📶 ওয়াইফাই রাউটার থেকে অপরিচিত ডিভাইস ব্লক করার সহজ উপায়!
আপনার WiFi-তে কখনো অচেনা ডিভাইস যুক্ত হয়ে নেট স্লো করে দিচ্ছে? 😟
তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই তাদের ব্লক করে দিন 👇
🔹 ১. রাউটার লগইন করুন
ব্রাউজারে লিখুন ➤ "192.168.0.1" বা "192.168.1.1"
তারপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিন (সাধারণত admin / admin)।
🔹 ২. Connected Device দেখুন
“Device List” বা “Attached Devices” অপশনে গিয়ে সব ডিভাইস দেখুন।
🔹 ৩. অপরিচিত ডিভাইস চিহ্নিত করুন
যে ডিভাইসটা আপনার নয় সেটার নাম বা MAC Address কপি করুন।
🔹 ৪. ব্লক করুন বা Blacklist-এ দিন
“Access Control” / “MAC Filtering” সেকশনে গিয়ে সেই MAC Address ব্লক করুন।
🔹 ৫. পাসওয়ার্ড পরিবর্তন করুন 🔐
নতুন শক্তিশালী পাসওয়ার্ড দিন (যেমন: Masum@2025!)
💡 অতিরিক্ত টিপস:
WPA2 বা WPA3 সিকিউরিটি ব্যবহার করুন, আর “Guest Network” চালু থাকলে প্রয়োজনে বন্ধ রাখুন।
Comments
Post a Comment