সত্যি বলতে — আমি তোমার প্রেমে পড়িনি। তুমি নিখুঁত পরিপাটি করে যে শাড়িটা পরো, আমি প্রেমে পড়েছি সেই শাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা তোমার কোমলতার। যদি কখনো জানতে চাও, আমি কীসে সবচেয়ে বেশি হেরে যাই? তবে আমি বলবো, তোমার ওই গাঢ় কাজল চোখে! আমি প্রেমে পড়েছি তোমার কাজল চোখের। আমি তোমার প্রেমে পড়িনি, প্রেমে পড়েছি তোমার কানের দুলের—যেগুলো নড়লেই মনে হয়, আমার হৃদয়ের ভেতর ছোট্ট একটা ঝংকার বেজে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে কপালের ঠিক মাঝখানে যে ছোট্ট কালো টিপটা তুমি সযত্নে বসাও, আমি প্রেমে পড়েছি সেই টিপটার। জানো তো? ওটাকে আমার ভীষণ হিংসে হয়—সে কত সহজেই তোমার কপালে চুমু এঁকে দেয়,অথচ আমি পারি না! আজ সত্যি বলছি, আমি মোটেও তোমার প্রেমে পড়িনি। আমি প্রেমে পড়েছি তোমার দু’ঠোঁটের—যে ঠোঁট দিয়ে তুমি আনমনে হাসো, শুধু আমাকে ভেবে। প্রেমে পড়েছি তোমার সেই নির্লিপ্ত কণ্ঠের— অভিমানে যে কণ্ঠ শুনে এক নিমেষে হৃদয় উন্মাদ হয়ে ওঠে। প্রেমে পড়েছি তোমার এলো চুলের, আর চুল বাঁধার সেই ছোট্ট ক্লিপটার। সে কত যত্নেই না তোমার চুলগুলো সামলে রাখে, অথচ আমি পারি না! এতকিছুর পরেও যদি মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি—তবে জেনে রেখো, হ্যাঁ,আমি স...
TR English Academy
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .