেগে রই; রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি...

বাদশাহ হারুনুর রশীদ এবং বাহলূল পাগলের ঘটনা

বাদশাহ হারুনুর রশীদ এবং বাহলূল পাগলের ঘটনা বাদশাহ হারুনুর রশীদ এর শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল। যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো। কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশীদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বাদশাহ তাকে ডাক দিলেনঃ বাহলুল ! ওহে পাগল ! তোমার কি আর জ্ঞান ফিরবে না ? বাহলুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে গাছে উপরে মগডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল- হারুন ! ওই পাগল ! তোর কি কোনদিন জ্ঞান ফিরবেনা ? বাদশাহ হারুনুর রশীদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন, আমি পাগল নাকি তুমি, যে সারা দিন কবরস্থানে বসে থাকে? বাহলুল বলল, আমিই বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইলো, কীভাবে? বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন, আমি জানি এই রঙ্গীলা দালান ক্ষণিকের আবাসস্থল, এবং এটি (কবরস্থান) স্থায়ীনিবাস; এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি। অথচ তুই গ্রহণ করেছিস ঐ রঙ্গীন শালাকে আর এই স্থায়ী নিবাসকে (কবর) এড়িয়ে চলছিস। রাজপ্রসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য। এবার বল, আমাদের মধ্যে কে পাগল ? বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠল, তিনি ...

সকল প্রকার পাখির নাম

🕊️ Dove (ডাভ) – কবুতর 🦅 Eagle (ইগল) – ঈগল/বাজ 🦆 Duck (ডাক) – হাঁস 🦢 Swan (সোয়ান) – রাজহাঁস 🐦 Bird (বার্ড) – পাখি 🦉 Owl (আউল) – পেঁচা 🐓 Rooster (রুস্টার) – মোরগ 🐔 Hen (হেন) – মুরগি 🐣 Chick (চিক) – বাচ্চা মুরগি 🦜 Parrot (প্যারট) – টিয়া 🦚 Peacock (পিকক) – ময়ূর 🦩 Flamingo (ফ্লেমিংগো) – ফ্লেমিংগো 🦇 Bat (ব্যাট) – বাদুড় 🪶 Feather (ফেদার) – পালক 🐤 Canary (ক্যানারি) – ক্যানারি পাখি 🕊️ Pigeon (পিজন) – পায়রা 🪺 Nest (নেস্ট) – বাসা 🐧 Penguin (পেঙ্গুইন) – পেঙ্গুইন 🦤 Dodo (ডোডো) – বিলুপ্ত ডোডো পাখি 🪰 Bird poop (বার্ড পুপ) – পাখির পায়খানা 🦅 Beak (বিক) – ঠোঁট 🦢 Wings (উইংস) – ডানা 🌲 Tree branch (ট্রি ব্রাঞ্চ) – গাছের ডাল 🌅 Fly (ফ্লাই) – উড়া 🐥 Hatch (হ্যাচ) – ডিম ফোটানো 🐣 Egg (এগ) – ডিম 🌌 Migration (মাইগ্রেশন) – স্থানান্তর 🔊 Chirping (চার্পিং) – ডাক 🦜 Talking bird – কথা বলা পাখি 🌿 Perch (পার্চ) – বসার জায়গা 🕊️ Coo (কু) – কবুতরের ডাক 🐦 Nestling (নেস্টলিং) – বাসায় থাকা বাচ্চা পাখি 🪺 Brood (ব্রুড) – বাচ্চাদের ঝাঁক 🎶 Songbird (সংবার্ড) – গানের পাখি 🦤 Flightless bird – উড়তে...

The Neckless story in Bangla

দি নেকলেস (The Necklace); বিশ্বখ্যাত সাহিত্যিক "গাঁই দ্যা মুফাসাঁর" (Guy de Maupassant) বিখ্যাত গল্পের বাংলা অনুবাদ (La Parure)। সে ছিল সেইসব দুর্ভাগা অতীব সুন্দরী মেয়েদেরই একজন যে কিনা ভুল করে একজন কেরানি বাবার ঘরে জন্ম নিয়েছিল। তার বাবার ছিল না যৌতুক দেওয়ার সামর্থ্য, এমনকি তার বিয়ে নিয়ে ছিল না বাড়তি কোন আবেগ-উচ্ছ্বাস কিংবা প্রত্যাশা। তাদের ছিল না ধনী ও সমভ্রান্ত কোন পরিবারের সাথে জানাশুনা ও খাতির। এজন্য সেসব পরিবারের পুরুষের সাথে তার প্রেম কিংবা বিয়ের কোন সম্ভাবনাও ছিল না। অতএব, ফলাপল স্বরুপ যা হবার তাই ঘটল; বিয়ে হলো শিক্ষা মন্ত্রণালয়ের এক সামান্য কেরানির সাথে। বিয়ের পরও তার পোষাক-পরিচ্ছদ খুব সাদামাটা ছিল; কেননা একজন ছাপোষা কেরানির বউ হিসাবে এরচেয়ে ভাল পোষাক পরার সামর্থ্য তার ছিল না। কিন্তু উচ্চভিলাসী মানসিকতার জন্য ভেতরে ভেতরে সে ছিল ভীষণ অসুখী; বিষয়টি অনেকটা এরকম- "যেন কোন স্বর্গের দেবী পথ ভুলে পৃথিবীতে এসে পড়েছে।" এমন একটি পরিবারে তার জন্ম হয়েছে যেখানে রূপ-লাবণ্য, সৌন্দর্য-কমণীয়তার জন্য না আছে কদর, না আছে মর্যাদা। শুধুমাত্র সন্তান জন্ম দেওয়া, তাদের লালন প...

Rearrange the sentence for HSC all Board Questions 2024 to 2016

1. Rearrange the following sentences to make a coherent order[Dhaka Board-2024] (i) For this, he was awarded gold medal in all India. (ii) Joynul Abedin was such a personality who enriched our culture. (iii) The artist did not like the hard rules of school. (iv) He died on 28 May, 1976 in Dhaka. (v) Joynul Abedin was born at a village in Kishoregonj in 1914. (vi) The great personality is a person who contributed for his country or the people. (vii) He drew the pictures of the famine of the 2nd world war and got huge reputation. (viii) His father Tamij Uddin was a police officer. (ix) So, at the age of 15, he went to Kolkata and was admitted in a Government Art College. (x) He was a great artist who owned name and fame for himself and his country. 2. Rearrange the following sentences to make a coherent order[Rajshahi Board-2024] (i) Knowledge of these machines is essential to keep pace with the future world. (ii) The sooner we can make and activate this plan, ...