আজকের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল- সিপাহী
২. সার্বভৌম এর সন্ধি বিচ্ছেদ- সর্বভূমি + ষ্ণ=সার্বভৌম
৩. সঠিক বানান- ভবিষ্যৎ
৪. I know where he lives which type of sentence- Complex Sentence
৫.লোক সাহিত্য কেকে বলে- লখের মুখে মুখ্ব প্রচলিত কাহিনী, গান,ছড়া ইত্যাদিকে
৬. ৯০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী- ৯০ ডিগ্রী
৭. x + 1/x= 6 হলে x/x^2+x+1 কত?- 1/7
৮. A reward has been announced for the employees who—– hard. – have worked
৯. কোন সংখ্যার দ্বিগুনের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপাক্ষা ৭বেশি হয় । সংখ্যাটি নির্ণয় করুন- ৪
১০. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি ২০ খেলায় ৮২,৮৫ ও ৯২ রান করলে । চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে ? – ৮৯
১৪.বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়- হালদা
১৫. আগামীকাল তিনদিন পর যেদিন আসবে তা শনিবার।গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল? – শনিবার
১৬. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় –১৯৫০
১৭.এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুতি হাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি - দুই বিঘা জমি
১৮. x3+1 এবং x2-1 এর গ.সা.গু - x+1
১৯.Aperson Who writes about his own life writes- A biography
২০.সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা- এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি- অধিকরণে ৭মী
২১.he was absorbed------ deep thought. -in
২২. এডামস পিক তীর্থস্থানটি কোথায়- শ্রীলংকায়
২৩.মন না মতি বাগধারার অর্থ- অস্থির মানব মন
২৪.ন্যাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ-ক্ষুদ্রার্থে
২৫.সব ঝিনুকের মুক্তা মেলে না- এর ব্যাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি- অপাদানে সপ্তমী
২৬.ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি হয়-
২৭.সংবিধান এর সন্ধি বিচ্ছেদ- সম + বিধান
২৮.বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত- বেলজিয়াম
২৯.The boy from the village said "I........ starve then beg" - Would rather
৩০.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি - মহেশখালী
৩১.A rolling stone gathers no moss. What "rolling" is ? - participle
৩২. শতকারা ১টাকা হার সুদে ১তাকার সুদ ১টা হবে কত বছরে- ১০০ বছর
৩৩.
৩৪.i always take an umbrella ----it train. in case
৩৫.Url হলো- Web এর বিভিন্ন Documents ও অন্যান্য resources এর ঠিকানা
৩৬. গ্রাউন্ড জিরো - ৯/১১
৩৭.পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? - শুক্র
৩৮. কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে - আমার যাওয়া হবে না
৩৯. ব্যাষ্টি এর বিপরীত শব্দ- সমষ্টি
৪০.famous antonyms- obscure
৪১.শব্দ ও ধাতুর মূলকে কি বলে- প্রকৃতি
৪২.যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্ত তার ফল এখনো রয়েছে তাকে বলে- পুরাঘটিত বর্তমান
৪৩.
৪৪.ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন
৪৫.
৪৬.
৪৭.বাংলা সাহিত্যের কাকে ছন্দের জাদুকর বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্ত
৪৮.আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কি দামে বিক্রয় করলে গড়ে তার ৫টাকা লাভ হবে- ২২
৪৯. x2-x+1
৫০. পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০,৮৫,৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়- ৯০
৫১. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি- যুক্তরাজ্য
৫৩. which sentence is correct- He is as good as me
৫২.(a-b) ,(a2-ab)(a2-b2) এর লসাগু - a(a2-b2)
৫৪. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়- হরমন
৫৫.একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল - ট্রাপিজিয়াম
৫৬.চাষাভুষার কাব্য - নির্মলেন্দু গুণ
৫৭. বাড়ি থেকে দেখায়া যায়- কোন কারক কোনটি - অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
৫৮.
৫৯. একটি গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে ,মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে ? -৩.৫ কি.মি.
৬০.
৬১.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য , প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত- ৫ঃ৩ঃ১
৬২.যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে- ক্ষণপ্রভা।
৬৩.বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন- সৈয়দ নজ্রুল ইসলাম
৬৪.ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান -জিব্রাল্টার প্রণালী
৬৫.The birds and the bees means- The basic facts about sex
৬৬.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি- লোহা
৬৭. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল । হাসান ঘনটায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হবার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো । শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?-২৪
৬৮.বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
৬৯. a+1/a= 3 হলে a2+1/a2= কত = ৭
৭০.কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল? - ২৫
৭১.একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটিগাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত? ১৪০ মিটার
৭২.
৭৩. when i saw the gardener, he.... tree-- cut down
৭৪. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? ৪/৩
৭৫.Choose the correct sentence- the rich are not always happy
৭৬.Subconcious এর পারিভাষিক শব্দ- অবচেতন
৭৭.স্বাধীন বাংলা বেতারে কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন- এম আর আখতার মুকুল
৭৮.যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি- অম্ল
৭৯.সতীদাহ প্রথা বিলুপ্ত হয়-১৮২৯
৮০. ক্ষুদ্র তম সংখ্যা- ৫/২১
Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...
Comments
Post a Comment