মস্তিষ্ক নিয়ে এমন তথ্য জানলে আপনি চমকে যাবেন!
🌱 আপনি কি জানেন?
মানুষের মস্তিষ্ক আধুনিক কম্পিউটারের থেকেও বেশি বৈদ্যুতিক শক্তিশালী!
তবুও আমরা এখনো পুরোপুরি বুঝতেই পারিনি এটি কিভাবে কাজ করে।
🌱 আপনার মাথার ভেতর মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্র!
🧠 মাত্র ১.৫ কেজি ওজনের এই অঙ্গটি আপনার শরীরের মোট শক্তির ২০% ব্যবহার করে।
🌌 এতে এমন অসংখ্য নিউরাল সংযোগ আছে যা গ্যালাক্সির তারার থেকেও বেশি।
⏱️ এটি প্রতি সেকেন্ডে লাখ লাখ তথ্য প্রক্রিয়াজাত করে।
কিন্তু অবাক করা বিষয় হলো—একটুখানি পড়ে যাওয়া, অপুষ্টি কিংবা এক রাতের ঘুমহীনতা আপনার মস্তিষ্ককে পুরোপুরি ভারসাম্যহীন করে দিতে পারে!
🌱 মস্তিষ্ক ব্যথা অনুভব করে না!
হ্যাঁ, ঠিকই পড়ছেন।
তাই ডাক্তাররা চাইলে আপনাকে জাগ্রত অবস্থায় রেখেই মস্তিষ্কে অস্ত্রোপচার করতে পারেন।
ভাবতে পারেন তো? আপনি ডাক্তারকে কথা বলছেন, আর তিনি আপনার সেরিব্রাল কর্টেক্স স্পর্শ করছেন!
🌱 আমরা অটোপাইলটে জীবন কাটাই, অথচ মাথার ভেতরেই বহন করি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী “কম্পিউটার”!
Comments
Post a Comment