#একজন_আদর্শ_ছাত্র_ছাত্রীর_করণীয়:
১) শিক্ষকগণের আদেশ -নিষেধ মেনে চলা।
২) শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সহিত সালাম দিয়ে তাঁদের খোজ খবর নেয়া।
৩) শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।
৪) সব সময় শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা।
৫) সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।
৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।
৭) শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা।
৮) শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা।
৯) শিক্ষকদের সাথে শ্রেণির ভিতর বা যে কোন জায়গায় দেখা হলে সন্মান জানানো।
১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাহিরে যাওয়া।
১১) বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা।
১২) জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।
১৩) শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা।
১৪) কোন ভাবেই কারো সাথে অভদ্র আচরণ না করা।
১৫) শিক্ষকদের জন্য দোয়া ও শুভকামনা করা।
১৬) প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা।
১৭) না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।
১৮) সর্বদা শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা।
১৯) শিক্ষকের পাঠদানে ডিস্টার্ব হয় এমন কাজ করা থেকে বিরত থাকা।
২০) শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন মেনে চলা।
Comments
Post a Comment