টেরান্স টাও (Terence Tao) হলেন বর্তমান দুনিয়ার একজন সেরা গণিতবিদ। সেরাদের সেরা। তাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। বলা হয় গণিতের যাদুশিল্পী।
টেরান্স মাত্র দশ বছর বয়সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত এটা সবচেয়ে কম বয়সে অংশগ্রহণকারী রেকর্ড। এবং সবচেয়ে কম বয়সে (১৩) আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী সে।
একুশ বছর বয়সে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এই অসম্ভব মেধাবী মাত্র চব্বিশ বছর বয়সে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লজ এঞ্জেলসে (UCLA) ফুল প্রফেসর হয়েছেন। সেখানেই বর্তমানে কাজ করছেন।
মাত্র একত্রিশ বছর বয়সে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল (Fields Medal) অর্জন করেছেন।
আমাদের স্টুডেন্টরা কি তার সম্পর্কে জানে? আমাদের পাঠ্য বইগুলোতে কি এনাদের কথা থাকে?
……………………
collected from facebook post of Rauful Alam
No comments:
Post a Comment