🟥শিক্ষার্থীদের জন্য ১০টি জরুরি অ্যাপ :
১️⃣ #Photomath
গণিতে কোথাও আটকে গেলে শিক্ষক বা বন্ধু সবসময় পাশে থাকে না। এ সময় এই অ্যাপটি ক্যামেরায় প্রশ্ন স্ক্যান করলেই ধাপে ধাপে সমাধান দেখিয়ে দেবে।
২️⃣ #BuddyTalk
ইংরেজি শিখতে হলে অনুশীলন জরুরি। কিন্তু কথা বলার সঙ্গী পাওয়া সহজ নয়। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে ইংরেজি স্পিকিং পার্টনার পাওয়া যায়, ফলে অনুশীলনের সুযোগ মেলে যেকোনো সময়।
৩️⃣ #Moon+Reader
ফোনেই গড়ে তুলুন নিজের ছোট্ট লাইব্রেরি। পিডিএফ, ইপাবসহ বিভিন্ন ফরম্যাটের বই পড়ার জন্য এই অ্যাপটি খুবই হালকা এবং ব্যবহারবান্ধব।
৪️⃣ #CamScanner
কোনো খাতা, নোট বা ডকুমেন্ট সহজেই স্ক্যান করে পিডিএফ বানানো যায় এই অ্যাপে। ফলে নোট ধার নেওয়ার ঝামেলা কমে যায় এবং সবকিছু গুছিয়ে রাখা যায়।
৫️⃣ #Google Keep
নোট নেওয়া, টু-ডু লিস্ট তৈরি করা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য একদম পারফেক্ট। সব ডিভাইসে সিঙ্ক হয়, তাই হারিয়ে যাওয়ার ভয় নেই।
৬️⃣ #Grammarly Keyboard
ইংরেজি লিখতে গিয়ে ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। এই অ্যাপ ব্যবহার করলে লেখার সময়ই ব্যাকরণগত ভুল ধরিয়ে দেয় এবং সঠিক সাজেশন দেয়।
৭️⃣ #Quizlet
মনে রাখার পড়া বা ভোকাবুলারি চর্চার জন্য ফ্ল্যাশকার্ড বানিয়ে অনুশীলনের দারুণ সুযোগ দেয়। একা একাও পড়া যায় আবার বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যায়।
৮️⃣ #Microsoft Lens
যেকোনো স্লাইড, হোয়াইটবোর্ড বা ডকুমেন্টের ছবি তুলে একদম পরিস্কারভাবে সংরক্ষণ করার জন্য এটি চমৎকার। পড়াশোনার সময় কাজে আসে অনেক।
৯️⃣ #Khan Academy
বিনামূল্যের বিশাল লার্নিং প্ল্যাটফর্ম। গণিত, বিজ্ঞান, ইতিহাস থেকে শুরু করে নানা বিষয়ের লেকচার ভিডিও এবং প্র্যাকটিস এক্সারসাইজ এখানে পাওয়া যায়।
🔟 #Forest
মনোযোগ ধরে রাখার জন্য দারুণ একটি অ্যাপ। নির্দিষ্ট সময় ফোনে অন্য কিছু ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দিলে অ্যাপে একটি গাছ বড় হতে থাকে। পড়ার পাশাপাশি মোটিভেশনও বাড়ায়।
Comments
Post a Comment