মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তুরস্কের নতুন অফিসের জন্য একজন দক্ষ লোক খুঁজছেন। প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়লো! এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন। বিল গেটস ২০,০০০ আবেদনকারীকে-ই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন। বিল গেটস বললেন, "এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।" ২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, "আমি বরং থেকেই যাই এখানে আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ! চাকরিটা পেলে, দুই দিনে নাহয় শিখে নিবো। দাঁড়িয়েই থাকি বরং..." বিল গেটস এবার বললেন, "এখানে যাদের নেটওয়ার্কিং-এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।" ১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মনে মনে ভাবলেন, "নেটওয়ার্কিং আর এমন কি জিনিষ! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা!" বিল গেটস এবার বললেন, "এখানে যাদের উইন্ডোজ ও লিনাক্সে দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।" ৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন। তরফদার সাহেব মন...
TR English Academy
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .